ETV Bharat / state

এক ফোঁটা রক্ত বলে দেবে স্তন ক্যানসারের সম্ভাবনা, নতুন ডিভাইজ় NIT-র - BREAST CANCER RESEARCH

ক্যানসার গবেষণায় নতুন দিশা দেখালেন বাংলার বিজ্ঞানীরা ৷ একটা যন্ত্রই বলে দেবে স্তন ক্য়ানসারের সম্ভাবনা ৷

এক ফোঁটা রক্ত বলে দেবে স্তন ক্যানসারের সম্ভাবনা, নতুন ডিভাইজ় NIT-র
author img

By

Published : Sep 10, 2019, 9:25 AM IST

Updated : Sep 10, 2019, 12:09 PM IST

দুর্গাপুর, 10 সেপ্টেম্বর : স্তন ক্যানসার ৷ বর্তমানে মহিলাদের কাছে আতঙ্কের অপর নাম এই রোগ । প্রতি বছর প্রায় এক লাখ ষাট হাজার মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হলে তার মধ্যে প্রায় 87 হাজার মহিলা প্রাণ হারান । এতদিন পর্যন্ত শুধুমাত্র ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ করা হত ৷ এই পরীক্ষা ব্যয়বহুল এবং যন্ত্রণাদায়ক । প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলারা আর্থিক কারণে মূলত ম্যামোগ্রাফি করার কথা ভাবেন না ৷ কার্যত বিনা চিকিৎসায় মারা যান অনেকেই । কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বের করেছেন বাংলারই একদল বিজ্ঞানী ৷ দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (NIT) ইলেকট্রিকাল বিভাগ ও বায়ো-টেকনোলজি বিভাগের যৌথ গবেষণায় মহিলাদের স্তন ক্যানসার চিহ্নিত করার জন্য ''বায়ো-সেন্সর স্ট্রিপ বেসড ডিভাইজ়" নিয়ে এসেছেন তাঁরা ।

ছোটো এই যন্ত্রটি বাজারচলতি প্রেগন্যান্সি স্ট্রিপের মতোই দেখতে । গবেষকদের তৈরি ওই বায়ো-সেন্সর স্ট্রিপে এক ফোঁটা রক্ত বিন্দু দিলেই বাড়িতে বসে নিজে নিজেই জানতে পারবেন তিনি স্তন ক্যানসারে আক্রান্ত কি না । স্তন ক্যানসারের সম্ভাবনা কতখানি রয়েছে তাও জানা যাবে এই বিশেষ যন্ত্র থেকেই । গবেষকদের দাবি, পরীক্ষা করতে গিয়ে কোনও মহিলার রক্তে ক্যানসারের বায়ো মার্কার লেভেল প্রতি মিলি লিটারে 15 ন্যানোগ্রামের বেশি থাকলে সেই মহিলার স্তন ক্যানসারের সম্ভাবনা রয়েছে তার জন্য আগাম বার্তা দিতে পারে এই যন্ত্র ।

image
এক ফোঁটা রক্ত বলে দেবে স্তন ক্যানসারের সম্ভাবনা, নতুন ডিভাইজ় NIT-র

দুর্গাপুরের NIT-র বায়ো-টেকনোলজি বিভাগের গবেষক মণিদীপা ঘোষ, গবেষক সাগরিকা দীপ্তি ও ইলেকট্রিকাল ডিপার্টমেন্টের গবেষক চিরঞ্জীব কোলে এই যন্ত্র নিয়ে কাজ করছেন । এই গবেষণার কাজে গবেষকদের যথাসাধ্য সাহায্য করেছে দুই বিভাগের পড়ুয়ারাও । গবেষকের বক্তব্য, এই বিশেষ যন্ত্র বাজারে এলেই কম খরচে যন্ত্রণাহীন পদ্ধতিতে বাড়িতে বসেই বা স্বাস্থ্য শিবিরে মহিলারা এক ফোঁটা রক্ত দিয়েই জানতে পারবেন তাঁর শরীরে স্তন ক্যানসারের সম্ভাবনা রয়েছে কি না । NIT-এর এই গবেষণা আন্তর্জাতিক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছে । তিন গবেষকের দাবি, এই যন্ত্র বাণিজ্যিকভাবে বাজারে আসবে শীঘ্রই এবং আনুমানিক দাম 10 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে ।

দরিদ্র পরিবারের মহিলারা যাতে 100 টাকার মধ্যে এই পরীক্ষা করাতে পারেন তার জন্যও চেষ্টা চালানো হচ্ছে । এই গবেষণা ক্যানসার রোগ নির্ণয়ে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন গবেষকরা ৷

দুর্গাপুর, 10 সেপ্টেম্বর : স্তন ক্যানসার ৷ বর্তমানে মহিলাদের কাছে আতঙ্কের অপর নাম এই রোগ । প্রতি বছর প্রায় এক লাখ ষাট হাজার মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হলে তার মধ্যে প্রায় 87 হাজার মহিলা প্রাণ হারান । এতদিন পর্যন্ত শুধুমাত্র ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ করা হত ৷ এই পরীক্ষা ব্যয়বহুল এবং যন্ত্রণাদায়ক । প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলারা আর্থিক কারণে মূলত ম্যামোগ্রাফি করার কথা ভাবেন না ৷ কার্যত বিনা চিকিৎসায় মারা যান অনেকেই । কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বের করেছেন বাংলারই একদল বিজ্ঞানী ৷ দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (NIT) ইলেকট্রিকাল বিভাগ ও বায়ো-টেকনোলজি বিভাগের যৌথ গবেষণায় মহিলাদের স্তন ক্যানসার চিহ্নিত করার জন্য ''বায়ো-সেন্সর স্ট্রিপ বেসড ডিভাইজ়" নিয়ে এসেছেন তাঁরা ।

ছোটো এই যন্ত্রটি বাজারচলতি প্রেগন্যান্সি স্ট্রিপের মতোই দেখতে । গবেষকদের তৈরি ওই বায়ো-সেন্সর স্ট্রিপে এক ফোঁটা রক্ত বিন্দু দিলেই বাড়িতে বসে নিজে নিজেই জানতে পারবেন তিনি স্তন ক্যানসারে আক্রান্ত কি না । স্তন ক্যানসারের সম্ভাবনা কতখানি রয়েছে তাও জানা যাবে এই বিশেষ যন্ত্র থেকেই । গবেষকদের দাবি, পরীক্ষা করতে গিয়ে কোনও মহিলার রক্তে ক্যানসারের বায়ো মার্কার লেভেল প্রতি মিলি লিটারে 15 ন্যানোগ্রামের বেশি থাকলে সেই মহিলার স্তন ক্যানসারের সম্ভাবনা রয়েছে তার জন্য আগাম বার্তা দিতে পারে এই যন্ত্র ।

image
এক ফোঁটা রক্ত বলে দেবে স্তন ক্যানসারের সম্ভাবনা, নতুন ডিভাইজ় NIT-র

দুর্গাপুরের NIT-র বায়ো-টেকনোলজি বিভাগের গবেষক মণিদীপা ঘোষ, গবেষক সাগরিকা দীপ্তি ও ইলেকট্রিকাল ডিপার্টমেন্টের গবেষক চিরঞ্জীব কোলে এই যন্ত্র নিয়ে কাজ করছেন । এই গবেষণার কাজে গবেষকদের যথাসাধ্য সাহায্য করেছে দুই বিভাগের পড়ুয়ারাও । গবেষকের বক্তব্য, এই বিশেষ যন্ত্র বাজারে এলেই কম খরচে যন্ত্রণাহীন পদ্ধতিতে বাড়িতে বসেই বা স্বাস্থ্য শিবিরে মহিলারা এক ফোঁটা রক্ত দিয়েই জানতে পারবেন তাঁর শরীরে স্তন ক্যানসারের সম্ভাবনা রয়েছে কি না । NIT-এর এই গবেষণা আন্তর্জাতিক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছে । তিন গবেষকের দাবি, এই যন্ত্র বাণিজ্যিকভাবে বাজারে আসবে শীঘ্রই এবং আনুমানিক দাম 10 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে ।

দরিদ্র পরিবারের মহিলারা যাতে 100 টাকার মধ্যে এই পরীক্ষা করাতে পারেন তার জন্যও চেষ্টা চালানো হচ্ছে । এই গবেষণা ক্যানসার রোগ নির্ণয়ে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন গবেষকরা ৷

Intro:বর্তমান পৃথিবীতে মহিলাদের কাছে স্তন ক্যানসার আতঙ্কের আরেক নাম।একটি তথ্য থেকে পরিষ্কার যে কিভাবে এই স্তন ক্যানসার বিশ্বজুড়ে মহিলাদের মৃত্যুমিছিল নিয়ে এসেছে।প্রতি বছর প্রায় এক লক্ষ ষাট হাজার মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হলে তাদের মধ্যে প্রায় ৮৭ হাজার মহিলার মৃত্যুর ঘটনা ঘটছে।এই স্তন ক্যানসারের পরীক্ষা করার এতদিন পর্যন্ত উপায় ম্যামোগ্রাফি।যে পরীক্ষা ব্যায়বহুল এবং যন্ত্রনাদায়ক।স্বাভাবিকভাবেই প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলারা আর্থিক কারনে এবং আতঙ্কিত হয়ে এই ম্যামোগ্রাফি করার কথা ভাবেন না এবং কার্যত বিনা চিকিৎসায় মারা যান।এবার দুর্গাপুরের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজির ইলেকট্রিক্যাল বিভাগ ও বায়ো টেকনোলজি বিভাগের দীর্ঘ প্রায় দশ মাসের যৌথ গবেষনায় মহিলাদের স্তন ক্যানসার চিহ্নিত করার জন্য আবিষ্কৃত হল "" বায়ো সেন্সর স্ট্রিপ বেসড ডিভাইস""।ছোট এই ডিভাইস প্রেগনেন্সি টেস্ট এর জন্য বাজারচলতি স্ট্রিপের মতোই দেখতে। এন আই ট এর গবেষকদের দ্বারা আবিষ্কৃত ওই বায়ো-সেন্সর স্ট্রিপে মহিলার শরীরের এক ফোঁটা রক্তের বিন্দু ফেলে দিলেই বাড়িতে বসে নিজে নিজেই জানতে পারবেন তিনি স্তন ক্যানসারে আক্রান্ত কিনা।এমনকি তার স্তন ক্যান্সারের সম্ভাবনা কতখানি রয়েছে তাও জানা যাবে এই ডিভাইস থেকেই।গবেষকদের দাবী স্তন ক্যানসারের পরীক্ষা করতে গিয়ে কোন মহিলার রক্তে ক্যানসারের বায়ো মার্কার লেভেল প্রতি মিলি লিটারে ১৫ ন্যানোগ্রামের বেশি থাকলে সেই মহিলার স্তন ক্যান্সারের সম্ভাবনা যে রয়েছে তার জন্য আগাম বার্তা দিতে পারে এই ডিভাইস। এই ডিভাইস থেকে সতর্ক বার্তা পাওয়ার পরে মহিলারা অঙ্কোলজিস্টের কাছে চিকিৎসা পরিষেবা নিতে যেতে পারেন।
সোমবার দুর্গাপুরের এনআইটির বায়ো টেকনোলজি ডিপার্টমেন্টের গবেষক মনিদীপা ঘোষ, গবেষক সাগরিকা দিপ্তী ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের গবেষক চিরঞ্জীব কোলে ব্রেস্ট কার্সিনোমা বায়ো‌ মার্কার গবেষণায় যুক্ত তিন গবেষক স্তন ক্যানসার শনাক্তকরণ ডিভাইসের আবিষ্কারক বলে তাদের দাবী। দীর্ঘ এই গবেষণাযর কাজে ত্রয়ী এক্সপার্ট গবেষকদের যথাসাধ্য সাহায্য করেছে দুই বিভাগের পড়ুয়ারাও। গবেষকের দাবি,বিপ্লব আসতে চলেছে এই বায়ো ক্যান্সার ডিভাইস আবিষ্কারের ফলে। এই ডিভাইস বাজারে এলেই সস্তায় এবং ব্যাথা যন্ত্রনাহীনভাবে বাড়িতে বসেই বা স্বাস্থ্য শিবিরে মহিলারা এক ফোঁটা রক্ত দিয়েই জানতে পারবেন তাঁর শরীরে স্তন ক্যান্সারের সম্ভাবনা রয়েছে কিনা। এনআইটি’র গবেষকদের এই দুরন্ত গবেষণাটি আন্তর্জাতিক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছে। এনআইটি’র তিন গবেষকের দাবি এই ডিভাইস বানিজ্যিকভাবে বাজারে আসবে শীঘ্রই এবং আনুমানিক বাজার মুল্য হবে ১০-১২ হাজার টাকার মধ্যে। গবেষকরা আশাবাদী যে যে মহিলারা ব্যায়বহুল ম্যামোগ্রাফি না করাতে পারার কারনে মৃত্যুর আগে অবধি জানতেই পারলেন না যে তাদের শরীরে ক্যানসার বাসা বেঁধেছিল আর তা না জানতে না পারার কারনে তিনি বিনা চিকিৎসাতেই অসহায় মৃত্যু বরন করলেন সেইরকম দীন-দরিদ্র পরিবারের মহিলারা যাতে এবার থেকে একশো টাকার মধ্যে এই পরীক্ষা করাতে পারেন তার জন্যও চেষ্টা চালানো হচ্ছে। এন আই টি গবেষকরা চিকিৎসা ক্ষেত্রে এই নয়া ডিভাইস এনে তাক লাগিয়েছেন বলা যায়।কারন দেশের প্রত্যন্ত অঞ্চলের মহিলারা যারা ম্যামোগ্রাফি র নাম জানেন না এমনকি বহু স্থানে এই পরীক্ষাও হয়না এবার সহজেই সস্তায় সেইসমস্ত শহর,গ্রাম,জনপদে পৌঁছে যাবে এই সেন্সর স্ট্রীপ।যা দেশকে ক্যানসার নিরাময়ের ক্ষেত্রে এক নয়া দিশা দেখাবে।।Body:হConclusion:হ
Last Updated : Sep 10, 2019, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.