ETV Bharat / state

ED Arrests Anubrata: গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার অনুব্রত, এবার কি তবে দিল্লির পথে ? - ইডি

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) ইডির হাতে গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)৷ এবার কি তবে তাঁকেও সায়গল হোসেনের মতোই দিল্লি নিয়ে যাওয়া হবে (ED Arrests Anubrata)?

ED arrests Anubrata Mondal in Cattle Smuggling Case
গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার অনুব্রত, এবার কি তবে দিল্লির পথে ?
author img

By

Published : Nov 17, 2022, 5:52 PM IST

Updated : Nov 17, 2022, 6:42 PM IST

আসানসোল, 17 নভেম্বর: টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ (ED Arrests Anubrata) করার পর গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করল ইডি । তাঁকে আসানসোল সংশোধনাগারেই শোন অ্যারেস্ট করা হয়েছে । শুক্রবার তাঁকে আসানসোল আদালতে তোলা হতে পারে । মনে করা হচ্ছে, নিজেদের হেফাজতে নিয়ে এ বার অনুব্রত মণ্ডলকে সায়গল হোসেনের মতোই দিল্লি নিয়ে যাবে ইডি ।

বৃহস্পতিবার বেলা 11টা 20 নাগাদ আসানসোল সংশোধনাগারে পৌঁছয় ইডির বিশেষ দল । এর আগে সিবিআই আদালতে আবেদন জানিয়ে তারা বলেছিল যে, অনুব্রত মণ্ডলকে তারা জেরা করতে চায় । মূলত অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারি এবং সায়গল হোসেনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইডি দাবি করেছিল, অনুব্রত মণ্ডলের কাছে তাঁর বেআইনি সম্পত্তি সংক্রান্ত প্রচুর তথ্য রয়েছে । সেই কারণেই তাঁকে জেরা করা প্রয়োজন । আদালত ইডির আবেদনে সাড়া দেয় এবং তারপর বৃহস্পতিবার প্রথমবার তাঁকে জেরা করতে আসেন ইডির আধিকারিকরা ।

সূত্র থেকে জানা যাচ্ছে, লটারি সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে । অনুব্রত মণ্ডলের লটারির টিকিট মারফৎ তাঁর অ্যাকাউন্টে কয়েক বারে ঢুকেছিল 1 কোটি, 50 লাখ এবং 10 লাখ টাকা । অর্থাৎ 1 কোটি 60 লাখ টাকা । সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে ঢুকেছে লটারি সংক্রান্ত 26 লক্ষ এবং 25 লক্ষ টাকা । অর্থাৎ মোট 51 লক্ষ টাকা । সুপর্ণা মণ্ডলের কাছ থেকে ইডি লটারি সংক্রান্ত বিষয়ে যখন জানতে চেয়েছিল, তখন সুকন্যা জানিয়েছিলেন যে, তাঁর বাবা গোটা বিষয়টি জানেন । সে কারণেই অনুব্রত মণ্ডলকে জেরা করা প্রয়োজনীয় হয়ে পড়েছিল ইডির ।

আরও পড়ুন: অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে সিবিআই

অন্যদিকে, আটটি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে । যেখানে প্রায় 15 কোটি টাকা নগদ জমা হয়েছিল । এই টাকার সঙ্গে গরু পাচারের যোগসূত্র আছে বলে সিবিআই আদালতে দাবি করেছিল । সূত্র বলছে, এই নগদ টাকা নিয়েও অনুব্রত মণ্ডলকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে । প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে ইডি । কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে যে, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তদন্তে তেমন সহযোগিতা করেননি । এরপরই শোন অ্যারেস্ট করে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি ।

যেহেতু তিনি সিবিআই মামলায় রয়েছেন, সেই কারণে আসানসোল সংশোধনাগারে তাঁকে শোন অ্যারেস্ট করা হয় । আগামিকাল তাঁকে আসানসোল আদালতে তোলা হবে মনে করা হচ্ছে । ইডি তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে ।

আসানসোল, 17 নভেম্বর: টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ (ED Arrests Anubrata) করার পর গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করল ইডি । তাঁকে আসানসোল সংশোধনাগারেই শোন অ্যারেস্ট করা হয়েছে । শুক্রবার তাঁকে আসানসোল আদালতে তোলা হতে পারে । মনে করা হচ্ছে, নিজেদের হেফাজতে নিয়ে এ বার অনুব্রত মণ্ডলকে সায়গল হোসেনের মতোই দিল্লি নিয়ে যাবে ইডি ।

বৃহস্পতিবার বেলা 11টা 20 নাগাদ আসানসোল সংশোধনাগারে পৌঁছয় ইডির বিশেষ দল । এর আগে সিবিআই আদালতে আবেদন জানিয়ে তারা বলেছিল যে, অনুব্রত মণ্ডলকে তারা জেরা করতে চায় । মূলত অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারি এবং সায়গল হোসেনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইডি দাবি করেছিল, অনুব্রত মণ্ডলের কাছে তাঁর বেআইনি সম্পত্তি সংক্রান্ত প্রচুর তথ্য রয়েছে । সেই কারণেই তাঁকে জেরা করা প্রয়োজন । আদালত ইডির আবেদনে সাড়া দেয় এবং তারপর বৃহস্পতিবার প্রথমবার তাঁকে জেরা করতে আসেন ইডির আধিকারিকরা ।

সূত্র থেকে জানা যাচ্ছে, লটারি সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে । অনুব্রত মণ্ডলের লটারির টিকিট মারফৎ তাঁর অ্যাকাউন্টে কয়েক বারে ঢুকেছিল 1 কোটি, 50 লাখ এবং 10 লাখ টাকা । অর্থাৎ 1 কোটি 60 লাখ টাকা । সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে ঢুকেছে লটারি সংক্রান্ত 26 লক্ষ এবং 25 লক্ষ টাকা । অর্থাৎ মোট 51 লক্ষ টাকা । সুপর্ণা মণ্ডলের কাছ থেকে ইডি লটারি সংক্রান্ত বিষয়ে যখন জানতে চেয়েছিল, তখন সুকন্যা জানিয়েছিলেন যে, তাঁর বাবা গোটা বিষয়টি জানেন । সে কারণেই অনুব্রত মণ্ডলকে জেরা করা প্রয়োজনীয় হয়ে পড়েছিল ইডির ।

আরও পড়ুন: অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে সিবিআই

অন্যদিকে, আটটি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে । যেখানে প্রায় 15 কোটি টাকা নগদ জমা হয়েছিল । এই টাকার সঙ্গে গরু পাচারের যোগসূত্র আছে বলে সিবিআই আদালতে দাবি করেছিল । সূত্র বলছে, এই নগদ টাকা নিয়েও অনুব্রত মণ্ডলকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে । প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে ইডি । কিন্তু সূত্র থেকে জানা যাচ্ছে যে, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তদন্তে তেমন সহযোগিতা করেননি । এরপরই শোন অ্যারেস্ট করে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি ।

যেহেতু তিনি সিবিআই মামলায় রয়েছেন, সেই কারণে আসানসোল সংশোধনাগারে তাঁকে শোন অ্যারেস্ট করা হয় । আগামিকাল তাঁকে আসানসোল আদালতে তোলা হবে মনে করা হচ্ছে । ইডি তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে ।

Last Updated : Nov 17, 2022, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.