আসানসোল, 7 জুন : গত কয়েকদিন ধরেই পানীয় জল নিয়ে আসানসোল পৌর নিগম উত্তাল। বিজেপি কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি কখনও আসানসোল পৌরনিগমের মূল প্রশাসনিক ভবনে আবার কখনও কুলটি বরো অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বারেবারে। মঙ্গলবার এ নিয়ে প্রতিক্রিয়া জানালেন আসানসোলের ডেপুটি মেয়র (Deputy mayor of asansol corporation says on asansol drinking water problem) ৷
জিতেন্দ্র তিওয়ারি সম্প্রতি কুলটির 17 নম্বর ওয়ার্ডে আদিবাসী পাড়ায় গিয়ে দাবি করেছেন সেখানকার মানুষজন পুকুরের জল পান করে বেঁচে রয়েছেন। সেখানে পাইপ লাইনে পানীয় জল আসছে না। জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছিলেন যে তার আমলে তৈরি হওয়া কুলটি জল প্রকল্পের কাজ 95 শতাংশ শেষ করে দিয়েছিলেন তিনি। নদী থেকে ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে পরিশুদ্ধ জল রিজার্ভার পর্যন্ত তিনি এনে দিয়েছিলেন। সেই রিজার্ভার থেকে বাড়ি-বাড়ি জল দেওয়ার কাজটুকু করতে পারছে না বর্তমান পৌরবোর্ড।
জিতেন্দ্র তিওয়ারির সেই কটাক্ষ নিয়ে এবার মুখ খুললেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। অভিজিৎ ঘটকের স্পষ্ট দাবি, "জিতেন্দ্র তিওয়ারির আমলে তৈরি হওয়া কুলটির প্রকল্পে টেকনিক্যালি অনেক ভুল রয়েছে। আমরা বহু অভিযোগ পাচ্ছি। যার কারণে অনেক জায়গায় পাইপ বিছানো হলেও সেই পাইপে জল আসছে না। সেই ভুলগুলোকে ঠিক করে কত তাড়াতাড়ি জল আনা যায় সেই চেষ্টাই করছে বর্তমান পৌরবোর্ড।
আরও পড়ুন : পানীয় জলের প্রবল সঙ্কট, এলাকায় গিয়ে জিতেন্দ্র'র মুখে তৃণমূল নেতাদের নাম !
2019 সালে দুর্গাপুরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলটির এই জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন। আড়াইশো কোটি টাকা দিয়ে এই জল প্রকল্প তৈরি করা হয়েছিল কেন্দ্র এবং রাজ্যের যৌথ অর্থব্যায়ে ৷ কুলটির বিভিন্ন অঞ্চলের মানুষদের কাছ থেকে 3 হাজার টাকা করে পরিবার পিছু নেওয়া হয়েছিল পৌরনিগমের পক্ষ থেকে বাড়ি-বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখনও জলের সংযোগ পর্যন্ত পৌঁছায়নি।
তিন বছর পেরিয়ে গেলেও পৌরনিগমের টনক নড়েনি। জিতেন্দ্র তিওয়ারি দাবি করেছেন তাঁর আমলে জল প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। রিজার্ভার থেকে মানুষের বাড়ি-বাড়ি জল পৌঁছে দেওয়ার সামান্য কাজ বর্তমান পৌরবোর্ড করতে পারছে না। এই দাবির উলটো দাবি করেছেন অভিজিৎ ঘটক। তাঁর দাবি জিতেন্দ্র তিওয়ারির আমলে কুলটির জল প্রকল্পের কাজে নাকি ভুল হয়েছে। প্রশ্ন উঠছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের উদ্বোধন করলেন সেই প্রকল্পের কাজ ভুল কী করে হয়। তবে কি তড়িঘড়ি সেই প্রকল্পের উদ্বোধন করে দেওয়া হয়েছিল? এমনটাই উঠছে প্রশ্ন ৷