ETV Bharat / state

সাতসকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 2 ইঞ্জিন

Fire in Kulti Railway Station: শনিবার সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল কুলটি রেল স্টেশনে ৷ ঘটনাস্থলে দমকলের 2 ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন ৷

Fire in Kulti Railway Station
কুলটি রেল স্টেশনে ভয়াবহ আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 10:39 AM IST

Updated : Nov 25, 2023, 11:33 AM IST

সাতসকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুলটি, 25 নভেম্বর: সাত সকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ আগুন । ঘটনাস্থলে এসেছে দমকলের দুটি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷ সাত সকালে ব্যস্ততম কুলটি স্টেশনে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রী, কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা ।

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কুলটি স্টেশনে প্লাটফর্ম চত্ত্বরে আগুন লাগার ঘটনাটি ঘটে । ক্রমেই সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে । স্থানীয় বাসিন্দারাই প্রথমে তৎপর হয়ে আগুন নেভাতে হাত লাগায় । কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল তা কাবু করতে পারেনি স্থানীয় বাসিন্দারা । এরপরেই দমকলে খবর দেওয়া হয় ৷ তবে আসানসোল স্টেশন থেকে দমকল আসতে অনেকটাই দেরি করে বলে স্থানীয়দের অভিযোগ । সময় যত গড়ায় আগুন তার নিয়ন্ত্রণ হারায় । শেষ পর্যন্ত আসানসোল দমকল স্টেশন থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ।

রেল কর্মীদের দাবি, ওই স্থানে হাইটেনশনের তার ছিল এবং তা থেকে শর্ট সার্কিট হয়ে হয়তো আগুন লেগেছে । প্রচুর পরিমাণে কেবলও ওই স্থানে মজুত ছিল । ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন নেভাতে আরপিএফ কিংবা রেল কর্মীদের তেমন তৎপরতা দেখা যায়নি । এই ঘটনার পরেই কুলটিতে দমকল স্টেশন করার দাবি উঠেছে ৷

এলাকাবাসীদের দাবি, আসানসোল থেকে কুলটি অনেকটাই দূরে । দমকল আসতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেই যায় । সেই কারণে কুলটি অঞ্চলে যদি একটি দমকল স্টেশন করা যায় তাহলে এই ধরনের বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে । রেলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও রেল আধিকারিকরা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ।

আরও পড়ুন:

  1. ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে
  2. বৈশালী সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন! আহত কমপক্ষে 19
  3. হামসফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে তিনটি বগি

সাতসকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুলটি, 25 নভেম্বর: সাত সকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ আগুন । ঘটনাস্থলে এসেছে দমকলের দুটি ইঞ্জিন ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷ সাত সকালে ব্যস্ততম কুলটি স্টেশনে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রী, কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা ।

জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কুলটি স্টেশনে প্লাটফর্ম চত্ত্বরে আগুন লাগার ঘটনাটি ঘটে । ক্রমেই সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে । স্থানীয় বাসিন্দারাই প্রথমে তৎপর হয়ে আগুন নেভাতে হাত লাগায় । কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল তা কাবু করতে পারেনি স্থানীয় বাসিন্দারা । এরপরেই দমকলে খবর দেওয়া হয় ৷ তবে আসানসোল স্টেশন থেকে দমকল আসতে অনেকটাই দেরি করে বলে স্থানীয়দের অভিযোগ । সময় যত গড়ায় আগুন তার নিয়ন্ত্রণ হারায় । শেষ পর্যন্ত আসানসোল দমকল স্টেশন থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ।

রেল কর্মীদের দাবি, ওই স্থানে হাইটেনশনের তার ছিল এবং তা থেকে শর্ট সার্কিট হয়ে হয়তো আগুন লেগেছে । প্রচুর পরিমাণে কেবলও ওই স্থানে মজুত ছিল । ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন নেভাতে আরপিএফ কিংবা রেল কর্মীদের তেমন তৎপরতা দেখা যায়নি । এই ঘটনার পরেই কুলটিতে দমকল স্টেশন করার দাবি উঠেছে ৷

এলাকাবাসীদের দাবি, আসানসোল থেকে কুলটি অনেকটাই দূরে । দমকল আসতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেই যায় । সেই কারণে কুলটি অঞ্চলে যদি একটি দমকল স্টেশন করা যায় তাহলে এই ধরনের বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে । রেলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও রেল আধিকারিকরা বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ।

আরও পড়ুন:

  1. ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে
  2. বৈশালী সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ আগুন! আহত কমপক্ষে 19
  3. হামসফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলছে তিনটি বগি
Last Updated : Nov 25, 2023, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.