ETV Bharat / state

অভিযান হতেই বেআইনি মজুত ২০০টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য দফতরকে তুলে দিল কারখানা কর্তৃপক্ষ

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যার দিকে আচমকা অভিযান চালায় জেলা প্রশাসন । ওই বেসরকারি কারখানায় দরকারের থেকেও দু’শোর বেশি অক্সিজেন মজুত ছিল বলে অভিযোগ ।

কারখানায় হানা, বেআইনিভাবে মজুত করা ২০০ টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য দফতরকে দিল কারখানা কতৃপক্ষ
কারখানায় হানা, বেআইনিভাবে মজুত করা ২০০ টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য দফতরকে দিল কারখানা কতৃপক্ষ
author img

By

Published : May 11, 2021, 2:42 PM IST

দুর্গাপুর, ১১ মে: হাসপাতালের বেডের অভাব, অক্সিজেনের অভাবে খাবি খাচ্ছেন করোনা আক্রান্তরা । সঙ্গে পাল্লা দিয়ে চলছে অক্সিজেন নিয়ে চূড়ান্ত কালোবাজারি । এই অবস্থায় একটি বেসরকারি কারখানায় অভিযান চালিয়ে 200টি অক্সিজেন সিলিন্ডার আদায় করল জালা প্রশাসন ৷

বেশ কিছুদিন ধরেই দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় অক্সিজেনের কালোবাজারি চলার খবর মিলছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যার দিকে আচমকা অভিযান চালায় জেলা প্রশাসন । ওই বেসরকারি কারখানায় দরকারের থেকেও দু’শোর বেশি অক্সিজেন মজুত ছিল বলে অভিযোগ ।

মঙ্গলবার সকালে আচমকা ওই বেসরকারি কারখানায় হানা দেয় জেলাশাসক এবং প্রশাসন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেলাশাসককে এবং প্রশাসনকে কালোবাজারি করলে তাঁদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । এরপর থেকে অক্সিজেনের কালোবাজারি রুখতে আরও তৎপর হয় জেলা প্রশাসন । মঙ্গলবার সকালে আচমকা ওই বেসরকারি কারখানায় পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল, দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজি, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মণ্ডল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ওই কারখানায় । ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে জেলাশাসক কথা বলেন । অক্সিজেন নিয়ে কালোবাজারি করার জন্য কারখানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় ।

এরপরই ওই কারখানা কর্তৃপক্ষ জেলাশাসককে জানান, তাদের কাছে থাকা 200টি অক্সিজেন সিলিন্ডার তারা স্বেচ্ছায় দিতে চান পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে । জেলাশাসক বিভু গোয়েল জানিয়েছেন, "ওই কারখানা কর্তৃপক্ষ কারখানায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারগুলিকে চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে কনভার্ট করে হাসপাতালগুলিকে দেবে । যার ফলে কিছুটা হলেও অক্সিজেন ও সিলিন্ডারের ঘাটতি পূরণ হবে বলে মনে করা হচ্ছে ।" অন্যান্য আরও বেশ কয়েকটি কারখানাও সিলিন্ডার দেওয়ার কথা বলেছেন বলেও জানান জেলাশাসক ।

আরও পড়ুন : সন্ত্রাস কবলিত এলাকা ঘুরে দেখার অনুরোধ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জিতেন্দ্র তিওয়ারির

দুর্গাপুর, ১১ মে: হাসপাতালের বেডের অভাব, অক্সিজেনের অভাবে খাবি খাচ্ছেন করোনা আক্রান্তরা । সঙ্গে পাল্লা দিয়ে চলছে অক্সিজেন নিয়ে চূড়ান্ত কালোবাজারি । এই অবস্থায় একটি বেসরকারি কারখানায় অভিযান চালিয়ে 200টি অক্সিজেন সিলিন্ডার আদায় করল জালা প্রশাসন ৷

বেশ কিছুদিন ধরেই দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি কারখানায় অক্সিজেনের কালোবাজারি চলার খবর মিলছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যার দিকে আচমকা অভিযান চালায় জেলা প্রশাসন । ওই বেসরকারি কারখানায় দরকারের থেকেও দু’শোর বেশি অক্সিজেন মজুত ছিল বলে অভিযোগ ।

মঙ্গলবার সকালে আচমকা ওই বেসরকারি কারখানায় হানা দেয় জেলাশাসক এবং প্রশাসন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেলাশাসককে এবং প্রশাসনকে কালোবাজারি করলে তাঁদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন । এরপর থেকে অক্সিজেনের কালোবাজারি রুখতে আরও তৎপর হয় জেলা প্রশাসন । মঙ্গলবার সকালে আচমকা ওই বেসরকারি কারখানায় পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল, দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজি, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মণ্ডল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় ওই কারখানায় । ওই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে জেলাশাসক কথা বলেন । অক্সিজেন নিয়ে কালোবাজারি করার জন্য কারখানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় ।

এরপরই ওই কারখানা কর্তৃপক্ষ জেলাশাসককে জানান, তাদের কাছে থাকা 200টি অক্সিজেন সিলিন্ডার তারা স্বেচ্ছায় দিতে চান পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে । জেলাশাসক বিভু গোয়েল জানিয়েছেন, "ওই কারখানা কর্তৃপক্ষ কারখানায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারগুলিকে চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে কনভার্ট করে হাসপাতালগুলিকে দেবে । যার ফলে কিছুটা হলেও অক্সিজেন ও সিলিন্ডারের ঘাটতি পূরণ হবে বলে মনে করা হচ্ছে ।" অন্যান্য আরও বেশ কয়েকটি কারখানাও সিলিন্ডার দেওয়ার কথা বলেছেন বলেও জানান জেলাশাসক ।

আরও পড়ুন : সন্ত্রাস কবলিত এলাকা ঘুরে দেখার অনুরোধ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জিতেন্দ্র তিওয়ারির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.