ETV Bharat / state

আসানসোলে বহুতলে আগুন, রাজনীতি ভুলে উদ্ধারে সবুজ-গেরুয়া-লাল - আসানসোলের বহুতলে আগুন

ভোটের আবহে রাজ্য রাজনীতিতে যখন কাদা ছোড়াছুড়ির খেলা চলছে, তখন আসানসোলে ধরা পড়ল অন্য ছবি । বহুতলে আগুন লাগার পর উদ্ধারে হাত লাগালেন তৃণমূল, বিজেপি, সিপিএম নেতারা । আগুন কীভাবে লেগেছিল প্রশ্ন করায় উত্তর এল, মানুষের প্রাণ বাঁচানোটা সবার আগে দরকার ।

Fire in Asansol
ছবি
author img

By

Published : Feb 5, 2021, 3:23 PM IST

আসানসোল, 5 ফেব্রুয়ারি : আসানসোলের কোর্ট মোড় এলাকায় একটি বহুতল আবাসনের বেসমেন্ট থেকে আজ সকালে ধোঁয়া বেরোতে দেখা যায় । বেসমেন্টের ভিতরের অন্ধকার ভেদ করে ঘন কালো ধোঁয়া বাইরে বেরিয়ে আসতে শুরু করে । নিমেষে গোটা আবাসনকে গ্রাস করে নেয় ধোঁয়ার চাদর । আবাসিকদের শ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে । অসুস্থ হওয়ার জোগাড় ।

ধোঁয়া বেরোতে দেখার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে । দমকলকর্মী আসার জন্য অপেক্ষা করতে গেলে আবাসিকদের অসুস্থ হয়ে পড়ার প্রবল সম্ভাবনা ছিল । আর তাই দেরি না করে বাসিন্দাদের বাঁচাতে একসঙ্গে উদ্ধারকাজে হাত লাগালেন তৃণমূল, বিজেপি, সিপিএম নেতারা । আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সিপিআই(এম) এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়, তিনজনেই হাত লাগান উদ্ধারকাজে । পাশাপাশি, তিন দলের প্রচুর কর্মী ও সমর্থকরা এগিয়ে আসেন উদ্ধারের কাজে । একে একে আবাসিকদের বাইরে বের করে আনেন ।

আসানসোলের বহুতল থেকে আবাসিকদের উদ্ধারে হাত লাগালেন তৃণমূল, বিজেপি, সিপিএম নেতারা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পোস্টারে পানের পিক, নিজের রুমাল দিয়ে সযত্নে মুছলেন বিজেপি নেতা

পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । প্রাথমিকভাবে জানা গেছে, মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়েছিল । শেষ পর্যন্ত কোনও হতাহতের খবর নেই । রাজনীতির ঊধর্বে গিয়ে শহরের বিপদে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেল বলে মনে করছেন স্থানীয়দের একাংশ । ভোটের আবহে যেভাবে প্রত্যেকটি দল একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ির খেলায় নেমেছে, সেখানে এই ধরনের ছবি নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে রাজ্যবাসীকে ।

আসানসোল, 5 ফেব্রুয়ারি : আসানসোলের কোর্ট মোড় এলাকায় একটি বহুতল আবাসনের বেসমেন্ট থেকে আজ সকালে ধোঁয়া বেরোতে দেখা যায় । বেসমেন্টের ভিতরের অন্ধকার ভেদ করে ঘন কালো ধোঁয়া বাইরে বেরিয়ে আসতে শুরু করে । নিমেষে গোটা আবাসনকে গ্রাস করে নেয় ধোঁয়ার চাদর । আবাসিকদের শ্বাস নেওয়া দুষ্কর হয়ে ওঠে । অসুস্থ হওয়ার জোগাড় ।

ধোঁয়া বেরোতে দেখার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে । দমকলকর্মী আসার জন্য অপেক্ষা করতে গেলে আবাসিকদের অসুস্থ হয়ে পড়ার প্রবল সম্ভাবনা ছিল । আর তাই দেরি না করে বাসিন্দাদের বাঁচাতে একসঙ্গে উদ্ধারকাজে হাত লাগালেন তৃণমূল, বিজেপি, সিপিএম নেতারা । আসানসোল পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সিপিআই(এম) এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়, তিনজনেই হাত লাগান উদ্ধারকাজে । পাশাপাশি, তিন দলের প্রচুর কর্মী ও সমর্থকরা এগিয়ে আসেন উদ্ধারের কাজে । একে একে আবাসিকদের বাইরে বের করে আনেন ।

আসানসোলের বহুতল থেকে আবাসিকদের উদ্ধারে হাত লাগালেন তৃণমূল, বিজেপি, সিপিএম নেতারা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পোস্টারে পানের পিক, নিজের রুমাল দিয়ে সযত্নে মুছলেন বিজেপি নেতা

পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । প্রাথমিকভাবে জানা গেছে, মিটার বক্স থেকে আগুন ছড়িয়ে পড়েছিল । শেষ পর্যন্ত কোনও হতাহতের খবর নেই । রাজনীতির ঊধর্বে গিয়ে শহরের বিপদে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেল বলে মনে করছেন স্থানীয়দের একাংশ । ভোটের আবহে যেভাবে প্রত্যেকটি দল একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ির খেলায় নেমেছে, সেখানে এই ধরনের ছবি নিঃসন্দেহে কিছুটা স্বস্তি দেবে রাজ্যবাসীকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.