ETV Bharat / state

Firearms Recovered in Durgapur : পাণ্ডবেশ্বর-কাঁকসায় উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, গ্রেফতার 2 - Firearms Recovered in Durgapur

কাঁকসার সাতকাহনিয়া-সহ পাণ্ডবেশ্বরে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র (Firearms Recovered in Durgapur) ৷ গ্রেফতার হয়েছে 2 জন ৷

Durgapur Crime News
দুর্গাপুরে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Apr 2, 2022, 8:59 PM IST

দুর্গাপুর, 2 এপ্রিল : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি (Firearms Recovered in Durgapur) ৷ ধৃত ব্যক্তির নাম শেখ জাহাঙ্গীর ৷ ধৃতের বাড়ি কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকসার সাতকাহনিয়া এলকায় ৷ পাশাপাশি এদিন পাণ্ডবেশ্বরেও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ সেখান থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক দুষ্কৃতীকে ৷ বারবার অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

জানা যায়, সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে শেখ জাহাঙ্গীরের বাড়িতে হানা দিয়ে তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে । শনিবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ । পাশাপাশি পাণ্ডবেশ্বর থানা এলাকা থেকেও উদ্ধার হয় অস্ত্র ৷ সেখানে পল্টন সিং নামে এক ব্যক্তির আবাসন থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দু'টি নাইন এমএম কার্তুজ । ধৃত পল্টন সিংকে গ্রেফতার করে পুলিশ । শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে ।

আরও পড়ুন : বর্ধমানে অস্ত্র, গুলি-সহ 34টি বোমা উদ্ধার, গ্রেফতার 1

উল্লেখ্য, মার্চ মাসের 28 তারিখ ওই একই এলাকা থেকে সঞ্জয় মোদি নামে এক ব্যক্তির আবাসন থেকে উদ্ধার হয় 70 রাউন্ড কার্তুজ ও ছ'টি দেশি রাইফেল । একই জায়গা থেকে ফের অস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান পাণ্ডবেশ্বর থানার আধিকারিক ।

দুর্গাপুর, 2 এপ্রিল : আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি (Firearms Recovered in Durgapur) ৷ ধৃত ব্যক্তির নাম শেখ জাহাঙ্গীর ৷ ধৃতের বাড়ি কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকসার সাতকাহনিয়া এলকায় ৷ পাশাপাশি এদিন পাণ্ডবেশ্বরেও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ সেখান থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক দুষ্কৃতীকে ৷ বারবার অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

জানা যায়, সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ শুক্রবার গভীর রাতে শেখ জাহাঙ্গীরের বাড়িতে হানা দিয়ে তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে । শনিবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ । পাশাপাশি পাণ্ডবেশ্বর থানা এলাকা থেকেও উদ্ধার হয় অস্ত্র ৷ সেখানে পল্টন সিং নামে এক ব্যক্তির আবাসন থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দু'টি নাইন এমএম কার্তুজ । ধৃত পল্টন সিংকে গ্রেফতার করে পুলিশ । শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে ।

আরও পড়ুন : বর্ধমানে অস্ত্র, গুলি-সহ 34টি বোমা উদ্ধার, গ্রেফতার 1

উল্লেখ্য, মার্চ মাসের 28 তারিখ ওই একই এলাকা থেকে সঞ্জয় মোদি নামে এক ব্যক্তির আবাসন থেকে উদ্ধার হয় 70 রাউন্ড কার্তুজ ও ছ'টি দেশি রাইফেল । একই জায়গা থেকে ফের অস্ত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান পাণ্ডবেশ্বর থানার আধিকারিক ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.