ETV Bharat / state

দুর্গাপুরে কোয়ারানটিন সেন্টার পরিদর্শনে জেলাশাসক - দুর্গাপুরের জেলাশাসক

কোয়ারানটিন সেন্টার পরিদর্শনে যান দুর্গাপুরের জেলাশাসক । সেখানে সকলের অভিযোগ পেয়ে তিনি আশ্বাস দেন, আমরা আপনাদেরই লোক ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 5, 2020, 3:53 PM IST

দুর্গাপুর, 5 জুন : দুর্গাপুরের দামোদর নদীর তীরে পশ্চিমবঙ্গ ছাত্র ও যুব আবাস কেন্দ্রের কোয়ারানটিন সেন্টার পরিদর্শনে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি । সেন্টারের ব্যবস্থাপনা দেখে খুশি তিনি । যদিও তাঁকে দেখে বিভিন্ন অভাব-অভিযোগ নিয়ে সরব হন সেখানকার মানুষজন । জেলাশাসক তখন বলেন, "আমরা আপনাদেরই লোক ।" যদি এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রশাসনিক আধিকারিকরা ।

ট্রেন পরিষেবা চালু হওয়ায় ও বিশেষ ট্রেন শুরু করায় পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে শুরু করেছেন । সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাঁদের 14 দিনের জন্য কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে । দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দামোদর তীরবর্তী পশ্চিমবঙ্গ ছাত্র ও যুব আবাস কেন্দ্রের কোয়ারানটিন সেন্টারে এই মুহূর্তে মোট 86 জনকে রাখা হয়েছে । যাঁদের মধ্যে 74 জন পরিযায়ী শ্রমিক । এই কেন্দ্রের বেশ কয়েকজন সংবাদমাধ্যমের সামনে অপরিচ্ছন্ন শৌচালয়, খাবারের নিম্নমান নিয়ে সরব হয়েছিলেন ।

গতকাল পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি এলাকা পরিদর্শনে যান । তাঁর সামনেও একই অভিযোগ জানান শ্রমিকরা । তারপরই তাঁদের আশ্বাস দিয়ে জেলাশাসক বলেন, আমরা আপনাদেরই লোক । এবিষয়ে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে বলেন," DCP পূর্ব, অভিষেক গুপ্তাসহ সরকারি আধিকারিকরা এই কোয়ারানটিন সেন্টার পরিদর্শনে আসেন । তাঁরা কথা বলেন সকলের সঙ্গে । যদিও জেলাশাসকের সামনে কোয়ারানটিন কেন্দ্রে থাকা কেউই তেমন অভিযোগ জানাননি ।"

পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, "আমি এই কোয়ারানটিন কেন্দ্র ঘুরে দেখলাম । এখানে সব সময় পুলিশ ও প্রশাসনের লোকেরা রয়েছেন । আমার জানা নেই ,তা'ও হতে পারে দু'একবার হয়তো জলের সমস্যা হয়েছে । কিন্তু এই মানুষরা আমাদের পরিবারের । আমরা আপনাদেরই লোক এই বার্তা দিতে এসেছিলাম ।"

দুর্গাপুর, 5 জুন : দুর্গাপুরের দামোদর নদীর তীরে পশ্চিমবঙ্গ ছাত্র ও যুব আবাস কেন্দ্রের কোয়ারানটিন সেন্টার পরিদর্শনে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি । সেন্টারের ব্যবস্থাপনা দেখে খুশি তিনি । যদিও তাঁকে দেখে বিভিন্ন অভাব-অভিযোগ নিয়ে সরব হন সেখানকার মানুষজন । জেলাশাসক তখন বলেন, "আমরা আপনাদেরই লোক ।" যদি এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রশাসনিক আধিকারিকরা ।

ট্রেন পরিষেবা চালু হওয়ায় ও বিশেষ ট্রেন শুরু করায় পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে শুরু করেছেন । সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাঁদের 14 দিনের জন্য কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে । দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দামোদর তীরবর্তী পশ্চিমবঙ্গ ছাত্র ও যুব আবাস কেন্দ্রের কোয়ারানটিন সেন্টারে এই মুহূর্তে মোট 86 জনকে রাখা হয়েছে । যাঁদের মধ্যে 74 জন পরিযায়ী শ্রমিক । এই কেন্দ্রের বেশ কয়েকজন সংবাদমাধ্যমের সামনে অপরিচ্ছন্ন শৌচালয়, খাবারের নিম্নমান নিয়ে সরব হয়েছিলেন ।

গতকাল পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি এলাকা পরিদর্শনে যান । তাঁর সামনেও একই অভিযোগ জানান শ্রমিকরা । তারপরই তাঁদের আশ্বাস দিয়ে জেলাশাসক বলেন, আমরা আপনাদেরই লোক । এবিষয়ে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে বলেন," DCP পূর্ব, অভিষেক গুপ্তাসহ সরকারি আধিকারিকরা এই কোয়ারানটিন সেন্টার পরিদর্শনে আসেন । তাঁরা কথা বলেন সকলের সঙ্গে । যদিও জেলাশাসকের সামনে কোয়ারানটিন কেন্দ্রে থাকা কেউই তেমন অভিযোগ জানাননি ।"

পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, "আমি এই কোয়ারানটিন কেন্দ্র ঘুরে দেখলাম । এখানে সব সময় পুলিশ ও প্রশাসনের লোকেরা রয়েছেন । আমার জানা নেই ,তা'ও হতে পারে দু'একবার হয়তো জলের সমস্যা হয়েছে । কিন্তু এই মানুষরা আমাদের পরিবারের । আমরা আপনাদেরই লোক এই বার্তা দিতে এসেছিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.