দুর্গাপুর, 7 অক্টোবর: সিকিমে বেড়াতে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের বাসিন্দা রাহুলদেব মাজি-সহ মোট ন'জন ৷ একমাত্র ছেলের চিন্তায় রাতের ঘুম উড়েছে পরিবারের । ছেলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে অনুরোধ উদ্বিগ্ন বাবা-মার ৷
জানা গিয়েছে, পেশায় চিকিৎসক রাহুলদেব মাজি ৷ 35 বছরের এই যুবক ফলতার ইএসআই হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসাবে কর্মরত ৷ দুর্গাপুজোর সময় ছুটি মিলবে না ৷ তাই এখনই আট বন্ধুকে নিয়ে তিনি সিকিম বেড়াতে গিয়েছিলেন । দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টরস কলোনির প্রীতিলতা ওয়াদ্দেদার সরণির বাসিন্দা রাহুল ৷ তিনি দুর্গাপুর থেকে ছয় ও কলকাতার দুই বন্ধুকে নিয়ে বর্ধমানেরই এক ট্রাভেল এজেন্সি মারফত সিকিমে বেড়াতে যান ৷ গত 30 সেপ্টেম্বর কলকাতা থেকে সিকিমের উদ্দেশে রওনা দেন তাঁরা ৷ 3 অক্টোবর রাত ন'টা নাগাদ শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা হয় রাহুলের । এরপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না তাঁর সঙ্গে ।
শুধু তাই নয়, রাহুলের সঙ্গে থাকা দুর্গাপুরের আরও 6 জন এবং কলকাতার দু'জনের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি পরিবার ৷ রাহুলের বাবা বিদ্যুৎকুমার মাজি বলেন, "প্রথম দু'দিন যেসব জায়গার আমার ছেলে এবং তাঁর বন্ধুরা ঘুরে বেড়িয়েছে সেইসব নিয়ে ওঁর মা এবং আমাকে সমস্ত কিছু জানিয়েছে ফোনে । দু'তারিখ রাতে সে বলল এখানে বৃষ্টি হচ্ছে । আমরা হোটেলে আছি । কাল সকালে ঘুরতে বেরোব । তারপর থেকে আর আমাদের সঙ্গে কোনও কথা হয়নি । তাঁর বন্ধুদের ফোন নাম্বার দিয়ে গিয়েছিল সে ৷ এমনকী আমার কাছে থাকা সেই নাম্বারগুলিতে ফোন করে সব বন্ধ পাচ্ছি । ছেলে ও বাকিদের নিয়ে খুব উদ্বেগে আছি আমরা ৷ আমি সেনাবাহিনীর আধিকারিকদের কাছে অনুরোধ করছি, একবার যদি ছেলের সঙ্গে আমাদের কথা বলিয়ে দেওয়া হয় তাহলে আমরা স্বস্তি পায় ।"
আরও পড়ুন: সিকিমের বন্যায় উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার, আমরা ভিখারি নই: মমতা
উল্লেখ্য, বিপর্যয়ে বিধস্ত সিকিম ৷ ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে সেখানে আটকে গিয়েছে বহু পর্যটক ৷ এখনও পর্যন্ত নিখোঁজ অনেকে । তাদের খোঁজে উদ্ধারকার্য চালাচ্ছে সেনাবাহিনী । সেখানে আটকে পড়েছে দুর্গাপুরের বেশ কয়েকজন বাসিন্দা ৷ উদ্বেগে দিন কাটাচ্ছে ওই পরিবারগুলি ।