জামুড়িয়া, ১ মে : বৈদ্যুতিক তার সারাইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ECL কর্মীর । মৃতের নাম নীতিময় কোড়া (৩০) । ঘটনাটি ECL-এর সাতগ্রাম এরিয়ার । অভিযোগ, ECL-এর গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে তাঁর । এই ঘটনায় আজ সকাল থেকে ECL-এর সাতগ্রাম কোলিয়ার চত্বরে মৃত কর্মীর দেহ রেখে তাঁর পরিবারের চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় ECL-এর শ্রমিকরা ।
ঝড়-বৃষ্টির ফলে গতকাল গভীর রাতে ECL-র সাতগ্রাম এরিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে যায় । সেই তার মেরামত করছিলেন ECL কর্মী নীতিময় কোড়া । সেইসময় ওই তারে কারেন্ট চলে আসে । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচৈতন্য হয়ে পড়েন ওই ECL কর্মী । অন্যান্য শ্রমিকরা তাঁকে প্রথমে ECL- এর সাতগ্রাম এরিয়া হাসপাতালে নিয়ে যায় । খবর পেয়ে সেখানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ । পরে ওই কর্মীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । ECL-এর শ্রমিকদের অভিযোগ, নীতিময়ের মৃত্যুর জন্য ECL কর্তৃপক্ষ দায়ি । যদিও এবিষয়ে ECL-এর সাতগ্রাম এরিয়ার GM সুশান্ত ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।