ETV Bharat / state

"আগে হৃদয়টাকে ভারতীয় হতে হবে", সোনিয়া গান্ধিকে আক্রমণ বাবুলের

দিল্লির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ বাবুল সুপ্রিয়র ৷ দিল্লির ঘটনা নিয়ে সোনিয়া গান্ধির মন্তব্যের সমালোচনাও করেন তিনি৷

aa
বাবুল সুপ্রিয়
author img

By

Published : Feb 26, 2020, 5:41 PM IST

Updated : Feb 26, 2020, 6:05 PM IST

আসানসোল, 26 ফেব্রুয়ারি : দিল্লির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । পাশাপাশি সোনিয়া গান্ধির বক্তব্যের তীব্র নিন্দাও করেন তিনি । বলেন, "আগে হৃদয়টাকে ভারতীয় হতে হবে । কংগ্রেসের মতো জাতীয় দলের প্রেসিডেন্ট হয়ে তিনি এরকম মন্তব্য করতে পারেন না ৷ এটা ঠিক কথা যে রাহুল গান্ধি প্রেসিডেন্ট পদ ছেড়ে পালিয়ে গেছেন ৷ সেজন্য সোনিয়া গান্ধিকে আবার ফিরে আসতে হয়েছে ৷ কিন্তু সেই পদে বসা একজন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন, রাজনৈতিক নোংরা বক্তব্য রাখছেন ৷ এমন একটা সময় সেই বক্তব্য রাখছেন যখন হিন্দু, মুসলিম, স্থানীয় মানুষ, নিরীহ মানুষ, পুলিশ তাঁদের সবার প্রাণ যাচ্ছে ৷ এই সময় এই ধরনের মন্তব্য করার জন্য আমি ওনার তীব্র নিন্দা করছি ৷"

তিনি বলেন, "দিল্লিতে আগুন জ্বলছে, মৃতের সংখ্যা বাড়ছে । দিল্লির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করছি । তবে সোনিয়া গান্ধি বলেছেন এটা পূর্বপরিকল্পিত ঘটনা ৷ BJP নেতারাই না কি এটা করছে । আমি সেই বক্তব্যের তীব্র নিন্দা করছি ।" অরবিন্দ কেজরিওয়ালের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, "দিল্লিতে এই মুহূর্তে একটি শক্তিশালী সরকার রয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব যে আপনি কেজরিওয়ালকে দেখে শিখুন । অমিত শাহ যে তিনটি বৈঠক ডেকেছেন তার মধ্যে প্রথমটিতে কেজরিওয়ালজি নিজে উপস্থিত ছিলেন । পুলিশকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে । বাসিন্দাদের বলা হচ্ছে, যেন বাড়ি থেকে কেউ না বেরোয় । দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে ৷ তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ।"

শুনুন বাবুল সুুপ্রিয়র বক্তব্য

তিনি আরও বলেন, "কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়ে ছিল । কারণ ট্রাম্প দিল্লিতে আছেন, সেই সময় সেখানে গুলি চলছে, আগুন জ্বলছে, মানুষ মারা যাচ্ছে । এই ঘটনা আন্তর্জাতিকভাবে ভারতকে ছোটো করার জন্যই ঘটানো হয়েছে । কিছু নোংরা লোক এসব করছে । আজকে সোনিয়া গান্ধির মন্তব্য থেকে উনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই সমস্ত নোংরা মানুষগুলোর কান্ডারি । যেখানে তিনি দেশের কথা না বলে শুধু রাজনৈতিক কথা বলছেন । এরকম একটা সময় মানুষকে উস্কানি দেওয়া অত্যন্ত নিন্দনীয় একটি কাজ ৷ সে কারণেই আমি টুইটে লিখেছি যে হৃদয়টা ভারতীয় হতে হবে ৷"

দিল্লিতে হিংসার ঘটনায় ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ এই ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা ৷ AAP, CPI(M)-র মতো দলগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে ৷ এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠক করেন সোনিয়া গান্ধি৷ দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে তিনি বলেন, "ঘটনার দায় নিয়ে ইস্তফা দেওয়া দরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷" তিনি আরও বলেন, "এই হিংসার পিছনে চক্রান্ত রয়েছে ৷ দিল্লি নির্বাচনের সময়ও এই চক্রান্ত করা হয়েছিল ৷ যা দেখেছিল দেশের মানুষ ৷ সেসময় BJP নেতারা তাঁদের মন্তব্যের মাধ্যমে ভয় ও হিংসার পরিবেশ তৈরি করেছিল ৷"

আসানসোল, 26 ফেব্রুয়ারি : দিল্লির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । পাশাপাশি সোনিয়া গান্ধির বক্তব্যের তীব্র নিন্দাও করেন তিনি । বলেন, "আগে হৃদয়টাকে ভারতীয় হতে হবে । কংগ্রেসের মতো জাতীয় দলের প্রেসিডেন্ট হয়ে তিনি এরকম মন্তব্য করতে পারেন না ৷ এটা ঠিক কথা যে রাহুল গান্ধি প্রেসিডেন্ট পদ ছেড়ে পালিয়ে গেছেন ৷ সেজন্য সোনিয়া গান্ধিকে আবার ফিরে আসতে হয়েছে ৷ কিন্তু সেই পদে বসা একজন এই ধরনের দায়িত্বজ্ঞানহীন, রাজনৈতিক নোংরা বক্তব্য রাখছেন ৷ এমন একটা সময় সেই বক্তব্য রাখছেন যখন হিন্দু, মুসলিম, স্থানীয় মানুষ, নিরীহ মানুষ, পুলিশ তাঁদের সবার প্রাণ যাচ্ছে ৷ এই সময় এই ধরনের মন্তব্য করার জন্য আমি ওনার তীব্র নিন্দা করছি ৷"

তিনি বলেন, "দিল্লিতে আগুন জ্বলছে, মৃতের সংখ্যা বাড়ছে । দিল্লির ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করছি । তবে সোনিয়া গান্ধি বলেছেন এটা পূর্বপরিকল্পিত ঘটনা ৷ BJP নেতারাই না কি এটা করছে । আমি সেই বক্তব্যের তীব্র নিন্দা করছি ।" অরবিন্দ কেজরিওয়ালের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, "দিল্লিতে এই মুহূর্তে একটি শক্তিশালী সরকার রয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব যে আপনি কেজরিওয়ালকে দেখে শিখুন । অমিত শাহ যে তিনটি বৈঠক ডেকেছেন তার মধ্যে প্রথমটিতে কেজরিওয়ালজি নিজে উপস্থিত ছিলেন । পুলিশকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে । বাসিন্দাদের বলা হচ্ছে, যেন বাড়ি থেকে কেউ না বেরোয় । দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে ৷ তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ।"

শুনুন বাবুল সুুপ্রিয়র বক্তব্য

তিনি আরও বলেন, "কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়ে ছিল । কারণ ট্রাম্প দিল্লিতে আছেন, সেই সময় সেখানে গুলি চলছে, আগুন জ্বলছে, মানুষ মারা যাচ্ছে । এই ঘটনা আন্তর্জাতিকভাবে ভারতকে ছোটো করার জন্যই ঘটানো হয়েছে । কিছু নোংরা লোক এসব করছে । আজকে সোনিয়া গান্ধির মন্তব্য থেকে উনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি এই সমস্ত নোংরা মানুষগুলোর কান্ডারি । যেখানে তিনি দেশের কথা না বলে শুধু রাজনৈতিক কথা বলছেন । এরকম একটা সময় মানুষকে উস্কানি দেওয়া অত্যন্ত নিন্দনীয় একটি কাজ ৷ সে কারণেই আমি টুইটে লিখেছি যে হৃদয়টা ভারতীয় হতে হবে ৷"

দিল্লিতে হিংসার ঘটনায় ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা ৷ এই ঘটনায় প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা ৷ AAP, CPI(M)-র মতো দলগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে ৷ এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠক করেন সোনিয়া গান্ধি৷ দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে তিনি বলেন, "ঘটনার দায় নিয়ে ইস্তফা দেওয়া দরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷" তিনি আরও বলেন, "এই হিংসার পিছনে চক্রান্ত রয়েছে ৷ দিল্লি নির্বাচনের সময়ও এই চক্রান্ত করা হয়েছিল ৷ যা দেখেছিল দেশের মানুষ ৷ সেসময় BJP নেতারা তাঁদের মন্তব্যের মাধ্যমে ভয় ও হিংসার পরিবেশ তৈরি করেছিল ৷"

Last Updated : Feb 26, 2020, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.