ETV Bharat / state

Bike Accident : পথ দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা - Father Daughter died in bike accident in Asansol

আসানসোল উত্তর থানার গোবিন্দপুর এলাকায় পথ দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু (Bike Accident) ৷ মৃতদের নাম দীপক চট্টোপাধ্যায় ও দোয়েল চট্টোপাধ্যায় ৷

Bike Accident news
পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও মেয়ের
author img

By

Published : Jun 25, 2022, 7:29 PM IST

আসানসোল, 25 জুন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মা ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার গোবিন্দপুর এলাকায় । 2 নম্বর জাতীয় সড়কের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ মৃতদের নাম দীপক চট্টোপাধ্যায় (53) এবং দোয়েল চট্টোপাধ্যায় (20)।

জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দীপকবাবুর স্ত্রী দোলা চট্টোপাধ্যায় । তাঁরা প্রত্যেকেই পুরুলিয়ার নিতুড়িয়া থানার হিজুলি গ্রামের বাসিন্দা । ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 2 নম্বর জাতীয় সড়কে যানচলাচল বন্ধ ছিল ।

পথ দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

জানা গিয়েছে, শনিবার সকালে পুরুলিয়ার নিতুড়িয়ার হিজুলী গ্রাম থেকে একটি বাইকে দীপক চট্টোপাধ্যায় স্ত্রী দোলা এবং দোয়েলকে নিয়ে জামুড়িয়ার চাঁদায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন । 2 নম্বর জাতীয় সড়কে একটি লরি তাঁদের ধাক্কা মারে । ঘটনাস্থলেই দীপক চট্টোপাধ্যায় ও তাঁর মেয়ে দোয়েলের মৃত্যু হয় ।

আরও পড়ুন : শ্রমদিবসে বাড়ি ফেরার পথে নদিয়ায় পথ দুর্ঘটনায় আহত 15 শ্রমিক

আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় দোলা চট্টোপাধ্যায়কে । পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয় । বাব-মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ।

আসানসোল, 25 জুন : মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু । আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মা ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার গোবিন্দপুর এলাকায় । 2 নম্বর জাতীয় সড়কের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ মৃতদের নাম দীপক চট্টোপাধ্যায় (53) এবং দোয়েল চট্টোপাধ্যায় (20)।

জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন দীপকবাবুর স্ত্রী দোলা চট্টোপাধ্যায় । তাঁরা প্রত্যেকেই পুরুলিয়ার নিতুড়িয়া থানার হিজুলি গ্রামের বাসিন্দা । ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 2 নম্বর জাতীয় সড়কে যানচলাচল বন্ধ ছিল ।

পথ দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

জানা গিয়েছে, শনিবার সকালে পুরুলিয়ার নিতুড়িয়ার হিজুলী গ্রাম থেকে একটি বাইকে দীপক চট্টোপাধ্যায় স্ত্রী দোলা এবং দোয়েলকে নিয়ে জামুড়িয়ার চাঁদায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন । 2 নম্বর জাতীয় সড়কে একটি লরি তাঁদের ধাক্কা মারে । ঘটনাস্থলেই দীপক চট্টোপাধ্যায় ও তাঁর মেয়ে দোয়েলের মৃত্যু হয় ।

আরও পড়ুন : শ্রমদিবসে বাড়ি ফেরার পথে নদিয়ায় পথ দুর্ঘটনায় আহত 15 শ্রমিক

আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় দোলা চট্টোপাধ্যায়কে । পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয় । বাব-মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.