আসানসোল, 2 অক্টোবর : ডিভিসির জল ছাড়ার জন্যই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । রাজ্যের পক্ষে এমনই অভিযোগ তোলা হয়েছে । গতকাল রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকও অভিযোগ করেছেন, আসানসোলের বন্যার জন্যেও ডিভিসির জল ছাড়াই কারণ । শুক্রবার রাতে পরিমাণ সামান্য কম করলেও জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি । সুতরাং বন্যা পরিস্থিতি কতটা উন্নত হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে ।
আরও পড়ুন : Asansol Flood : আসানসোলে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষলেন মলয় ঘটক
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মাইথন থেকে 1 লক্ষ 15 হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে 35 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল । রাত 10 টা 45 মিনিট থেকে পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে 60 হাজার কিউসেক করা হয় । মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়ে 50 হাজার কিউসেক করা হয় । সামগ্রিক ভাবেও জল ছাড়ার পরিমাণের হার সামান্য কম হয় । মোট 1 লক্ষ 10 হাজার কিউসেক হারে সারারাত জল ছাড়া হয় ।
আরও পড়ুন : Asansol Flood : প্রবল স্রোতে ভাঙল জামুড়িয়ার বিরকুলটি সেতু
আজ, শনিবার সকাল থেকে মাইথন জলাধার থেকে 35 হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে 60 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে ৷ কিন্তু ডিভিসির এই জল ছাড়া অব্যাহত থাকায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ আরও বাড়ছে ৷ কারণ, এই দুটি জলাধারের জল জমা হয় রাজ্য সরকারের দুর্গাপুর ব্যারেজে । সেখানে চাপ বাড়লে জল ছাড়তে বাধ্য হয় দুর্গাপুর ব্যারেজ ।
অন্যদিকে ডিভিসির ঝাড়খণ্ডের তেনুঘাট ব্যারেজ থেকেও ক্রমাগত জল ছাড়া হচ্ছে । আর সেই জল এই রাজ্যে ঢুকছে । ফলে জল ছাড়ার ক্ষেত্রেও ডিভিসি কতটা নিয়ন্ত্রণ করতে পারে সেটাই দেখার । যে পরিমাণে বৃষ্টি হয়েছে, তাতে প্রচুর পরিমাণে জল জমার কারণেই এই জল ছাড়া বলে জানিয়েছে ডিভিসি ।
আরও পড়ুন : Durgapur Barrage : দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল 2 লক্ষ কিউসেক জল