ETV Bharat / state

Mahalaya Special : মহালয়ায় আগমনী দুর্গা পুজোতেই বিদায়ের সুর ধেনুয়ায় - durga puja special

দামোদর নদের ধারে প্রকৃতির মাঝে কালিকৃষ্ণ আশ্রম । সত্তরের দশক থেকে এখানে আগমনী দুর্গার পুজো হয়ে আসছে ৷

Mahalaya Special
মহালয়ায় আগমনী দুর্গা পুজোতেই বিদায়ের সুর ধেনুয়ায়
author img

By

Published : Oct 6, 2021, 11:00 PM IST

আসানসোল, 6 অক্টোবর : পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা । বাঙালির পুজো শুরু হয়ে যায় এই মহালয়া থেকেই । মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্র পাঠেই যেন বাঙালির দুর্গাপুজোর সূচনা হয়ে যায় । অথচ এই বাংলাতেই এমন দুর্গাপুজো আছে যেখানে আগমনেই বাজে বিদায়ের সুর । মহালয়াতেই দুর্গাপুজো শেষ হয়ে যায় পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনুয়া গ্রামে কালিকৃষ্ণ আশ্রমে ।

দামোদর নদের ধারে প্রকৃতির মাঝে কালিকৃষ্ণ আশ্রম । সত্তরের দশক থেকে এখানে আগমনী দুর্গার পুজো হয়ে আসছে ৷ মন্দিরের পুরোহিত আশিস কুমার ঠাকুর জানিয়েছেন, “দেবীর কুমারী রুপের এখানে পুজো করা হয় । তাই দেবী প্রতিমার সঙ্গে নেই কার্তিক, গনেশ বা লক্ষ্মী, সরস্বতী । আছে শুধু দুই সখী জয়া ও বিজয়া । নেই মহিষাষুরও । তাই দেবীর মুখেও প্রশান্তির ছাপ । এই পুজোর বৈশিষ্ট হল একই দিনে সপ্তমীর নবপত্রিকা স্নান করিয়ে নিয়ে আসা থেকে শুরু করে সপ্তমী, অষ্ঠমী, নবমী, দশমীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে।” সারাদিন পুজোর শেষে বাজে দশমীর বিদায়ের সুর ।

মহালয়ায় আগমনী দুর্গা পুজোতেই বিদায়ের সুর ধেনুয়ায়

আরও পড়ুন : Durga Puja Special : ইন্দো-বাংলা সীমান্তে জমিদারবাড়িতে একইসঙ্গে পুজো হয় সোনা ও মাটির দুর্গার

পুজোর অন্যতম উদ্যোক্তা কৃষ্ণচন্দ্র ধীবর জানিয়েছেন, সত্তরের দশক থেকেই এই পুজোর সূচনা হয়েছিল । এই আগমনী দুর্গা পুজোর চল বাংলাদেশ বা অসমে আছে বলে শোনা যায় । তবে বাংলায় এমন পুজোর কথা শোনা যায়নি । এই পুজোয় শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, আসেন দূর-দূরান্তের দর্শনার্থীরাও । তবে পুজোর শেষে সবারই মন খারাপ হয়ে যায় । বার্ণপুর থেকে আগত এক দর্শনার্থী মহুয়া রায় চৌধুরীর কথায় “প্রতিবছরই আসি এখানে । খুব ভাল লাগে মহালয়ায় এই মহামায়ার পুজো । তবে আক্ষেপ একটাই, অন্য সব জায়গায় যখন পুজো শুরু হয়, এখানে পুজো শেষ হয়ে যায় ।”

আসানসোল, 6 অক্টোবর : পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা । বাঙালির পুজো শুরু হয়ে যায় এই মহালয়া থেকেই । মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্র পাঠেই যেন বাঙালির দুর্গাপুজোর সূচনা হয়ে যায় । অথচ এই বাংলাতেই এমন দুর্গাপুজো আছে যেখানে আগমনেই বাজে বিদায়ের সুর । মহালয়াতেই দুর্গাপুজো শেষ হয়ে যায় পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনুয়া গ্রামে কালিকৃষ্ণ আশ্রমে ।

দামোদর নদের ধারে প্রকৃতির মাঝে কালিকৃষ্ণ আশ্রম । সত্তরের দশক থেকে এখানে আগমনী দুর্গার পুজো হয়ে আসছে ৷ মন্দিরের পুরোহিত আশিস কুমার ঠাকুর জানিয়েছেন, “দেবীর কুমারী রুপের এখানে পুজো করা হয় । তাই দেবী প্রতিমার সঙ্গে নেই কার্তিক, গনেশ বা লক্ষ্মী, সরস্বতী । আছে শুধু দুই সখী জয়া ও বিজয়া । নেই মহিষাষুরও । তাই দেবীর মুখেও প্রশান্তির ছাপ । এই পুজোর বৈশিষ্ট হল একই দিনে সপ্তমীর নবপত্রিকা স্নান করিয়ে নিয়ে আসা থেকে শুরু করে সপ্তমী, অষ্ঠমী, নবমী, দশমীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে।” সারাদিন পুজোর শেষে বাজে দশমীর বিদায়ের সুর ।

মহালয়ায় আগমনী দুর্গা পুজোতেই বিদায়ের সুর ধেনুয়ায়

আরও পড়ুন : Durga Puja Special : ইন্দো-বাংলা সীমান্তে জমিদারবাড়িতে একইসঙ্গে পুজো হয় সোনা ও মাটির দুর্গার

পুজোর অন্যতম উদ্যোক্তা কৃষ্ণচন্দ্র ধীবর জানিয়েছেন, সত্তরের দশক থেকেই এই পুজোর সূচনা হয়েছিল । এই আগমনী দুর্গা পুজোর চল বাংলাদেশ বা অসমে আছে বলে শোনা যায় । তবে বাংলায় এমন পুজোর কথা শোনা যায়নি । এই পুজোয় শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, আসেন দূর-দূরান্তের দর্শনার্থীরাও । তবে পুজোর শেষে সবারই মন খারাপ হয়ে যায় । বার্ণপুর থেকে আগত এক দর্শনার্থী মহুয়া রায় চৌধুরীর কথায় “প্রতিবছরই আসি এখানে । খুব ভাল লাগে মহালয়ায় এই মহামায়ার পুজো । তবে আক্ষেপ একটাই, অন্য সব জায়গায় যখন পুজো শুরু হয়, এখানে পুজো শেষ হয়ে যায় ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.