দুর্গাপুর, 17 মার্চ : দুর্গাপুরের বেশ কিছু এলাকা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় । এবার দীর্ঘদিনের সেই সমস্যা দুর্গাপুর পৌরসভা ও KMDA -এর যৌথ প্রচেষ্টায় মিটতে চলেছে । প্রায় 28 কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে নতুন নিকাশি পরিকাঠামো । অল্প বৃষ্টিতে বানভাসি হয়ে যাওয়া এলাকাগুলো আজ পরিদর্শন করেন KMDA ,DSP ও দুর্গাপুর পৌরসভার ইঞ্জিনিয়র এবং আধিকারিকরা ।
অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় শহরের বেশ কিছু এলাকা । যার জেরে সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের । দুর্গাপুর পৌরসভার কাছে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সমস্যার সমাধানের জন্য আবেদন করছিল । কিন্তু তার জন্য পর্যাপ্ত অর্থ ছিল না পৌরসভা কর্তৃপক্ষের কাছে । 2018 সালে KMDA-র কাছে একটি DPR পাঠায় দুর্গাপুর পৌরসভা । তাতে মোট চারটি এলাকার উল্লেখ ছিল । শোভাপুর-বিজড়া, ট্রাঙ্করোড-গুরুদুয়ারা, গোপালমাঠ ও কনিষ্ক রোড । এই এলাকাগুলিতেই বৃষ্টির জল নিষ্কাশনের কোনও ব্যবস্থা ছিল না । আজ এই এলাকাগুলি দুর্গাপুর পৌরসভা কর্তৃপক্ষ ও KMDA-র ইঞ্জিনিয়ররা সমস্ত এলাকা পরিদর্শন করেন । তারা জানায়, এবার থেকে শোভাপুর-বিজড়া এলাকার জল নিষ্কাশিত হয়ে সরাসরি কুনুর নদীতে মিশবে । আর ট্রাঙ্করোড-গুরুদুয়ারা, গোপালমাঠ ও কনিষ্ক রোডের জল নিষ্কাশিত হয়ে পড়বে তামলা নালাতে ।
দুর্গাপুর পৌরসভার পূর্ত দপ্তরের মেয়র পারিষদের সদস্য প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "আমরা প্রথম যখন ক্ষমতায় আসি সেই সময় মানুষের কাছে বিশেষ করে এই চারটি এলাকার বাসিন্দাদের কাছে এই জল জমার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলাম । কিন্তু আমাদের পৌরসভার কাছে এত বড় প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ ছিল না । তাই আমরা KMDA-র কাছে আবেদন জানিয়েছিলাম 2018 সালে । আগামীকাল প্রায় 28 কোটি টাকার এই কাজের দরপত্র খোলা হবে । মে-জুন মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে । এই কাজ হলে বহু মানুষের সমস্যার সমাধান হবে ।"