দুর্গাপুর, 22 ডিসেম্বর : পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার ক্ষুদ্র-মাঝারি শিল্পকে মজবুত করতে তিন জেলার ব্যবসায়ীদের নিয়ে সিনার্জি সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গাপুরে (Durgapur Synergy Conference 2021) ৷ যে সিনার্জি সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, শ্রীকান্ত মাহাতো, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ-সহ তিন জেলার বণিকসভার প্রতিনিধিরা ৷
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, তৃতীয়বারে সরকার গঠন করার পর বাংলার উন্নয়নে শিল্পই যে প্রধান হাতিয়ার তা মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন ৷ আর সেই লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে (Synergy Conference to Promote MSME) বলে জানিয়েছেন তিনি ৷ তিন জেলার নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলতে মোট নটি সংস্থাকে আর্থিক ঋণ দেওয়া হয়েছে বলে এ দিন জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ তিন জেলায় শিল্পকে বাড়াতে 2020-21 সালে এমএসএমই ক্ষেত্রে 1 হাজার 883 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷
আরও পড়ুন : রাজ্যে 100টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-পার্ক তৈরির সিদ্ধান্ত
রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে ৷ ঠিক উল্টোদিকে বিভিন্নভাবে ছোট-বড় শিল্পগুলোকে বাড়াচ্ছে রাজ্য সরকার ৷ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে ঋণ দিচ্ছে ৷ মহিলাদের বিভিন্ন কাজের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ঋণ দেওয়া হচ্ছে ৷