ETV Bharat / state

TMC Taunts Hiran: দেব ওকে কাস্ট করেনি, তাই ভুলভাল বলছেন হিরণ, মাথার তার কেটে গিয়েছে; কটাক্ষ তৃণমূলের

দেব (Remarks against Dev) ওকে কাস্ট করেনি বলেই তাঁর বিরুদ্ধে ভুলভাল কথা বলছেন হিরণ চট্টোপাধ্যায় ৷ বিজেপি বিধায়ককে একহাত নিয়ে এ কথা বললেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি (TMC Taunts Hiran)৷

TMC Taunts Hiran ETV Bharat
হিরণ ও অজিত
author img

By

Published : Mar 27, 2023, 3:01 PM IST

হিরণকে জবাব তৃণমূলের

পিংলা, 27 মার্চ: দেব (Remarks against Dev) তাঁর ছবিতে কাজ করার সুযোগ দেননি বলেই তাঁর বিরুদ্ধে যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷ টলি পাড়াতেও তাঁকে কেউ কোনও কাজের জন্য ডাকছেন না ৷ তাই তিনি গ্ল্যামার জগতের সবার বিরুদ্ধেই তোপ দাগছেন ৷ হিরণের মন্তব্যের পালটা জবাব দিয়ে এ কথা বললেন পশ্চিম মেদিনীপুর তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি (TMC Taunts Hiran)৷ তাঁর কটাক্ষ, দলেও কোনও গুরুত্ব না পাওয়ায় মাথা খারাপ হয়ে গিয়েছে হিরণের ৷

ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (West Midnapore News)৷ রবিবার চন্দ্রকোনায় তিনি অভিযোগ করেন যে, গরু পাচার কাণ্ডের চক্রী এনামুল হকের থেকে 5 কোটি টাকা নিয়েছেন দেব ৷ শুধু তিনি নন, দুর্নীতি প্রশ্নে সায়নী ঘোষ, বনি সেনগুপ্ত-সহ গোটা টলিপাড়ার দিকেই আঙুল তোলেন তিনি ৷ বলেন, ইন্ডাস্ট্রির 99 শতাংশই দুর্নীতির সঙ্গে জড়িত ৷

হিরণের (Hiran Chatterjee Latest News) এই মন্তব্যের জবাব দিয়ে তাঁকে একপ্রকার তুলোধোনা করেছে জেলা তৃণমূল ৷ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি সোমবার বলেন, "হিরণের ইদানিং কালে মাথার তার কাটার মতো অবস্থা ।" কটাক্ষের সুরে তিনি বলেন, যেহেতু দেব তাঁর ছবিতে হিরণকে অভিনয়ের সুযোগ দেননি, তাই দেবের বিরুদ্ধে ভুলভাল কথা বলছেন বিজেপি বিধায়ক ৷ তিনি কোনও ফিল্ম বা সিরিয়ালেও কাজ পাচ্ছেন না বলেই টলিপাড়ার বিরুদ্ধেও নানা কথা বলছেন বলে দাবি করেন অজিত মাইতি ৷

আরও পড়ুন: এনামুলের থেকে 5 কোটি টাকা নিয়েছেন দেব, দুর্নীতিতে জড়িত সায়নীও; বিস্ফোরক হিরণ

পাশাপাশি তাঁর কটাক্ষ, হিরণকে পাত্তা দেয় না তাঁর দলও ৷ তৃণমূল নেতা বলেন, দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ রেলের টেন্ডার ও নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য হিরণকে দেন না ৷ তাই মাথার ঠিক নেই খড়গপুরের বিধায়কের ৷ রসিকতার সুরে উপমা টেনে তিনি বলেন, "স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে দেখবেন অনেকে বাইরে গিয়ে তার বহিঃপ্রকাশ করে ৷ হিরণেরও সেই অবস্থা হয়েছে ৷"

হিরণ তৃণমূলেও আসতে চেয়েছিলেন, কিন্তু অভিষেক বন্দ্য়োপাধ্যায় তাঁকে দলে জায়গা দেননি ৷ সেই জন্যই গাত্রোদাহ থেকে বিজেপি বিধায়ক উলটো-পালটা কথা বলছেন বলেও দাবি করেন অজিত মাইতি ৷

হিরণকে জবাব তৃণমূলের

পিংলা, 27 মার্চ: দেব (Remarks against Dev) তাঁর ছবিতে কাজ করার সুযোগ দেননি বলেই তাঁর বিরুদ্ধে যা ইচ্ছে বলে বেড়াচ্ছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷ টলি পাড়াতেও তাঁকে কেউ কোনও কাজের জন্য ডাকছেন না ৷ তাই তিনি গ্ল্যামার জগতের সবার বিরুদ্ধেই তোপ দাগছেন ৷ হিরণের মন্তব্যের পালটা জবাব দিয়ে এ কথা বললেন পশ্চিম মেদিনীপুর তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি (TMC Taunts Hiran)৷ তাঁর কটাক্ষ, দলেও কোনও গুরুত্ব না পাওয়ায় মাথা খারাপ হয়ে গিয়েছে হিরণের ৷

ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (West Midnapore News)৷ রবিবার চন্দ্রকোনায় তিনি অভিযোগ করেন যে, গরু পাচার কাণ্ডের চক্রী এনামুল হকের থেকে 5 কোটি টাকা নিয়েছেন দেব ৷ শুধু তিনি নন, দুর্নীতি প্রশ্নে সায়নী ঘোষ, বনি সেনগুপ্ত-সহ গোটা টলিপাড়ার দিকেই আঙুল তোলেন তিনি ৷ বলেন, ইন্ডাস্ট্রির 99 শতাংশই দুর্নীতির সঙ্গে জড়িত ৷

হিরণের (Hiran Chatterjee Latest News) এই মন্তব্যের জবাব দিয়ে তাঁকে একপ্রকার তুলোধোনা করেছে জেলা তৃণমূল ৷ জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি সোমবার বলেন, "হিরণের ইদানিং কালে মাথার তার কাটার মতো অবস্থা ।" কটাক্ষের সুরে তিনি বলেন, যেহেতু দেব তাঁর ছবিতে হিরণকে অভিনয়ের সুযোগ দেননি, তাই দেবের বিরুদ্ধে ভুলভাল কথা বলছেন বিজেপি বিধায়ক ৷ তিনি কোনও ফিল্ম বা সিরিয়ালেও কাজ পাচ্ছেন না বলেই টলিপাড়ার বিরুদ্ধেও নানা কথা বলছেন বলে দাবি করেন অজিত মাইতি ৷

আরও পড়ুন: এনামুলের থেকে 5 কোটি টাকা নিয়েছেন দেব, দুর্নীতিতে জড়িত সায়নীও; বিস্ফোরক হিরণ

পাশাপাশি তাঁর কটাক্ষ, হিরণকে পাত্তা দেয় না তাঁর দলও ৷ তৃণমূল নেতা বলেন, দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ রেলের টেন্ডার ও নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য হিরণকে দেন না ৷ তাই মাথার ঠিক নেই খড়গপুরের বিধায়কের ৷ রসিকতার সুরে উপমা টেনে তিনি বলেন, "স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে দেখবেন অনেকে বাইরে গিয়ে তার বহিঃপ্রকাশ করে ৷ হিরণেরও সেই অবস্থা হয়েছে ৷"

হিরণ তৃণমূলেও আসতে চেয়েছিলেন, কিন্তু অভিষেক বন্দ্য়োপাধ্যায় তাঁকে দলে জায়গা দেননি ৷ সেই জন্যই গাত্রোদাহ থেকে বিজেপি বিধায়ক উলটো-পালটা কথা বলছেন বলেও দাবি করেন অজিত মাইতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.