ETV Bharat / state

পিকনিকে বচসা থামাতে গিয়ে মারধরে মৃত ECL কর্মী - ECL worker dies while having a picnic

পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ECL কর্মীর৷ টোটো চালক ও কিছু যুবকের বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন হরিহর বাদ্যকর ৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

died ecl worker
হরিহর বাদ্যকর
author img

By

Published : Jan 27, 2020, 11:21 AM IST

Updated : Jan 27, 2020, 12:15 PM IST

দুর্গাপুর, 27 জানুয়ারি: পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল ECL কর্মীর ৷ দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের পাণ্ডবমুনি নামে এক এলাকায় পিকনিক করতে যান হরিহর বাদ্যকর সহ বেশ কয়েকজন ECL কর্মী ৷ সেখানেই বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন বছর পঁয়তাল্লিশের এই ব্যক্তি ৷ রক্তাক্ত অবস্থায় হরিহরবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷

পিকনিকের এলাকা থেকে কিছুটা দূরে বেশ কয়েকজন টোটো চালকের সঙ্গে কিছু যুবকের বচসা ও হাতাহাতি হয়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটো চালক ও যুবকদের বচসা থামাতে যান হরিহরবাবু৷ অভিযোগ, সেই সময়ই তাঁকেও আক্রমণও করা হয়৷ এমনকি তাঁর মাথা ও নাকও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷

হরিহর বাদ্যকর

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল হাসপাতালে ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই 6 অভিযুক্ত টোটো চালককে আটক করেছে ৷

দুর্গাপুর, 27 জানুয়ারি: পিকনিক করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল ECL কর্মীর ৷ দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের পাণ্ডবমুনি নামে এক এলাকায় পিকনিক করতে যান হরিহর বাদ্যকর সহ বেশ কয়েকজন ECL কর্মী ৷ সেখানেই বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন বছর পঁয়তাল্লিশের এই ব্যক্তি ৷ রক্তাক্ত অবস্থায় হরিহরবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷

পিকনিকের এলাকা থেকে কিছুটা দূরে বেশ কয়েকজন টোটো চালকের সঙ্গে কিছু যুবকের বচসা ও হাতাহাতি হয়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, টোটো চালক ও যুবকদের বচসা থামাতে যান হরিহরবাবু৷ অভিযোগ, সেই সময়ই তাঁকেও আক্রমণও করা হয়৷ এমনকি তাঁর মাথা ও নাকও ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷

হরিহর বাদ্যকর

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল হাসপাতালে ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই 6 অভিযুক্ত টোটো চালককে আটক করেছে ৷

Intro:পাণ্ডবেশ্বর পিকনিক চলাকালীন টোটো চালক দের সাথে কিছু যুবকদের ঝামেলা থামাতে গিয়ে তাদের হাতে মার খেয়ে এক ইসিএল কর্মীর মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়াল।এখনও পর্যন্ত তিনজন টোটো চালক আটক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পান্ডবেশ্বরের পান্ডবমুনি বলে একটি পিকনিকস্পটে প্রজাতন্ত্র দিবসে বহু মানুষ পিকনিক করতে গিয়েছিল।সেখানে ইসিএল এর কর্মীরা পিকনিক করতেও রবিবার যায়।তাদের থেকে কিছুটা দূরে টোটোচালকদের সাথে কিছু যুবকদের বচসা ও হাতাহাতির সময় এক ইসিএল কর্মী হরিহর বাদ্যকর(৪৫ বছর) ঝামেলা থামাতে যান।সেই সময় তাকেও আক্রমন করে বলে অভিযোগ। ওই ইসিএল কর্মীকে মেরে তার মাথা ও নাক ফাটিয়ে দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।তার ইসিএল এর সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আ্যম্বুলেন্স ডেকে ইসিএল এর কাল্লা হাসপাতালে নিয়ে যান।সেখানেই রাতে কাল হরিহর বাদ্যকরের মৃত্যু হয়।মৃত ইসিএল কর্মী পান্ডবেশ্বরের কেন্দ্রা তে ইসিএল এর আবাসনে থাকতেন।এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই কেন্দ্রা অঞ্চলে চাঞ্চল্য ছড়ায়।পান্ডবেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ৩ জন টোটো চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।হরিহর বাদ্যকরের দেহ আজ আসানসোল হাসপাতালে ময়নাতদন্ত হবে।Body:গConclusion:গ
Last Updated : Jan 27, 2020, 12:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.