ETV Bharat / state

আসানসোল-পুরী বন্দে ভারত! ভুয়ো খবর বলে তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ রেলের - পুরী

Vande Bharat Express: আসানসোল-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চলতে শুরু করেছে, এমন পোস্ট ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সেটিকে ভুয়ো বলে তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 7:32 PM IST

আসানসোল, 8 ডিসেম্বর: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হইচই। একটি টাইমটেবিল দেওয়া পোষ্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ইস্টার্ন রেলওয়ের ছাপ দেওয়া ওই নোটিশে আসানসোল-পুরী বন্দে ভার‍ত ট্রেনের টাইম টেবিল প্রচার করা হয়। যা দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ৷ শেষ পর্যন্ত রেলকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণের উদ্দেশ্য জানাতে হয়, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। আসানসোল থেকে পুরী বন্দে ভারত চলাচলের এখনও পর্যন্ত কোনও খবর নেই।

আসানসোল রেল ডিভিশনের জন সংযোগ দফতর জানিয়েছে, আসানসোল থেকে পুরী কোনও রকম বন্দে ভারত ট্রেন চলাচল আপাতত করছে না। ওই পোষ্টটি ভুয়ো। এমন গুজব কেন ছড়ানো হচ্ছে তা নিয়ে রেল তদন্ত করছে। পাশাপাশি জনসাধারণকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে রেলের পক্ষ থেকে।

উল্লেখ্য, বিভিন্ন রুটে বন্দে ভারত ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকেই ক্রমেই জনপ্রিয় হতে শুরু করেছে এই এক্সপ্রেস। ইতিমধ্যেই পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেনের টিকিটের বেশ চাহিদা দেখা দিয়েছে। বিশেষ করে আসানসোল থেকে হাওড়া যাওয়ার কিংবা ফেরার টিকিট প্রতিদিনই আগেভাগেই শেষ হয়ে যাচ্ছে। আর এই জনপ্রিয়তা দেখে এবং শীতে বাঙালির পুরী যাওয়ার হুজুগ দেখেই একটি ভুয়ো পোষ্ট সোশাল মিডিয়ায় ছড়ানো হয় বলে অভিযোগ।

Vande Bharat Express
আসানসোল-পুরী বন্দে ভারত ভুয়ো পোস্ট

পোস্টে বলা হয় আসানসোল-পুরী বন্দে ভারত ট্রেন নাকি শুরু হতে চলেছে। একেবারে টাইম টেবিল দিয়ে ট্রেনের রুট চার্টও প্রকাশ্যে আনা হয় ৷ সকাল 6টা 15 মিনিটে বন্দে ভারত আসানসোল থেকে ছাড়বে ৷ যা পুরী পৌঁছে যাবে দুপুর 2টো 20 মিনিটের মধ্যে ৷ আবার ফেরার ট্রেন দুপুর 2টো 40 মিনিটে ছাড়বে পুরী থেকে যা আসানসোল পৌঁছবে রাত 10টা নাগাদ ৷

টাইম টেবিলের পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস পুরুলিয়ায় আদ্রা, বাঁকুড়া ছুঁয়ে যাবে বলেও পোস্টে দেখা যায়। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই 'ফেক পোস্ট' দ্রুত ভাইরাল হতে শুরু করে। অনেক যাত্রী আবার শীতের মরশুমে পুরী যাওয়ার জন্য অগ্রিম টিকিট কাটতেও পৌঁছে যান স্টেশনে । সেখান থেকে জানা যায় এমন কোনও বন্দে ভারত ট্রেন চালানোর কথা জানায়নি ভারতীয় রেল ৷

আরও পড়ুন:

1. শীতের মরশুমে উত্তরবঙ্গ ভ্রমণে বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত, কতদিন পাবেন এই সুবিধা?

2.আরও উন্নতমানের পরিষেবা মিলবে ট্রেনে, হাওড়া-পটনা বন্দেভারত সেজেছে একাধিক নয়া সরঞ্জামে

3. ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী

আসানসোল, 8 ডিসেম্বর: গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হইচই। একটি টাইমটেবিল দেওয়া পোষ্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ইস্টার্ন রেলওয়ের ছাপ দেওয়া ওই নোটিশে আসানসোল-পুরী বন্দে ভার‍ত ট্রেনের টাইম টেবিল প্রচার করা হয়। যা দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ৷ শেষ পর্যন্ত রেলকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণের উদ্দেশ্য জানাতে হয়, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। আসানসোল থেকে পুরী বন্দে ভারত চলাচলের এখনও পর্যন্ত কোনও খবর নেই।

আসানসোল রেল ডিভিশনের জন সংযোগ দফতর জানিয়েছে, আসানসোল থেকে পুরী কোনও রকম বন্দে ভারত ট্রেন চলাচল আপাতত করছে না। ওই পোষ্টটি ভুয়ো। এমন গুজব কেন ছড়ানো হচ্ছে তা নিয়ে রেল তদন্ত করছে। পাশাপাশি জনসাধারণকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে রেলের পক্ষ থেকে।

উল্লেখ্য, বিভিন্ন রুটে বন্দে ভারত ট্রেন চলাচল শুরু হওয়ার পর থেকেই ক্রমেই জনপ্রিয় হতে শুরু করেছে এই এক্সপ্রেস। ইতিমধ্যেই পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেনের টিকিটের বেশ চাহিদা দেখা দিয়েছে। বিশেষ করে আসানসোল থেকে হাওড়া যাওয়ার কিংবা ফেরার টিকিট প্রতিদিনই আগেভাগেই শেষ হয়ে যাচ্ছে। আর এই জনপ্রিয়তা দেখে এবং শীতে বাঙালির পুরী যাওয়ার হুজুগ দেখেই একটি ভুয়ো পোষ্ট সোশাল মিডিয়ায় ছড়ানো হয় বলে অভিযোগ।

Vande Bharat Express
আসানসোল-পুরী বন্দে ভারত ভুয়ো পোস্ট

পোস্টে বলা হয় আসানসোল-পুরী বন্দে ভারত ট্রেন নাকি শুরু হতে চলেছে। একেবারে টাইম টেবিল দিয়ে ট্রেনের রুট চার্টও প্রকাশ্যে আনা হয় ৷ সকাল 6টা 15 মিনিটে বন্দে ভারত আসানসোল থেকে ছাড়বে ৷ যা পুরী পৌঁছে যাবে দুপুর 2টো 20 মিনিটের মধ্যে ৷ আবার ফেরার ট্রেন দুপুর 2টো 40 মিনিটে ছাড়বে পুরী থেকে যা আসানসোল পৌঁছবে রাত 10টা নাগাদ ৷

টাইম টেবিলের পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস পুরুলিয়ায় আদ্রা, বাঁকুড়া ছুঁয়ে যাবে বলেও পোস্টে দেখা যায়। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই 'ফেক পোস্ট' দ্রুত ভাইরাল হতে শুরু করে। অনেক যাত্রী আবার শীতের মরশুমে পুরী যাওয়ার জন্য অগ্রিম টিকিট কাটতেও পৌঁছে যান স্টেশনে । সেখান থেকে জানা যায় এমন কোনও বন্দে ভারত ট্রেন চালানোর কথা জানায়নি ভারতীয় রেল ৷

আরও পড়ুন:

1. শীতের মরশুমে উত্তরবঙ্গ ভ্রমণে বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত, কতদিন পাবেন এই সুবিধা?

2.আরও উন্নতমানের পরিষেবা মিলবে ট্রেনে, হাওড়া-পটনা বন্দেভারত সেজেছে একাধিক নয়া সরঞ্জামে

3. ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.