আসানসোল, 30 ডিসেম্বর : পাঁচ দিনের জেল হেপাজত শেষ ৷ গোরু পাচার কাণ্ডের মূলচক্রী এনামুল হককে আজ পুনরায় তোলা হল আসানসোল সিবিআই কোর্টে ৷ মুখ ঢাকা অবস্থায় জেলের প্রিজ়ন গাড়িতে এনামুলকে নিয়ে আসা হয় কোর্টে ৷ 24 ডিসেম্বর এনামুলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ সেদিন এক আইনজীবীর মৃত্যুর কারণে তার শুনানি হয়নি ৷ বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় তাকে পাঁচ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিলেন ।
সাত নভেম্বর দিল্লিতে গ্রেপ্তার হয় গোরু পাচার কাণ্ডের মূলচক্রী এনামুল হক । এরপর তার কোরোনা পজ়িটিভ হওয়ার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন । 11 ডিসেম্বর আসানসোল সিবিআই কোর্টে হাজিরা দেয় এনামুল । বিচারক তাকে সিবিআই হেপাজতে নয়, পাঠায় জেলে ৷ এনামুলকে হেপাজতে নিতে হাইকোর্টে আবেদন করে সিবিআই । সেইমতো হাইকোর্টের নির্দেশে এনামুলকে পাঁচ দিনের হেপাজতে নেয় সিবিআই ৷ এরপর তাকে কোর্টে তোলা হলে , এনামুলকে জেল হেপাজতে পাঠান বিচারক ৷
সূত্রের খবর, এনামুলকে পুনরায় হেপাজতে নিতে চেয়ে কোর্টে আবেদন করবে সিবিআই । কোর্টের রায় কী হবে সেদিকেই তাকিয়ে সিবিআই ৷