ETV Bharat / state

Asansol : ওয়্যাক্স মিউজিয়ামে পাশাপাশি জ্যোতি-মমতা, আসানসোলে তৈরি হল শিশমহলও

author img

By

Published : Nov 7, 2021, 2:07 PM IST

এই কাজের জন্য রাজস্থানের এক শিল্পীর সাহায্য নিয়েছেন তিনি । খরচ হয়েছে 1 কোটি টাকার উপর । শিশমহল বানাতে বিশেষ ধরনের প্যারিস আনা হয় আজমের থেকে ।

first-in-the-state-asansol-now-owns-glass-house-and-also-a-wax-museum
জ্যোতি-মমতা পাশাপাশি

আসানসোল, 7 নভেম্বর : রাজ্যের প্রথম শিশমহল এবং জেলার প্রথম ওয়্যাক্স মিউজিয়াম অর্থাৎ মোমের মূর্তির সংগ্রহশালা তৈরি হল আসানসোলে । বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায়ের শিল্পকর্ম প্রদর্শিত হবে এই ওয়্যাক্স মিউজিয়ামে । রাজস্থানের এক শিল্পীর সহযোগিতায় রাজ্যের প্রথম শিশমহলটি তৈরি করেছেন সুশান্ত রায় । শনিবার সন্ধ্যায় এই শিশমহল এবং ওয়্যাক্স মিউজিয়ামের উদ্বোধন হয় ।

আরও পড়ুন: Jitendranath Roy: আলোর গবেষণা করে সেরা বিজ্ঞানীদের তালিকায় আসানসোলের জিতেন্দ্রনাথ রায়

মোমের মূর্তি বানানোয় ইতিমধ্যেই দেশ-বিদেশে পরিচিত মুখ আসানসোলের সুশান্ত রায় । বহু বছর ধরে মূর্তি বানান তিনি । তাঁর বেশ কয়েকটি মূর্তি ইতিমধ্যে বেশ হইচইও ফেলেছে । কলকাতার মাদার ওয়্যাক্স মিউজিয়ামেও সুশান্ত রায়ের তৈরি মোমের মূর্তি রয়েছে বেশ কয়েকটি । বহু বছর ধরে শিল্পীর ইচ্ছে ছিল আসানসোলে ওয়্যাক্স মিউজিয়াম তৈরি করার । সেই ইচ্ছে এত দিনে পূরণ হল । তাঁর এই ওয়্যাক্স মিউজিয়ামে জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সুশান্ত সিং রাজপুত, সৌমিত্র চট্টোপাধ্যায়-সহ বহু মনীষী এবং খেলোয়াড়ের মূর্তি রয়েছে ।

ওয়্যাক্স মিউজিয়ামে পাশাপাশি জ্যোতি-মমতা, আসানসোলে তৈরি হল শিশমহলও

আরও পড়ুন: Enforcement Branch Raid: সবজি ও মাছ বাজারের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে দুর্গাপুরে অভিযান ইবি’র

তবে এই মিউজিয়ামের বিশেষ আকর্ষণ ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়ার মোমের মূর্তি । রাজস্থান, ইন্দোরের রাজমহলে যে রকম শিশমহল দেখতে পাওয়া যায়, সেই রকম একটি শিশমহলও তৈরি করেছেন সুশান্ত ৷ এই কাজের জন্য রাজস্থানের এক শিল্পীর সাহায্য নিয়েছেন তিনি । খরচ হয়েছে 1 কোটি টাকার উপর । শিশমহল বানাতে বিশেষ ধরনের প্যারিস আনা হয় আজমের থেকে । প্যারিস থেকে আনা হয় কাচ ৷ এই শিশমহলের মেঝেও কাচের তৈরি, যা ভারতের দ্বিতীয় স্থাপত্য হিসেবে চিহ্নিত হবে বলে দাবি শিল্পীর । সুশান্ত জানিয়েছেন, বহু দিন ধরে মনের মধ্যে পুষে রাখা স্বপ্ন এত দিনে পূরণ হল তাঁর ।

first-in-the-state-asansol-now-owns-glass-house
নীরজের মোমের মূর্তি ।

আসানসোল, 7 নভেম্বর : রাজ্যের প্রথম শিশমহল এবং জেলার প্রথম ওয়্যাক্স মিউজিয়াম অর্থাৎ মোমের মূর্তির সংগ্রহশালা তৈরি হল আসানসোলে । বিশিষ্ট ভাস্কর সুশান্ত রায়ের শিল্পকর্ম প্রদর্শিত হবে এই ওয়্যাক্স মিউজিয়ামে । রাজস্থানের এক শিল্পীর সহযোগিতায় রাজ্যের প্রথম শিশমহলটি তৈরি করেছেন সুশান্ত রায় । শনিবার সন্ধ্যায় এই শিশমহল এবং ওয়্যাক্স মিউজিয়ামের উদ্বোধন হয় ।

আরও পড়ুন: Jitendranath Roy: আলোর গবেষণা করে সেরা বিজ্ঞানীদের তালিকায় আসানসোলের জিতেন্দ্রনাথ রায়

মোমের মূর্তি বানানোয় ইতিমধ্যেই দেশ-বিদেশে পরিচিত মুখ আসানসোলের সুশান্ত রায় । বহু বছর ধরে মূর্তি বানান তিনি । তাঁর বেশ কয়েকটি মূর্তি ইতিমধ্যে বেশ হইচইও ফেলেছে । কলকাতার মাদার ওয়্যাক্স মিউজিয়ামেও সুশান্ত রায়ের তৈরি মোমের মূর্তি রয়েছে বেশ কয়েকটি । বহু বছর ধরে শিল্পীর ইচ্ছে ছিল আসানসোলে ওয়্যাক্স মিউজিয়াম তৈরি করার । সেই ইচ্ছে এত দিনে পূরণ হল । তাঁর এই ওয়্যাক্স মিউজিয়ামে জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সুশান্ত সিং রাজপুত, সৌমিত্র চট্টোপাধ্যায়-সহ বহু মনীষী এবং খেলোয়াড়ের মূর্তি রয়েছে ।

ওয়্যাক্স মিউজিয়ামে পাশাপাশি জ্যোতি-মমতা, আসানসোলে তৈরি হল শিশমহলও

আরও পড়ুন: Enforcement Branch Raid: সবজি ও মাছ বাজারের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে দুর্গাপুরে অভিযান ইবি’র

তবে এই মিউজিয়ামের বিশেষ আকর্ষণ ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়ার মোমের মূর্তি । রাজস্থান, ইন্দোরের রাজমহলে যে রকম শিশমহল দেখতে পাওয়া যায়, সেই রকম একটি শিশমহলও তৈরি করেছেন সুশান্ত ৷ এই কাজের জন্য রাজস্থানের এক শিল্পীর সাহায্য নিয়েছেন তিনি । খরচ হয়েছে 1 কোটি টাকার উপর । শিশমহল বানাতে বিশেষ ধরনের প্যারিস আনা হয় আজমের থেকে । প্যারিস থেকে আনা হয় কাচ ৷ এই শিশমহলের মেঝেও কাচের তৈরি, যা ভারতের দ্বিতীয় স্থাপত্য হিসেবে চিহ্নিত হবে বলে দাবি শিল্পীর । সুশান্ত জানিয়েছেন, বহু দিন ধরে মনের মধ্যে পুষে রাখা স্বপ্ন এত দিনে পূরণ হল তাঁর ।

first-in-the-state-asansol-now-owns-glass-house
নীরজের মোমের মূর্তি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.