দুর্গাপুর, 18 মে: এগরার ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েও বিজেপিকে চরম আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে, মৃত্যু নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও দুর্গাপুরের কর্মসূচি থেকে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
বৃহস্পতিবার রাজীব গান্ধি স্মারক ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি সাফাই দিলেন 100 দিনের কাজ নেই গ্রামের সাধারণ মানুষের হাতে। তা না হলে এই বিস্ফোরণ ঘটলেও কারও মৃত্যু হত না বলেও জানান তিনি। এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরই ঘটনাস্থলে গিয়ে এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তার কিছুক্ষণ পরই এগরাতে গিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া, রাজ্যসভার সাংসদ দোলা সেনদের। আর এরপরই এগরাকাণ্ড নিয়ে তৃণমূলের বিভিন্ন স্তর থেকে নানা মন্তব্য ভেসে এসেছে ৷ সকালে তৃণমূল ভবনে সাংবাদিকদের সামনে দলের তরফে কুণাল ঘোষ জানান, 100 দিনের কাজের টাকা না-পাওয়াতেই বিপজ্জনক পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে মানুষ ৷
অন্যদিকে, সেই বিষয়টিকেই মান্যতা দিলেন অভিষেক ৷ এগরায় মৃত দুই মহিলার 100 দিনের জব কার্ড পাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এগরার বাজি কারখানার বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে দুর্গাপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দোপাধ্যায় বলেন,"সংবাদমাধ্যমে প্রকাশিত দু'জন মহিলার জব কার্ড ছিল। যেহেতু কেন্দ্র 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তাই এই মহিলারা নিজেদের জীবনকে বাজি রেখে পেটের টানে বাজি কারখানায় কাজ করতে গিয়েছিল। এর দায় নরেন্দ্র মোদি,অমিত শাহরা এড়াতে পারেন না। আমি মৃত্যু নিয়ে রাজনীতি করার পক্ষপাতী নই। কিন্তু 100 দিনের কাজ চালু থাকলে এই দুর্ঘটনা ঘটলেও প্রানহানির ঘটনা ঘটত না।"
এরপরই অভিষেক বন্দোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে এগরা বিস্ফোরণ ইস্যুতে তোপ দেগে বলেন, "বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। বাংলার 20 লক্ষ পরিবার আজ দুই বছর 100 দিনের কাজ পাননি। তাই যারা মুখে বড় বড় ভাষণ দিচ্ছেন তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আসলে তাদের কাছে কোনও রাজনৈতিক ইস্যু নেই তাই তারা যেখানেই কারও মৃত্যু হচ্ছে, সেখানে গিয়ে রাজনীতি করছে।" বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তারপরও বিরোধীরা এনআইএ তদন্তের দাবি জানিয়ে আদালতে যাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ অভিষেক ৷ কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করা ঠিক নয় বলেও জানান তিনি। তাঁর কথায়, "রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে বিজেপি এখন শুধুই মৃত্যু নিয়ে রাজনীতি করছে।" এগরা বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে কুণাল ঘোষের পর অভিষেক বন্দোপাধ্যায় কার্যত কেন্দ্রের বিরুদ্ধাচারণ করে পালটা রাজনৈতিক ভাবে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানোর স্ট্র্যাটেজি নিলেন।
আরও পড়ুন: সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রিত মমতা, জোরালো বিরোধী জোটের ঐক্য