দুর্গাপুর, ৮ এপ্রিল: লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল বিড়ি উৎপাদন। কিন্তু, এবার রাজ্যের বিড়ি শিল্পকে লকডাউনের আওতা থেকে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই সিদ্ধান্তে খুশি কাঁকসা এলাকার বিড়ি শ্রমিকরা।
পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর, ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত এলাকার 2 নম্বর কলোনি, কাঁকসা পঞ্চায়েতের 3 নম্বর কলোনি ও বনকাটির কয়েক হাজার পরিবার বিড়ি বাঁধার সঙ্গে যুক্ত । কিন্তু, কোরোনা সংক্রমণ রুখতে দেশে চলছে লকডাউন । আর তার জেরে এতদিন বন্ধ ছিল বিড়ি উৎপাদনের কাজ । যার ফলে বিড়ি শ্রমিকরা সমস্যায় পড়েন। বন্ধ হয়ে যায় রোজগার ।
কোরোনা আতঙ্কের পাশাপাশি কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় পড়েন তারা । কিন্তু, গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বস্তি মেলে । আর আজ সকাল থেকে ফের নতুন উদ্যোমে শুরু হয়েছে বিড়ি বাঁধার কাজ । যদিও আগের মতো চাহিদা নেই বলে জানিয়েছেন তাঁরা।
কোরোনার জেরে আতঙ্কিত সকলেই। এদিকে লকডাউনের জেরে রোজগার বন্ধ অনেকের । তাদের চিন্তা, কীভাবে সংসার চলবে ? এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কাঁকসায় । তবে আগের মতো ন্যূনতম মজুরি মিলবে তো, সেই প্রশ্ন রয়েই গিয়েছে ।