ETV Bharat / state

Dacoity in Asansol : আসানসোলে অনলাইন বিপণন সংস্থার অফিসে ডাকাতি

আন্দাজ রাত পৌনে নটা ৷ একটি অনলাইন বিপণন সংস্থার কর্মীরা কাজ করছিলেন ৷ হঠাৎ চড়াও হয় দুষ্কৃতীরা ৷ তছনছ করে দিয়ে যায় পুরো অফিস ৷ টাকা চেয়ে মারধর করে কর্মীদের (Dacoity in a office of online e-commerce company) ৷ ঘটনাটি আসানসোলের (Dacoity in Asansol) ৷

author img

By

Published : Dec 11, 2021, 7:20 AM IST

Updated : Dec 11, 2021, 10:32 AM IST

Loot in online e-commerce company
তছনছ হয়ে গিয়েছে অনলাইন বিপণন সংস্থার অফিস

আসানসোল, 11 ডিসেম্বর : অনলাইন বিপণন সংস্থার দফতরে দুঃসাহসিক ডাকাতি । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কন্যাপুর এলাকায় ৷ ওই অনলাইন বিপণন সংস্থাটির কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাটে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Dacoity in Asansol of Paschim Bardhaman) । ঘটনার তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ ।

শুক্রবার রাতে আনুমানিক পৌনে 9টা নাগাদ অনলাইন সংস্থার অফিসে কাজ সারছিলেন কয়েকজন কর্মী । সেই সময় মুখ কাপড়ে ঢেকে তিনজন দুষ্কৃতী ঢুকে পড়ে ওই অনলাইন বিপণন সংস্থার কার্যালয়ে । তাদের দু'জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, আরেকজনের হাতে ভোজালি ৷ টাকা বের করে দিতে বললে প্রথমে কর্মীরা অস্বীকার করে । তারপর বন্দুকের বাঁট দিয়ে কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । এতে বাধ্য হয়ে কর্মীরা টাকার ড্রয়ার খুলে দেয় । 2 লাখেরও বেশি টাকা নেয় তারা । কিন্তু দুষ্কৃতীদের একজন দাবি করে আরও বেশি টাকা রয়েছে ৷ কারণ, তাদের কাছে খবর আছে ওই সংস্থায় রোজ 20-22 লাখ টাকার লেনদেন হয় । কর্মীদের মারধর করে চাপ দিলেও কর্মীরা জানায় এর চেয়ে বেশি টাকা তাদের কাছে নেই ।

আসানসোলে কন্যাপুর এলাকায় অনলাইন বিপণন সংস্থার অফিসে ডাকাতি

আরও পড়ুন : Anandapur Loot : আনন্দপুরে আবাসনে লুটের ঘটনায় 2 বছর পর গ্রেফতার অভিযুক্ত

বিপণন সংস্থার কর্মী অনুপ দাস জানান, দুষ্কৃতীরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল । দু'জনের হাতে আগ্নেয়াস্ত্র ও একজনের হাতে ভোজালি ছিল । গোটা অফিস তছনছ করে দেয় তারা ৷ এমনকি সিসিটিভির হার্ড ডিস্ক নিয়েও পালিয়ে যায় ।

খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল অভিষেক মোদি-সহ গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা । অভিষেক মোদি বলেন, "ইতিমধ্যে বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে । খুব দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে ।" অন্যদিকে এই ঘটনার পরে ঝাড়খণ্ড-সহ অন্য জেলার সীমানাতে নাকা চেকিং শুরু করা হয়েছে । পুলিশের অনুমান, দুষ্কৃতীরা অন্য রাজ্য থেকে এসেছিল ।

আসানসোল, 11 ডিসেম্বর : অনলাইন বিপণন সংস্থার দফতরে দুঃসাহসিক ডাকাতি । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কন্যাপুর এলাকায় ৷ ওই অনলাইন বিপণন সংস্থাটির কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাটে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Dacoity in Asansol of Paschim Bardhaman) । ঘটনার তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ ।

শুক্রবার রাতে আনুমানিক পৌনে 9টা নাগাদ অনলাইন সংস্থার অফিসে কাজ সারছিলেন কয়েকজন কর্মী । সেই সময় মুখ কাপড়ে ঢেকে তিনজন দুষ্কৃতী ঢুকে পড়ে ওই অনলাইন বিপণন সংস্থার কার্যালয়ে । তাদের দু'জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, আরেকজনের হাতে ভোজালি ৷ টাকা বের করে দিতে বললে প্রথমে কর্মীরা অস্বীকার করে । তারপর বন্দুকের বাঁট দিয়ে কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । এতে বাধ্য হয়ে কর্মীরা টাকার ড্রয়ার খুলে দেয় । 2 লাখেরও বেশি টাকা নেয় তারা । কিন্তু দুষ্কৃতীদের একজন দাবি করে আরও বেশি টাকা রয়েছে ৷ কারণ, তাদের কাছে খবর আছে ওই সংস্থায় রোজ 20-22 লাখ টাকার লেনদেন হয় । কর্মীদের মারধর করে চাপ দিলেও কর্মীরা জানায় এর চেয়ে বেশি টাকা তাদের কাছে নেই ।

আসানসোলে কন্যাপুর এলাকায় অনলাইন বিপণন সংস্থার অফিসে ডাকাতি

আরও পড়ুন : Anandapur Loot : আনন্দপুরে আবাসনে লুটের ঘটনায় 2 বছর পর গ্রেফতার অভিযুক্ত

বিপণন সংস্থার কর্মী অনুপ দাস জানান, দুষ্কৃতীরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল । দু'জনের হাতে আগ্নেয়াস্ত্র ও একজনের হাতে ভোজালি ছিল । গোটা অফিস তছনছ করে দেয় তারা ৷ এমনকি সিসিটিভির হার্ড ডিস্ক নিয়েও পালিয়ে যায় ।

খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল অভিষেক মোদি-সহ গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা । অভিষেক মোদি বলেন, "ইতিমধ্যে বেশ কিছু সূত্র পাওয়া গিয়েছে । খুব দ্রুত দুষ্কৃতীরা ধরা পড়বে ।" অন্যদিকে এই ঘটনার পরে ঝাড়খণ্ড-সহ অন্য জেলার সীমানাতে নাকা চেকিং শুরু করা হয়েছে । পুলিশের অনুমান, দুষ্কৃতীরা অন্য রাজ্য থেকে এসেছিল ।

Last Updated : Dec 11, 2021, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.