ETV Bharat / state

অন্ডালে বন্ধ গ্রাম সংলগ্ন DVC প্ল্যান্টের রাস্তা, বিক্ষোভ - dvc plant

DVC-র গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল প্রায় ৫০০ জন শ্রমিক। দাবি, খুলতে হবে গ্রাম সংলগ্ন DVC-র গেট।

বিক্ষোভে শ্রমিকরা
author img

By

Published : Mar 19, 2019, 2:51 PM IST

অন্ডাল, ১৯ মার্চ : DVC-র গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল প্রায় ৫০০ জন শ্রমিক। দাবি, খুলতে হবে গ্রাম সংলগ্ন DVC-র গেট। পাশাপাশি আরও কিছু দাবি জানানো হয়।

অন্ডালে DVC প্ল্যান্ট গড়ে তোলার সময় স্থানীয় মানুষের সঙ্গে কর্তৃপক্ষের একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী অন্ডালে যেসব শ্রমিকরা থাকেন, তাঁদের যাওয়া-আসার জন্য প্ল্যান্টের সঙ্গে গ্রাম সংলগ্ন একটি রাস্তা তৈরি করা হবে। সেই রাস্তা তৈরিও হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ হঠাৎ করে সেই রাস্তার গেট বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, পুলওয়ামার জঙ্গি হানার পর প্ল্যান্টের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছিল যেসব গ্রামবাসী প্ল্যান্ট তৈরির জন্য জমি দেবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে জমিদাতাদের মধ্যে অনেকেই সেই ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। এরপরই আজ সকাল থেকে গেট খোলার ও ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে শ্রমিকরা।

স্বপন চক্রবর্তী নামে এক শ্রমিক জানান, এই গেট বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতের সমস্যা হচ্ছে। নাইট ডিউটির সময় ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। শ্রমিকদের সুবিধার্থে যদি শীঘ্রই ওই গেট খোলা না হয় ও ক্ষতিপূরণের টাকা দেওয়া না হয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন করবেন তারা।

অন্ডাল, ১৯ মার্চ : DVC-র গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল প্রায় ৫০০ জন শ্রমিক। দাবি, খুলতে হবে গ্রাম সংলগ্ন DVC-র গেট। পাশাপাশি আরও কিছু দাবি জানানো হয়।

অন্ডালে DVC প্ল্যান্ট গড়ে তোলার সময় স্থানীয় মানুষের সঙ্গে কর্তৃপক্ষের একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী অন্ডালে যেসব শ্রমিকরা থাকেন, তাঁদের যাওয়া-আসার জন্য প্ল্যান্টের সঙ্গে গ্রাম সংলগ্ন একটি রাস্তা তৈরি করা হবে। সেই রাস্তা তৈরিও হয়। কিন্তু শ্রমিকদের অভিযোগ হঠাৎ করে সেই রাস্তার গেট বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, পুলওয়ামার জঙ্গি হানার পর প্ল্যান্টের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছিল যেসব গ্রামবাসী প্ল্যান্ট তৈরির জন্য জমি দেবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে জমিদাতাদের মধ্যে অনেকেই সেই ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ। এরপরই আজ সকাল থেকে গেট খোলার ও ক্ষতিপূরণের দাবিতে অবস্থান বিক্ষোভে বসে শ্রমিকরা।

স্বপন চক্রবর্তী নামে এক শ্রমিক জানান, এই গেট বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতের সমস্যা হচ্ছে। নাইট ডিউটির সময় ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। শ্রমিকদের সুবিধার্থে যদি শীঘ্রই ওই গেট খোলা না হয় ও ক্ষতিপূরণের টাকা দেওয়া না হয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন করবেন তারা।

Intro:অন্ডালে ডিভিসি গেটের সামনে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ ।


,অন্ডাল- মঙ্গলবার সকাল থেকে অন্ডালের ডিভিসি গেটের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হল প্রায় শ'পাঁচেক কর্মী । শ্রমিকদের দাবি ডিভিসি প্লান্ট তৈরি হবার সময় স্থানীয় মানুষদের সাথে চুক্তি হয়েছিল,গ্রাম অন্ডালের দিকে ডিভিসি প্লান্টের একটা গেট রাখা হবে। যে দিক দিয়ে শ্রমিকরা সহজেই কাজ করতে যাওয়া আসা করতে পারবেন । কিন্তু হঠাৎ করে সেই গেট বন্ধ করে দেয় ডিভিসি কর্তৃপক্ষ বলে শ্রমিকদের অভিযোগ। এখন দুনম্বর জাতীয় সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।বিক্ষোভরত শ্রমিক স্বপন চক্রবর্তী জানান ,গ্রাম অন্ডালের দিকে গেট দিয়ে শ্রমিকরা নাইট শিফটের ডিউটিতে সহজেই যাওয়া আসা করতে পারতো কিন্তু হঠাৎ করে গেট বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা । শ্রমিকরা জানান
পুলওয়ামা কান্ডের পর নাকি ডিভিসি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় যে গ্রাম অন্ডালের দিকে গেট দিয়ে কোন জঙ্গী ঢুকে পড়তে পারে সেই জন্যই এই গেট বন্ধ করা হচ্ছে । গ্রামের মানুষ বুঝতেই পারছেন না এই এলাকায় জঙ্গি এলো কোথা থেকে? যদিও ডিভিসি সূত্রের খবর সুরক্ষার কারণেই ওই গেট বন্ধ করা হয়েছে ।
গ্রামের মানুষদের অভিযোগ ডিভিসি কর্তৃপক্ষের কারণে এলাকায় দূষণের মাত্রা বেড়েছে তাই অবিলম্বে ওই দূষণ নিয়ন্ত্রণ করতে হবে এবং স্থানীয় শ্রমিকদের সুবিধার্থে পুনরায় ওই গেট খোলা হোক।নাহলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তারা।Body:অন্ডাল Conclusion:অন্ডাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.