ETV Bharat / state

Govt Junior High School: শিক্ষকের অভাবে স্কুলে তালা পশ্চিম বর্ধমানের জুনিয়র উচ্চ বিদ্যালয়ে

ঝাঁ চকচকে স্কুল এখন শিক্ষকের অভাবে (Dearth of teacher) গোয়াল ঘরে পরিণত হয়েছে । এলাকার বিশেষভাবে সক্ষমদেরও যেতে হচ্ছে দূরের স্কুলে । কাঁকসায় স্কুল তৈরি হয়েও তা চালু হয়নি । নষ্ট হচ্ছে সরকারি অর্থব্যায়ে তৈরি স্কুল ।

author img

By

Published : Nov 22, 2022, 8:07 PM IST

Govt Junior High school
Govt Junior High school

কাঁকসা, 22 নভেম্বর: শিক্ষকের অভাবে (Dearth of teacher) ধুঁকছে রাজ্যের বহু বিদ্যালয় । জেলার বিভিন্ন প্রান্তে সরকারি জুনিয়র উচ্চ বিদ্যালয়গুলি (Govt Junior High school) শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে । পশ্চিম বর্ধমানেও ধরা পড়ল সেই ছবি ৷

কাঁকসার জাটগড়িয়া এলাকায় ঘটা করে 2013-14 বর্ষে সর্বশিক্ষা মিশন জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সূচনা করে ৷ কিন্তু কিছুদিন পরেই স্কুলে তালা পড়ে যায় । কারণ একটাই শিক্ষকের সংকট । আজ সেই তালায় মরচে পড়েছে । শ্মশানের স্তব্ধতা স্কুল চত্বরে । এলাকার ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে করা স্কুল আক্ষরিক অর্থে গোয়াল ঘর ৷ এমনই অভিযোগ স্থানীয়দের ।

এলাকার পড়ুয়াদের অনেক বাধা পেড়িয়ে এখন যেতে হয় দূরের স্কুলে । বিশেষ করে ছাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হয় । এলাকাবাসীরা চাইছেন, নতুনভাবে সেজে উঠুক আবার জুনিয়র উচ্চ বিদ্যালয়টি । বিরোধীদের অভিযোগ, রাজ্যের প্রতিটি প্রান্তেই একই চিত্র ৷

শিক্ষকের অভাবে স্কুলে তালা

স্থানীয় বাসিন্দা শেখ লালন বলেন, "আমাদের গ্রামে এমন স্কুল থাকা সত্ত্বেও এখানকার আদিবাসী ও বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদেরও দূরের স্কুলে যেতে হচ্ছে । আমরা চাইছি স্কুলে শিক্ষক আসুক । স্কুল চালু হোক ।" দীপক ধারা নামে আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমার দুই মেয়েকে দূরে স্কুলে ভর্তি করতে হয়েছে । এখন এই স্কুলে গরু বাঁধা হয় । কিছুদিন অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই স্কুলে শিক্ষকতা করেন । কিন্তু তাদের মাইনে কম ছিল । আমরা চাইছি স্কুল চালু হোক ।"

আরও পড়ুন: স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি স্কুল, স্বল্প বেতনে পাঠ দিচ্ছেন গ্রামেরই যুবক-যুবতি

শুধু কাঁকসা নয়, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে এখন শিক্ষক সংকটে বন্ধের মুখে একাধিক জুনিয়র উচ্চ বিদ্যালয় । স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যদিও এই বিষয় নিয়ে কেউ কিছুই বলতে নারাজ । তবে নতুন করে কী আবার খুলবে স্কুল, ফের কী পড়ুয়াদের নিয়ে শুরু হবে পঠন-পাঠন, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী ।

কাঁকসা, 22 নভেম্বর: শিক্ষকের অভাবে (Dearth of teacher) ধুঁকছে রাজ্যের বহু বিদ্যালয় । জেলার বিভিন্ন প্রান্তে সরকারি জুনিয়র উচ্চ বিদ্যালয়গুলি (Govt Junior High school) শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে । পশ্চিম বর্ধমানেও ধরা পড়ল সেই ছবি ৷

কাঁকসার জাটগড়িয়া এলাকায় ঘটা করে 2013-14 বর্ষে সর্বশিক্ষা মিশন জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সূচনা করে ৷ কিন্তু কিছুদিন পরেই স্কুলে তালা পড়ে যায় । কারণ একটাই শিক্ষকের সংকট । আজ সেই তালায় মরচে পড়েছে । শ্মশানের স্তব্ধতা স্কুল চত্বরে । এলাকার ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে করা স্কুল আক্ষরিক অর্থে গোয়াল ঘর ৷ এমনই অভিযোগ স্থানীয়দের ।

এলাকার পড়ুয়াদের অনেক বাধা পেড়িয়ে এখন যেতে হয় দূরের স্কুলে । বিশেষ করে ছাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হয় । এলাকাবাসীরা চাইছেন, নতুনভাবে সেজে উঠুক আবার জুনিয়র উচ্চ বিদ্যালয়টি । বিরোধীদের অভিযোগ, রাজ্যের প্রতিটি প্রান্তেই একই চিত্র ৷

শিক্ষকের অভাবে স্কুলে তালা

স্থানীয় বাসিন্দা শেখ লালন বলেন, "আমাদের গ্রামে এমন স্কুল থাকা সত্ত্বেও এখানকার আদিবাসী ও বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদেরও দূরের স্কুলে যেতে হচ্ছে । আমরা চাইছি স্কুলে শিক্ষক আসুক । স্কুল চালু হোক ।" দীপক ধারা নামে আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমার দুই মেয়েকে দূরে স্কুলে ভর্তি করতে হয়েছে । এখন এই স্কুলে গরু বাঁধা হয় । কিছুদিন অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই স্কুলে শিক্ষকতা করেন । কিন্তু তাদের মাইনে কম ছিল । আমরা চাইছি স্কুল চালু হোক ।"

আরও পড়ুন: স্থায়ী শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি স্কুল, স্বল্প বেতনে পাঠ দিচ্ছেন গ্রামেরই যুবক-যুবতি

শুধু কাঁকসা নয়, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে এখন শিক্ষক সংকটে বন্ধের মুখে একাধিক জুনিয়র উচ্চ বিদ্যালয় । স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যদিও এই বিষয় নিয়ে কেউ কিছুই বলতে নারাজ । তবে নতুন করে কী আবার খুলবে স্কুল, ফের কী পড়ুয়াদের নিয়ে শুরু হবে পঠন-পাঠন, সেদিকেই তাকিয়ে এলাকাবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.