ETV Bharat / state

House Collapsed : অণ্ডালে অনবরত বৃষ্টির জেরে ভেঙে পড়ল ইসিএলের পরিত্যক্ত বাড়ি - west bardhaman

প্রবল বৃষ্টির জেরে বুধবার পশ্চিম বর্ধমানের অণ্ডালের বহুলা গ্রাম পঞ্চায়েতের নর্থ জামবাদ কোলিয়ারি এলাকায় ইসিএলের পরিত্যক্ত বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল । তবে হতাহতের খবর মেলেনি ৷

Collapsed House Andal
অণ্ডালে অনবরত বৃষ্টির জেরে ভেঙে পড়ল ইসিএলের পরিত্যক্ত বাড়ি
author img

By

Published : Aug 5, 2021, 7:32 AM IST

অণ্ডাল, 5 অগস্ট: রাজ্যে নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি ৷ একটানা বৃষ্টির ফলে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন ৷ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ জলবন্দি কয়েক হাজার মানুষ ৷ মাঝের কয়েকটা দিন বিরতি দিলেও আবারও শুরু হয়েছে বৃষ্টি ৷ প্রবল বৃষ্টির জেরে বুধবার পশ্চিম বর্ধমানের অণ্ডালের বহুলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নর্থ জামবাদ কোলিয়ারি এলাকায় ইসিএলের পরিত্যক্ত বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল । তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

ঘটনার পর পাশে থাকা ইসিএলের একটি কর্মী আবাসনে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ইসিএলের আধিকারিকদের প্রতিনিধি দল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বহুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা ৷ কী কারণে বাড়িটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে ইসিএল কর্তৃপক্ষ ৷ তবে পরিত্যক্ত বাড়িটিকে কেন এভাবে ফেলে রাখা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: ভূতুড়ে কাণ্ডে হস্টেলই হানাবাড়ি, ভয়ে কাঁটা ছাত্রীরা

আশপাশের আবাসনের বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ৷ স্থানীয় বাসিন্দা রতন কুমার জানান, দুপুর নাগাদ হঠাৎই ইসিএলের পরিত্যক্ত বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । মূহূর্তের মধ্যেই ধুলিস্যাৎ হয়ে যায় বাড়িটি । যদিও বাড়িটিতে সেই মূহুর্তে কেউ ছিল না । তাই এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা ৷

অণ্ডাল, 5 অগস্ট: রাজ্যে নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি ৷ একটানা বৃষ্টির ফলে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন ৷ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ জলবন্দি কয়েক হাজার মানুষ ৷ মাঝের কয়েকটা দিন বিরতি দিলেও আবারও শুরু হয়েছে বৃষ্টি ৷ প্রবল বৃষ্টির জেরে বুধবার পশ্চিম বর্ধমানের অণ্ডালের বহুলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নর্থ জামবাদ কোলিয়ারি এলাকায় ইসিএলের পরিত্যক্ত বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল । তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

ঘটনার পর পাশে থাকা ইসিএলের একটি কর্মী আবাসনে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ইসিএলের আধিকারিকদের প্রতিনিধি দল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বহুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা ৷ কী কারণে বাড়িটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে ইসিএল কর্তৃপক্ষ ৷ তবে পরিত্যক্ত বাড়িটিকে কেন এভাবে ফেলে রাখা হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন: ভূতুড়ে কাণ্ডে হস্টেলই হানাবাড়ি, ভয়ে কাঁটা ছাত্রীরা

আশপাশের আবাসনের বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ৷ স্থানীয় বাসিন্দা রতন কুমার জানান, দুপুর নাগাদ হঠাৎই ইসিএলের পরিত্যক্ত বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । মূহূর্তের মধ্যেই ধুলিস্যাৎ হয়ে যায় বাড়িটি । যদিও বাড়িটিতে সেই মূহুর্তে কেউ ছিল না । তাই এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.