ETV Bharat / state

ঝোপের মধ্যে উদ্ধার নিখোঁজ মহিলার মৃতদেহ - dead body of a missing woman rescued

আজ সকালে হিজলা পিঠ ছাইগাদা অঞ্চলের একটি ঝোপের কাছ থেকে পচা দুর্গন্ধ বেরোতে শুরু করে । গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাসিন্দারা দেখে, একটি মৃতদেহ পড়ে আছে ৷ খবর পেয়ে সেখানে আসেন মৃত গৌরী কেওয়াটের (57) ছেলে । তিনিই দেহটি শনাক্ত করেন ।

dead body of a missing woman rescued by Kulti Police
ঝোপের মধ্যে উদ্ধার নিখোঁজ মহিলার মৃতদেহ
author img

By

Published : Aug 9, 2020, 4:07 AM IST

কুলটি, 8 অগাস্ট : তিন দিন নিখোঁজ থাকার পর এলাকারই একটি ঝোপ থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ । কুলটি থানার হিজলা পিঠ এলাকাযর ঘটনা । মৃতার নাম গৌরী কেওয়াট (57) । পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই মহিলাকে । তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, কুলটির হিজলা পিঠ এলাকার বাসিন্দা গৌরী কেওয়াট ছাগলের ব্যবসা করতেন । প্রতিদিন বিকেলে ছাগল চরাতে বেরোতেন । হিজলা পিঠের ছাইগাদা এলাকায় ছাগল চরাতে যেতেন । তিনদিন আগে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয়ে যান গৌরীদেবী । পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন গৌরীদেবী-সহ দুটি ছাগল নিখোঁজ । বাকি ছাগলগুলি তাঁরা বাড়ি নিয়ে আসেন, এবং গোটা এলাকায় তল্লাশি শুরু করেন । কিন্তু গৌরীদেবীর খোঁজ পাওয়া যায়নি ।

আজ সকালে হিজলা পিঠ ছাইগাদা অঞ্চলের একটি ঝোপের কাছ থেকে পচা দুর্গন্ধ বেরোতে শুরু করে । গন্ধের উৎস খুঁজতে গিয়ে এলাকার লোকজন দেখে, একটি মৃতদেহ পড়ে আছে ৷ খবর পেয়ে সেখানে আসেন গৌরীদেবীর ছেলে । তিনি মায়ের মৃতদেহ শনাক্ত করেন । কুলটি থানার পুলিশ ঘটনাস্থানে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।

গৌরীদেবীর ছেলে বিরেন্দ্রর কেওয়াটের অভিযোগ, "আমার মাকে খুন করা হয়েছে । দিন কয়েক আগে ছাগল কেনাবেচা নিয়ে একজনের সঙ্গে মায়ের অশান্তি হয়েছিল । অনুমান করছি, তারাই খুন করেছে আমার মাকে । কারণ মায়ের সঙ্গে দুটি ছাগলের খোঁজ পাওয়া যাচ্ছিল না ।"

অন্যদিকে এলাকায় আসেন স্থানীয় তৃণমূল নেতা বাবন মুখোপাধ্যায় । তিনি বলেন "এটা খুনের ঘটনা । না হলে ঝোপের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার হবে কেন ? পুলিশকে বলেছি সঠিক তদন্ত করে দেখতে ।" কুলটি থানার পুলিশ জানিয়েছে মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ।

কুলটি, 8 অগাস্ট : তিন দিন নিখোঁজ থাকার পর এলাকারই একটি ঝোপ থেকে উদ্ধার হল মহিলার মৃতদেহ । কুলটি থানার হিজলা পিঠ এলাকাযর ঘটনা । মৃতার নাম গৌরী কেওয়াট (57) । পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই মহিলাকে । তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, কুলটির হিজলা পিঠ এলাকার বাসিন্দা গৌরী কেওয়াট ছাগলের ব্যবসা করতেন । প্রতিদিন বিকেলে ছাগল চরাতে বেরোতেন । হিজলা পিঠের ছাইগাদা এলাকায় ছাগল চরাতে যেতেন । তিনদিন আগে ছাগল চরাতে গিয়ে নিখোঁজ হয়ে যান গৌরীদেবী । পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন গৌরীদেবী-সহ দুটি ছাগল নিখোঁজ । বাকি ছাগলগুলি তাঁরা বাড়ি নিয়ে আসেন, এবং গোটা এলাকায় তল্লাশি শুরু করেন । কিন্তু গৌরীদেবীর খোঁজ পাওয়া যায়নি ।

আজ সকালে হিজলা পিঠ ছাইগাদা অঞ্চলের একটি ঝোপের কাছ থেকে পচা দুর্গন্ধ বেরোতে শুরু করে । গন্ধের উৎস খুঁজতে গিয়ে এলাকার লোকজন দেখে, একটি মৃতদেহ পড়ে আছে ৷ খবর পেয়ে সেখানে আসেন গৌরীদেবীর ছেলে । তিনি মায়ের মৃতদেহ শনাক্ত করেন । কুলটি থানার পুলিশ ঘটনাস্থানে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ।

গৌরীদেবীর ছেলে বিরেন্দ্রর কেওয়াটের অভিযোগ, "আমার মাকে খুন করা হয়েছে । দিন কয়েক আগে ছাগল কেনাবেচা নিয়ে একজনের সঙ্গে মায়ের অশান্তি হয়েছিল । অনুমান করছি, তারাই খুন করেছে আমার মাকে । কারণ মায়ের সঙ্গে দুটি ছাগলের খোঁজ পাওয়া যাচ্ছিল না ।"

অন্যদিকে এলাকায় আসেন স্থানীয় তৃণমূল নেতা বাবন মুখোপাধ্যায় । তিনি বলেন "এটা খুনের ঘটনা । না হলে ঝোপের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার হবে কেন ? পুলিশকে বলেছি সঠিক তদন্ত করে দেখতে ।" কুলটি থানার পুলিশ জানিয়েছে মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.