ETV Bharat / state

Fire Breaks Out Train: লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন, চাঞ্চল্য অণ্ডালে

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অণ্ডাল-সাঁইথিয়া লোকালে (Fire Breaks Out in a Passenger Train near Kajora Andal)।

author img

By

Published : Jul 28, 2022, 7:07 PM IST

Fire Breaks Out Train
লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন

দুর্গাপুর, 28 জুলাই: বৃহস্পতিবার দুপুর দুটো দশ মিনিট নাগাদ অন্ডালের কাছে একটি স্টেশনে লোকাল ট্রেনে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল ৷ অণ্ডাল থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল ওই লোকাল ট্রেনটি ৷ তার আগে কাজোরা স্টেশন ছাড়তেই ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া থেকে ছড়ায় আগুনের ফুলকি। আগুনের শিখা দেখা মাত্র গার্ড দ্রুত ট্রেনটি কাজোরা স্টেশন থেকে উখরা যাওয়ার মাঝপথে দাঁড় করিয়ে দেন (Fire Breaks Out in a Passenger Train near Kajora Andal)।

এই ঘটনায় স্বভাবতই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কেমিক্যাল স্প্রে করে রেল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। যার ফলে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: দিল্লিগামী ট্রেনে আগুন, তবে হতাহতের খবর নেই

যদিও দুর্ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাস্থলে থাকা রেল আধিকারীদের কাছ থেকে ৷ বিকেল পাঁচটা পর্যন্ত ট্রেনটি দুর্ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকে। ইঞ্জিনে থাকা গার্ড-সহ রেল কর্মীদের তৎপরতাতেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করেন ট্রেনের যাত্রীরা।

দুর্গাপুর, 28 জুলাই: বৃহস্পতিবার দুপুর দুটো দশ মিনিট নাগাদ অন্ডালের কাছে একটি স্টেশনে লোকাল ট্রেনে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল ৷ অণ্ডাল থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল ওই লোকাল ট্রেনটি ৷ তার আগে কাজোরা স্টেশন ছাড়তেই ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া থেকে ছড়ায় আগুনের ফুলকি। আগুনের শিখা দেখা মাত্র গার্ড দ্রুত ট্রেনটি কাজোরা স্টেশন থেকে উখরা যাওয়ার মাঝপথে দাঁড় করিয়ে দেন (Fire Breaks Out in a Passenger Train near Kajora Andal)।

এই ঘটনায় স্বভাবতই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কেমিক্যাল স্প্রে করে রেল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। যার ফলে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: দিল্লিগামী ট্রেনে আগুন, তবে হতাহতের খবর নেই

যদিও দুর্ঘটনার বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাস্থলে থাকা রেল আধিকারীদের কাছ থেকে ৷ বিকেল পাঁচটা পর্যন্ত ট্রেনটি দুর্ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকে। ইঞ্জিনে থাকা গার্ড-সহ রেল কর্মীদের তৎপরতাতেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করেন ট্রেনের যাত্রীরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.