ETV Bharat / state

দুর্গাপুরে সম্মানিত করা হল সাফাইকর্মীদের

কোরোনা আতঙ্ক দূরে সরিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের কাঁধে সেই সাফাই কর্মীরা কিন্তু এই দুঃসময়েই নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন । ETV ভারতের অনুপ্রেরণায় দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বোরো কমিটির উদ্যোগে প্রায় 450 জন কর্মীকে মাস্ক, ফুল,মিষ্টির প্যাকেট দিয়ে নাগরিক সম্বর্ধনা দেওয়া হল ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 11, 2020, 3:18 PM IST

দুর্গাপুর ,11 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন । সেই কোরোনা যুদ্ধের আরও এক গুরুত্বপূর্ণ সৈনিক শহরের সাফাইকর্মীরা । ETV ভারতের অনুপ্রেরণায় দুর্গাপুর নগরনিগমের দু'নম্বর বোরো কমিটির উদ্যোগে প্রায় 450 জন কর্মীকে মাস্ক, ফুল, মিষ্টির প্যাকেট দিয়ে নাগরিক সংবর্ধনা দেওয়া হল ।

সামাজিক দূরত্বকে মান্যতা দিয়েই দুর্গাপুরের বেনাচিতি বাজারের মূল রাস্তায় এই সাফাইকর্মীদের সম্মানিত করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগরনিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল , মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়, দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারসহ এলাকার কাউন্সিলররা ।

কোরোনা আতঙ্ক দূরে সরিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের কাঁধে সেই সাফাইকর্মীরা কিন্তু এই দুঃসময়েও নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন । তাঁরা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করছেন । নিজেদের জীবনকে বিপন্ন করেও আবর্জনা পরিষ্কারের কাজে একটুকুও থামেননি তাঁরা । ETV ভারতের অনুপ্রেরণায় দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার তাঁদের সংবর্ধনার এই উদ্যোগ নেন । আজ অনেকের মাঝে এমন সম্মান পেয়ে খুশি এই সাফাইকর্মীরা।

দুর্গাপুর ,11 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন । সেই কোরোনা যুদ্ধের আরও এক গুরুত্বপূর্ণ সৈনিক শহরের সাফাইকর্মীরা । ETV ভারতের অনুপ্রেরণায় দুর্গাপুর নগরনিগমের দু'নম্বর বোরো কমিটির উদ্যোগে প্রায় 450 জন কর্মীকে মাস্ক, ফুল, মিষ্টির প্যাকেট দিয়ে নাগরিক সংবর্ধনা দেওয়া হল ।

সামাজিক দূরত্বকে মান্যতা দিয়েই দুর্গাপুরের বেনাচিতি বাজারের মূল রাস্তায় এই সাফাইকর্মীদের সম্মানিত করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগরনিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল , মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়, দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারসহ এলাকার কাউন্সিলররা ।

কোরোনা আতঙ্ক দূরে সরিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যাদের কাঁধে সেই সাফাইকর্মীরা কিন্তু এই দুঃসময়েও নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছেন । তাঁরা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করছেন । নিজেদের জীবনকে বিপন্ন করেও আবর্জনা পরিষ্কারের কাজে একটুকুও থামেননি তাঁরা । ETV ভারতের অনুপ্রেরণায় দু'নম্বর বোরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার তাঁদের সংবর্ধনার এই উদ্যোগ নেন । আজ অনেকের মাঝে এমন সম্মান পেয়ে খুশি এই সাফাইকর্মীরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.