ETV Bharat / state

অন্ডাল থেকে জুনেই উড়বে চেন্নাই ও মুম্বই রুটের বিমান

দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে নিয়মিত চেন্নাই এবং মুম্বই রুটের বিমান চলবে। জুনে এই বিমান পরিষেবা চালু হয়ে যাবে।

flight
author img

By

Published : Mar 4, 2019, 11:29 PM IST

আসানসোল, ৪ মার্চ : দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে নিয়মিত চেন্নাই এবং মুম্বই রুটের বিমান চলবে। জুনে এই বিমান পরিষেবা চালু হয়ে যাবে। আজ এক অনুষ্ঠানে একথা ঘোষণা করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট এই বিমান চালাবে।

আসানসোল-দুর্গাপুরের বাসিন্দাদের বহুদিনের দাবি ছিল অন্ডাল বিমানবন্দর থেকে চেন্নাইগামী বিমান পরিষেবা চালু করার জন্য। কারণ বহু অসুস্থ মানুষ বছরের বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য চেন্নাই যান। ট্রেনে যেতে যারা অক্ষম তাদের চার ঘণ্টার সড়ক পথ অতিক্রম করে কলকাতায় গিয়ে বিমান ধরতে হত। এবার সেই সমস্যা মিটতে চলেছে। জুনেই শুরু হচ্ছে অন্ডাল-চেন্নাই এবং অন্ডাল- মুম্বই রুটের বিমান পরিষেবা।

স্পাইস জেট সূত্রে জানা গেছে, প্রত্যেকদিন অন্ডাল থেকে চেন্নাই এবং অন্ডাল থেকে মুম্বই একটি করে বিমান যাবে ও আসবে। দুটি ক্ষেত্রেই একবার যাত্রার জন্য ৩৭০১ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। আজ বাবুল সুপ্রিয় বলেন, "এর আগে অন্ডালের সঙ্গে দিল্লি ও হায়দরাবাদের মধ্যে বিমান পরিষেবা চালু করেছিলাম। এবার চেন্নাই এবং মুম্বাই রুটে পরিষেবা চালু করলাম। "

undefined

আসানসোল, ৪ মার্চ : দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর থেকে নিয়মিত চেন্নাই এবং মুম্বই রুটের বিমান চলবে। জুনে এই বিমান পরিষেবা চালু হয়ে যাবে। আজ এক অনুষ্ঠানে একথা ঘোষণা করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট এই বিমান চালাবে।

আসানসোল-দুর্গাপুরের বাসিন্দাদের বহুদিনের দাবি ছিল অন্ডাল বিমানবন্দর থেকে চেন্নাইগামী বিমান পরিষেবা চালু করার জন্য। কারণ বহু অসুস্থ মানুষ বছরের বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য চেন্নাই যান। ট্রেনে যেতে যারা অক্ষম তাদের চার ঘণ্টার সড়ক পথ অতিক্রম করে কলকাতায় গিয়ে বিমান ধরতে হত। এবার সেই সমস্যা মিটতে চলেছে। জুনেই শুরু হচ্ছে অন্ডাল-চেন্নাই এবং অন্ডাল- মুম্বই রুটের বিমান পরিষেবা।

স্পাইস জেট সূত্রে জানা গেছে, প্রত্যেকদিন অন্ডাল থেকে চেন্নাই এবং অন্ডাল থেকে মুম্বই একটি করে বিমান যাবে ও আসবে। দুটি ক্ষেত্রেই একবার যাত্রার জন্য ৩৭০১ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। আজ বাবুল সুপ্রিয় বলেন, "এর আগে অন্ডালের সঙ্গে দিল্লি ও হায়দরাবাদের মধ্যে বিমান পরিষেবা চালু করেছিলাম। এবার চেন্নাই এবং মুম্বাই রুটে পরিষেবা চালু করলাম। "

undefined
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.