দুর্গাপুর, 20 জানুয়ারি : ব্যক্তির বেপরোয়া গাড়ি চালানোর জেরে পরপর দুর্ঘটনা দুর্গাপুরে ৷ আহত দুই বাইক আরোহী ৷ তিনজনই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷
দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টরস কলোনির বাসিন্দা জীবন চট্টোপাধ্যায় ৷ পেশায় চিকিৎসক ৷ গতকাল নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ৷ সিটি সেন্টারের দমকল বিভাগের সামনে দু'টি বাইকে ধাক্কা মারেন ৷ দুর্ঘটনায় একজন বাইক আরোহীর হাত ভেঙে যায় ৷ অন্যজনের অবস্থা আশঙ্কাজনক ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন জীবনবাবু ৷
বাইক দু'টিকে ধাক্কা মারার পরও দাঁড়াননি তিনি ৷ আরও দ্রুতবেগে সিটি সেন্টারের মূল রাস্তায় কর্তব্যরত এক ট্র্যাফিক গার্ডকে ধাক্কা মারতে যান ৷ কোনওরকমে সরে গিয়ে বেঁচে যান ওই গার্ড ৷ তারপর সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামের কাছে দাঁড়িয়ে থাকা দু'টি অটোতে ধাক্কা মারেন জীবনবাবু ৷ পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতেও ধাক্কা মারেন ৷
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন জীবনবাবু ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 70 উর্ধ্ব এই চিকিৎসকও ৷ আহত দুই বাইক আরোহী-সহ জীবনবাবুকেও দুর্গাপুরের গান্ধিমোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে, জীবনবাবুর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই পুলিশের তরফে জানানো হয়েছে ৷