কুলটি, 25 নভেম্বর: সাত সকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ আগুন । ঘটনাস্থলে এসেছে দমকলের দুটি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷ সাত সকালে ব্যস্ততম কুলটি স্টেশনে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রী, কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা ।
জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কুলটি স্টেশনে প্লাটফর্ম চত্ত্বরে আগুন লাগার ঘটনাটি ঘটে । ক্রমেই সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে । স্থানীয় বাসিন্দারাই প্রথমে তৎপর হয়ে আগুন নেভাতে হাত লাগায় । কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল তা কাবু করতে পারেনি স্থানীয় বাসিন্দারা । এরপরেই দমকলে খবর দেওয়া হয় ৷ তবে আসানসোল স্টেশন থেকে দমকল আসতে অনেকটাই দেরি করে বলে স্থানীয়দের অভিযোগ । সময় যত গড়ায় আগুন তার নিয়ন্ত্রণ হারায় । শেষ পর্যন্ত আসানসোল দমকল স্টেশন থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ।
রেল কর্মীদের দাবি, ওই স্থানে হাইটেনশনের তার ছিল এবং তা থেকে শর্ট সার্কিট হয়ে হয়তো আগুন লেগেছে । প্রচুর পরিমাণে কেবলও ওই স্থানে মজুত ছিল । ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন নেভাতে আরপিএফ কিংবা রেল কর্মীদের তেমন তৎপরতা দেখা যায়নি । এই ঘটনার পরেই কুলটিতে দমকল স্টেশন করার দাবি উঠেছে ৷
এলাকাবাসীদের দাবি, আসানসোল থেকে কুলটি অনেকটাই দূরে । দমকল আসতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেই যায় । সেই কারণে কুলটি অঞ্চলে যদি একটি দমকল স্টেশন করা যায় তাহলে এই ধরনের বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে । রেলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও রেল আধিকারিকরা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ।
আরও পড়ুন: