আসানসোল, 11 ডিসেম্বর: গোরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হক সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন। আজ সকালে আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল হক।
জানা গিয়েছে সিবিআই জেরা চলার সময়ে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন এনামুল হক। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কোরোনা নেগেটিভ হওয়ার পর নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে এনামুলকে আত্মসমর্পণ করতে হবে। সেই মতো আজ আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল। শুক্রবার বিএমডব্লিউ-সহ বেশ কয়েকটি দামি গাড়ি নিয়ে আত্মসমর্পণ করতে আসেন তিনি। আসানসোল কোর্ট চত্বরে তাঁর অনুচরেরা ভিড় করে ছিল।
আরও পড়ুন: কোরোনা রিপোর্ট নেগেটিভ, গোরুপাচার মামলায় গ্রেপ্তার করা হতে পারে এনামুলকে
অন্যদিকে গোরু পাচার কাণ্ডে বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারেরও আজই 10 দিনের জেল হেফাজত শেষ হয়েছে। তাঁকেও সিবিআই আদালতে তোলার কথা। জানা গিয়েছে, শুনানিতে তদন্ত কতটা এগিয়েছে তা আদালতকে জানাবে সিবিআই। সেই মতো বিচারক গোরু পাচার কাণ্ডের রায় শোনাবেন।