ETV Bharat / state

বেপরোয়া গাড়ি চালানোয় পরপর দুর্ঘটনা দুর্গাপুরে

author img

By

Published : Jan 20, 2020, 1:19 AM IST

দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় বেপরোয়া গাড়ি চালানোয় পরপর দুর্ঘটনা ৷ প্রত্য়ক্ষদর্শীদের অভিযোগ, পেশায় চিকিৎসক ওই ব্য়ক্তি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ৷

দুর্ঘটনাগ্রস্থ অটো
দুর্ঘটনাগ্রস্থ অটো

দুর্গাপুর, 20 জানুয়ারি : ব্যক্তির বেপরোয়া গাড়ি চালানোর জেরে পরপর দুর্ঘটনা দুর্গাপুরে ৷ আহত দুই বাইক আরোহী ৷ তিনজনই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টরস কলোনির বাসিন্দা জীবন চট্টোপাধ্যায় ৷ পেশায় চিকিৎসক ৷ গতকাল নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ৷ সিটি সেন্টারের দমকল বিভাগের সামনে দু'টি বাইকে ধাক্কা মারেন ৷ দুর্ঘটনায় একজন বাইক আরোহীর হাত ভেঙে যায় ৷ অন্যজনের অবস্থা আশঙ্কাজনক ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন জীবনবাবু ৷

বাইক দু'টিকে ধাক্কা মারার পরও দাঁড়াননি তিনি ৷ আরও দ্রুতবেগে সিটি সেন্টারের মূল রাস্তায় কর্তব্যরত এক ট্র্যাফিক গার্ডকে ধাক্কা মারতে যান ৷ কোনওরকমে সরে গিয়ে বেঁচে যান ওই গার্ড ৷ তারপর সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামের কাছে দাঁড়িয়ে থাকা দু'টি অটোতে ধাক্কা মারেন জীবনবাবু ৷ পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতেও ধাক্কা মারেন ৷

বেপরোয়া গাড়ি চালানোয় দুর্ঘটনা, জানালেন আক্রান্ত অটো চালক

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন জীবনবাবু ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 70 উর্ধ্ব এই চিকিৎসকও ৷ আহত দুই বাইক আরোহী-সহ জীবনবাবুকেও দুর্গাপুরের গান্ধিমোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে, জীবনবাবুর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই পুলিশের তরফে জানানো হয়েছে ৷

দুর্গাপুর, 20 জানুয়ারি : ব্যক্তির বেপরোয়া গাড়ি চালানোর জেরে পরপর দুর্ঘটনা দুর্গাপুরে ৷ আহত দুই বাইক আরোহী ৷ তিনজনই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টরস কলোনির বাসিন্দা জীবন চট্টোপাধ্যায় ৷ পেশায় চিকিৎসক ৷ গতকাল নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ৷ সিটি সেন্টারের দমকল বিভাগের সামনে দু'টি বাইকে ধাক্কা মারেন ৷ দুর্ঘটনায় একজন বাইক আরোহীর হাত ভেঙে যায় ৷ অন্যজনের অবস্থা আশঙ্কাজনক ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন জীবনবাবু ৷

বাইক দু'টিকে ধাক্কা মারার পরও দাঁড়াননি তিনি ৷ আরও দ্রুতবেগে সিটি সেন্টারের মূল রাস্তায় কর্তব্যরত এক ট্র্যাফিক গার্ডকে ধাক্কা মারতে যান ৷ কোনওরকমে সরে গিয়ে বেঁচে যান ওই গার্ড ৷ তারপর সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামের কাছে দাঁড়িয়ে থাকা দু'টি অটোতে ধাক্কা মারেন জীবনবাবু ৷ পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতেও ধাক্কা মারেন ৷

বেপরোয়া গাড়ি চালানোয় দুর্ঘটনা, জানালেন আক্রান্ত অটো চালক

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন জীবনবাবু ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 70 উর্ধ্ব এই চিকিৎসকও ৷ আহত দুই বাইক আরোহী-সহ জীবনবাবুকেও দুর্গাপুরের গান্ধিমোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ তবে, জীবনবাবুর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই পুলিশের তরফে জানানো হয়েছে ৷

Intro:দুর্গাপুরের এক প্রবীন চিকিৎসক এর বেপরোয়া গাড়ি চালানোর জেরে সিরিয়াল দুর্ঘটনা। আহত দুই বাইক আরোহী।অভিযোগ ওই প্রবীন চিকিৎসক চুড়ান্ত "" মদ্যপ""অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এই পরপর দুর্ঘটনা। আহত বাইক আরোহীরা এবং প্রবীন চিকিৎসক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গাপুরের সিটিসেন্টারে ডক্টরস কলোনীর বাসিন্দা ডাঃ জীবন চ্যাটার্জি রবিবার নিজের চারচাকা গাড়ি নিয়ে বেরিয়ে সিটিসেন্টারে দমকল বিভাগের দপ্তরের সামনে দুটি পৃথক বাইকে ধাক্কা মারে।একজন বাইক আরোহীর হাত ভেঙে যায় অন্য আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের কথায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন ওই চিকিৎসক। এই দুর্ঘটনার পরেও তিনি সেখানে না দাঁড়িয়ে আরো দ্রুতবেগে সিটিসেন্টারের মুল রাস্তায় কর্তব্যরত এক ট্রাফিক গার্ড কে ধাক্কা মারতে মারতে কোনক্রমে ওউ ট্রাফিক গার্ড সরে পড়ে।এরপরে ওই চিকিৎসক সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামের দিকে দ্রুত বেগে গিয়ে দাঁড়িয়ে থাকা দুটি অটো কে ধাক্কা মারার পরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বোলেরো গাড়ির পিছনে জোরে ধাক্কা মারে।এই অটোগুলি এবং বোলেরো গাড়ি তে ভাগ্যিস সেইসময় কেও ছিল না।কারন বইমেলায় এই অটো র যাত্রীরা ও বোলেরো গাড়ির মালিকরা ছিলেন।প্রবীন এই চিকিৎসক ""মদ্যপ""অবস্থায় ছিলেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। প্রায় ৭০ উর্ধ্ব এই চিকিৎসক আঘাত পান।তাকে এবং আহত বাইক আরোহীদের দুর্গাপুরের গান্ধীমোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ওই চিকিৎসক এর বিরুদ্ধে রাতে অভিযোগ হয়নি বলেই পুলিশ জানায়।এই ঘটনার জেরে সিটিসেন্টার এর সিধু-কানু ইন্ডোর স্টেডিয়াম ও দমকল বিভাগের দপ্তরের সামনের রাস্তায় যানজট হয়।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.