ETV Bharat / state

রাস্তার পাশে ফ্লাই অ্যাশের স্তূপ, চোখে মুখে ঢুকে বেগতিক পথচারীদের - dust dumped road side

ফ্লাই অ্যাশে ঢেকে রয়েছে দুর্গাপুরের বিভিন্ন এলাকা । চোখে মুখে ঢুকে যাওয়ায় বেগ পেতে হচ্ছে পথচারী ও স্থানীয়দের । স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে যথেষ্ট পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে ।

রাস্তার পাশে ফ্লাই অ্যাশের স্তূপ, চোখে মুখে ঢুকে বেগতিক পথচারীদের
রাস্তার পাশে ফ্লাই অ্যাশের স্তূপ, চোখে মুখে ঢুকে বেগতিক পথচারীদের
author img

By

Published : Mar 14, 2021, 12:20 PM IST

দুর্গাপুর, 14 মার্চ : রাস্তার পাশে দীর্ঘদিন ধরে স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে ফ্লাই অ্যাশ । আর তা হাওয়ায় উড়ছে । পথচারীদের পেতে হচ্ছে বেগ, এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল । এমন ছবি দেখা গেছে, মুচিপাড়া শিবপুরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও কুলডিহায় উড়ছে ফ্লাই অ্যাশ । যদিও এ-বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ।

আরও পড়ুন : জঙ্গলে নিয়ে এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পলাতক স্বামী

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে ছাই জমা করে রাখা হয়েছে । হাওয়া দিলেই কুয়াশার মতো ঢেকে যাচ্ছে, চোখে মুখে ঢুকে যাচ্ছে । যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা, পথচারীরা । এখানে কারা এইভাবে ছাই জমা করছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মীধ্যক্ষ প্রবোধকুমার মুখোপাধ্যায় ।

রাস্তার পাশে ফ্লাই অ্যাশ । দেখুন ভিডিয়ো...

জয়দ্বীপ বন্দ্যোপাধ্যায় নামে এক স্থানীয় বলেন, "কারা এই ছাই ফেলে রেখে যাচ্ছে তা জানা যাচ্ছে না । হাওয়া দিলেই ছাই উড়ছে । তাতে সমস্যা হচ্ছে পথ চলতে । চোখে, মুখে ঢুকে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে ।"

দুর্গাপুর, 14 মার্চ : রাস্তার পাশে দীর্ঘদিন ধরে স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে ফ্লাই অ্যাশ । আর তা হাওয়ায় উড়ছে । পথচারীদের পেতে হচ্ছে বেগ, এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল । এমন ছবি দেখা গেছে, মুচিপাড়া শিবপুরের গুরুত্বপূর্ণ রাস্তায় ও কুলডিহায় উড়ছে ফ্লাই অ্যাশ । যদিও এ-বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ।

আরও পড়ুন : জঙ্গলে নিয়ে এসে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে পলাতক স্বামী

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ধারে ছাই জমা করে রাখা হয়েছে । হাওয়া দিলেই কুয়াশার মতো ঢেকে যাচ্ছে, চোখে মুখে ঢুকে যাচ্ছে । যার জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা, পথচারীরা । এখানে কারা এইভাবে ছাই জমা করছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কাঁকসা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মীধ্যক্ষ প্রবোধকুমার মুখোপাধ্যায় ।

রাস্তার পাশে ফ্লাই অ্যাশ । দেখুন ভিডিয়ো...

জয়দ্বীপ বন্দ্যোপাধ্যায় নামে এক স্থানীয় বলেন, "কারা এই ছাই ফেলে রেখে যাচ্ছে তা জানা যাচ্ছে না । হাওয়া দিলেই ছাই উড়ছে । তাতে সমস্যা হচ্ছে পথ চলতে । চোখে, মুখে ঢুকে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.