ETV Bharat / state

Oxygen Cylinder Blast : অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণ, মৃত 1 - অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণ

দুর্গাপুরে অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণে বুধবার বিকেলে মৃত্যু হল এক শ্রমিকের ৷ গ্যাস ভরার সময় আচমকাই অক্সিজেন সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে(Oxygen Cylinder Blast) ।

Oxygen Cylinder Blast at durgapur
অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণ
author img

By

Published : Jun 22, 2022, 9:39 PM IST

দুর্গাপুর, 22 জুন : অক্সিজেন গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের জেরে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য(died 1 worker due to Explosion at Oxygen Cylinder Refilling Factory)৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা প্রধান গেট সংলগ্ন একটি বেসরকারি গ্যাস রিফিলিং প্ল্যান্টে । মৃতের নাম গোরা গোপ (53)৷

গ্যাস ভরার সময় আচমকাই অক্সিজেন সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় কর্মরত শ্রমিকের দেহ । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার শেডের একাংশ উড়ে যায় । খবর পেয়ে বাকি শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় ।

অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণ

ঘটনাস্থলে আসে মৃতের পরিবার । মৃতদেহ ফেলে রেখে ঠিকাদারকে ঘিরে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইএনটিটিইউসির শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা । শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা । ন্যূনতম নিরাপত্তা ও সুরক্ষা বিধি মানে না ওরা ৷ শ্রমিকদের ন্যূনতম বেতনও দেওয়া হয় না ৷ পিএফ ও ইএসআইয়ের সুযোগও পান না ৷ যদিও অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার । এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আরও পড়ুন : Illegal Sand Smuggling : বেআইনি বালি উত্তোলন অণ্ডালে, বিক্ষোভ গ্রামের মানুষদের

দুর্গাপুর, 22 জুন : অক্সিজেন গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের জেরে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য(died 1 worker due to Explosion at Oxygen Cylinder Refilling Factory)৷ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানা প্রধান গেট সংলগ্ন একটি বেসরকারি গ্যাস রিফিলিং প্ল্যান্টে । মৃতের নাম গোরা গোপ (53)৷

গ্যাস ভরার সময় আচমকাই অক্সিজেন সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় কর্মরত শ্রমিকের দেহ । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার শেডের একাংশ উড়ে যায় । খবর পেয়ে বাকি শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় ।

অক্সিজেন সিলিন্ডার রিফিলিং কারখানায় বিস্ফোরণ

ঘটনাস্থলে আসে মৃতের পরিবার । মৃতদেহ ফেলে রেখে ঠিকাদারকে ঘিরে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইএনটিটিইউসির শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় ও দীপঙ্কর লাহা । শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা । ন্যূনতম নিরাপত্তা ও সুরক্ষা বিধি মানে না ওরা ৷ শ্রমিকদের ন্যূনতম বেতনও দেওয়া হয় না ৷ পিএফ ও ইএসআইয়ের সুযোগও পান না ৷ যদিও অভিযোগ অস্বীকার করেন ঠিকাদার । এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষেরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আরও পড়ুন : Illegal Sand Smuggling : বেআইনি বালি উত্তোলন অণ্ডালে, বিক্ষোভ গ্রামের মানুষদের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.