ETV Bharat / state

Dengue Situation in Durgapur: দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ছড়াচ্ছে ডেঙ্গি, সরব বিজেপি - Dengue cases increasing in Durgapur

Several Infected in Dengue: দিনে দিনে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডে ৷ ঘটনায় সরব হয়েছে বিজেপি ৷ পালটা সবাইকে একসঙ্গে পরিস্থিতির মোকাবিলার আহ্বান জানিয়েছে শাসকদল তৃণমূল ৷

Dengue
ডেঙ্গি
author img

By

Published : Jul 25, 2023, 7:21 PM IST

দুর্গাপুরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরব বিজেপি

দুর্গাপুর, 25 জুলাই: দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । আর তাই নিয়ে সমালোচনায় সরব বিজেপি । যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্যা রাখি তিওয়ারির আবেদন, সবাইকে একযোগে রাজনীতি ভুলে ডেঙ্গির মোকাবিলায় নামতে হবে ।

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কটাক্ষ করে বলেছেন, "একবছর আগেই দুর্গাপুর পৌরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । তাই ডেঙ্গি নিয়ে কোনও হেলদোল নেই । তৃণমূলের সবাই কাটমানি আর তোলাবাজিতে ব্যস্ত ৷ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজেই তাঁর ভাইপোকে বাঁচাতে ব্যস্ত । এরা ডেঙ্গি আটকাতে ব্যর্থ আবার বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে ।" যদিও রাখি তিওয়ারি অনুরোধ করেছেন, রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে এই সময় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে । কারণ ডেঙ্গি মোকাবিলা করতে হলে সাধারণ মানুষকে পাশে থাকতে হবে । তা না হলে ডেঙ্গির এই ভয়াবহ সংক্রমণ আটকানো অসম্ভব বলে তিনি জানান । দুর্গাপুরে এত সংখ্যক ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি বলে সূত্রের দাবি । ওয়ার্ডে ওয়ার্ডে সমীক্ষা ও মানুষকে সচেতন করা হচ্ছে ।

জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে প্রথমে দু'জন ডেঙ্গিতে আক্রান্ত হন । এরপর পলাশডিহার আদিবাসী পাড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হতে থাকে বহু মানুষ । মঙ্গলবার পর্যন্ত শুধুমাত্র পলাশডিহাতে যাদের রক্তের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে প্রায় 40 জন ডেঙ্গিতে আক্রান্ত । আরও অনেকেই এই ওয়ার্ডে জ্বরে ভুগছেন বলে জানা গিয়েছে । তেমন অনেকের রক্তের নমুনা পরীক্ষা করা হলেও রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি ।

যদিও এই পলাশডিহাতেই দুর্গাপুর নগর নিগমের তরফে পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গির রক্তপরীক্ষার জন্য আ্যলাইজা যন্ত্র বসানো হয়েছে । এই ওয়ার্ডেই শুধু নয়, বেনাচিতি এবং দুর্গাপুর স্টিল টাউনশিপের দুটি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হওয়ার কথাও জানালেন প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি । সূত্রের খবর, দুর্গাপুর নগর নিগম এলাকায় এর আগে এত সংখ্যক ডেঙ্গিতে আক্রান্তের ঘটনা কখনও ঘটেনি । দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডে যেভাবে ডেঙ্গি দ্রুত ছড়াচ্ছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নগর নিগম কর্তৃপক্ষের । এই ওয়ার্ডের নর্দমা-সহ বিভিন্ন জলাশয় পরিষ্কার করার জন্য আজ দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে 35 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে । যুদ্ধকালীন তৎপরতায় এই ওয়ার্ডে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গির মোকাবিলায় কাজ করছেন ।

আরও পড়ুন: সিটি সেন্টার লাগোয়া একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত 50, আতঙ্ক দুর্গাপুরে

দুর্গাপুরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরব বিজেপি

দুর্গাপুর, 25 জুলাই: দুর্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । আর তাই নিয়ে সমালোচনায় সরব বিজেপি । যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্যা রাখি তিওয়ারির আবেদন, সবাইকে একযোগে রাজনীতি ভুলে ডেঙ্গির মোকাবিলায় নামতে হবে ।

বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কটাক্ষ করে বলেছেন, "একবছর আগেই দুর্গাপুর পৌরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । তাই ডেঙ্গি নিয়ে কোনও হেলদোল নেই । তৃণমূলের সবাই কাটমানি আর তোলাবাজিতে ব্যস্ত ৷ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজেই তাঁর ভাইপোকে বাঁচাতে ব্যস্ত । এরা ডেঙ্গি আটকাতে ব্যর্থ আবার বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছে ।" যদিও রাখি তিওয়ারি অনুরোধ করেছেন, রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে এই সময় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে । কারণ ডেঙ্গি মোকাবিলা করতে হলে সাধারণ মানুষকে পাশে থাকতে হবে । তা না হলে ডেঙ্গির এই ভয়াবহ সংক্রমণ আটকানো অসম্ভব বলে তিনি জানান । দুর্গাপুরে এত সংখ্যক ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি বলে সূত্রের দাবি । ওয়ার্ডে ওয়ার্ডে সমীক্ষা ও মানুষকে সচেতন করা হচ্ছে ।

জানা গিয়েছে, দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে প্রথমে দু'জন ডেঙ্গিতে আক্রান্ত হন । এরপর পলাশডিহার আদিবাসী পাড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হতে থাকে বহু মানুষ । মঙ্গলবার পর্যন্ত শুধুমাত্র পলাশডিহাতে যাদের রক্তের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে প্রায় 40 জন ডেঙ্গিতে আক্রান্ত । আরও অনেকেই এই ওয়ার্ডে জ্বরে ভুগছেন বলে জানা গিয়েছে । তেমন অনেকের রক্তের নমুনা পরীক্ষা করা হলেও রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি ।

যদিও এই পলাশডিহাতেই দুর্গাপুর নগর নিগমের তরফে পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গির রক্তপরীক্ষার জন্য আ্যলাইজা যন্ত্র বসানো হয়েছে । এই ওয়ার্ডেই শুধু নয়, বেনাচিতি এবং দুর্গাপুর স্টিল টাউনশিপের দুটি ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত হওয়ার কথাও জানালেন প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি । সূত্রের খবর, দুর্গাপুর নগর নিগম এলাকায় এর আগে এত সংখ্যক ডেঙ্গিতে আক্রান্তের ঘটনা কখনও ঘটেনি । দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডে যেভাবে ডেঙ্গি দ্রুত ছড়াচ্ছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নগর নিগম কর্তৃপক্ষের । এই ওয়ার্ডের নর্দমা-সহ বিভিন্ন জলাশয় পরিষ্কার করার জন্য আজ দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে 35 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে । যুদ্ধকালীন তৎপরতায় এই ওয়ার্ডে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গির মোকাবিলায় কাজ করছেন ।

আরও পড়ুন: সিটি সেন্টার লাগোয়া একই ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত 50, আতঙ্ক দুর্গাপুরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.