দুর্গাপুর, 27 জানুয়ারি: পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল ECL কর্মীর ৷ দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের পাণ্ডবমুনি নামে এক এলাকায় পিকনিক করতে যান হরিহর বাদ্যকর সহ বেশ কয়েকজন ECL কর্মী ৷ সেখানেই বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন বছর পঁয়তাল্লিশের এই ব্যক্তি ৷ রক্তাক্ত অবস্থায় হরিহরবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷
পিকনিকের এলাকা থেকে কিছুটা দূরে বেশ কয়েকজন টোটো চালকের সঙ্গে কিছু যুবকের বচসা ও হাতাহাতি হয়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটো চালক ও যুবকদের বচসা থামাতে যান হরিহরবাবু৷ অভিযোগ, সেই সময়ই তাঁকেও আক্রমণও করা হয়৷ এমনকি তাঁর মাথা ও নাকও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল হাসপাতালে ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই 6 অভিযুক্ত টোটো চালককে আটক করেছে ৷