ETV Bharat / state

Asansol Court: আসানসোল আদালত থেকে 400 ফাইল লোপাট, তদন্তে পুলিশ

author img

By

Published : Dec 5, 2022, 6:39 PM IST

Updated : Dec 5, 2022, 7:06 PM IST

রবিবার রাতে চুরির ঘটনা ঘটে আসানসোল সিভিল কোর্টে ৷ খোয়া গিয়েছে প্রায় 400টি ফাইল (files stolen from Asansol Court) ৷

ETV Bharat
Asansol Court

আসানসোল, 5 ডিসেম্বর: আসানসোল আদালতে চুরি । দরজা ভেঙে চুরি হল দুই আলমারি ভর্তি প্রায় 400টি ফাইল । আসানসোল সিভিল কোর্টের রেকর্ড রুমে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ মনে করা হচ্ছে রবিবার রাতে রেকর্ড রুমের দরজা ভেঙে এই ফাইল চুরি করা হয়েছে । আদালতের তরফে এই বিষয়টি নিয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে (files stolen from Asansol Court) ৷

আদালতে চুরির খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ আসেন ডিসি সেন্ট্রাল এস কুলদীপ । জেলা বিচারকও ঘটনাস্থল পরিদর্শন করেন । পুলিশের দাবি, চুরি যাওয়া শতাধিক ফাইল ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ৷ এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ।

আসানসোল আদালত থেকে 400 ফাইল লোপাট, তদন্তে পুলিশ

আরও পড়ুন: ঝালদা পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের গির্জা মোড়ের পুরনো কাগজ কেনাবেচা করা এক ব্যবসায়ীর কাছে উদ্ধার হয়েছে চুরি যাওয়া কিছু ফাইল । নিছক কাগজ বিক্রির জন্য এই চুরি নাকি নথি লোপাটের জন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । আসানসোল আদালত (Asansol court) সূত্রে জানা গিয়েছে, ওই রেকর্ডগুলি ডিসপোসাল রেকর্ড ছিল । দুটি আলমারিতে রাখা ছিল ওই ফাইলগুলি । আদালতের দরজা ভেঙে, আলমারি ভেঙে রেকর্ডগুলি চুরি করা হয় । তবে এই মুহূর্তে আসানসোল আদালতে চলছে অনুব্রত মণ্ডলের মামলা । কয়লাচুরি ও গরু চুরির মামলা চলছে সিবিআই আদালতে । আসানসোলের সিবিআই আদালত, জেলা দায়েরা আদালত ও সিভিল কোর্ট একই চত্বরে । সেই চত্বর থেকে কী করে এই নথি চুরি হয়, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

আসানসোল, 5 ডিসেম্বর: আসানসোল আদালতে চুরি । দরজা ভেঙে চুরি হল দুই আলমারি ভর্তি প্রায় 400টি ফাইল । আসানসোল সিভিল কোর্টের রেকর্ড রুমে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷ মনে করা হচ্ছে রবিবার রাতে রেকর্ড রুমের দরজা ভেঙে এই ফাইল চুরি করা হয়েছে । আদালতের তরফে এই বিষয়টি নিয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে (files stolen from Asansol Court) ৷

আদালতে চুরির খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ৷ আসেন ডিসি সেন্ট্রাল এস কুলদীপ । জেলা বিচারকও ঘটনাস্থল পরিদর্শন করেন । পুলিশের দাবি, চুরি যাওয়া শতাধিক ফাইল ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ৷ এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ।

আসানসোল আদালত থেকে 400 ফাইল লোপাট, তদন্তে পুলিশ

আরও পড়ুন: ঝালদা পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের গির্জা মোড়ের পুরনো কাগজ কেনাবেচা করা এক ব্যবসায়ীর কাছে উদ্ধার হয়েছে চুরি যাওয়া কিছু ফাইল । নিছক কাগজ বিক্রির জন্য এই চুরি নাকি নথি লোপাটের জন্য কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । আসানসোল আদালত (Asansol court) সূত্রে জানা গিয়েছে, ওই রেকর্ডগুলি ডিসপোসাল রেকর্ড ছিল । দুটি আলমারিতে রাখা ছিল ওই ফাইলগুলি । আদালতের দরজা ভেঙে, আলমারি ভেঙে রেকর্ডগুলি চুরি করা হয় । তবে এই মুহূর্তে আসানসোল আদালতে চলছে অনুব্রত মণ্ডলের মামলা । কয়লাচুরি ও গরু চুরির মামলা চলছে সিবিআই আদালতে । আসানসোলের সিবিআই আদালত, জেলা দায়েরা আদালত ও সিভিল কোর্ট একই চত্বরে । সেই চত্বর থেকে কী করে এই নথি চুরি হয়, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

Last Updated : Dec 5, 2022, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.