ETV Bharat / state

Crematorium Problem : বৃষ্টি মাথায় নিয়েই সারতে হচ্ছে দাহকার্য, চিতার আগুন বাঁচাতে ভরসা পলিথিন - কাঁকসা

বৃষ্টি মাথায় নিয়েই সারতে হচ্ছে দাহকার্য ৷ চিতার আগুন বাঁচাতে ভরসা পলিথিন ৷ এই ছবি পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরের ৷ স্থায়ী শ্মশান না থাকায় চরম অব্যবস্থার মধ্যেই দেহ সৎকার করতে হচ্ছে শবযাত্রীদের ৷ অভিযোগ, শ্মশান তৈরির জন্য টাকা চলে এলেও স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দড়ি টানাটানিতে থমকে রয়েছে কাজ ৷

Crematorium Problem at Kanksa of West Bardhaman
Crematorium Problem : বৃষ্টি মাথায় নিয়েই সারতে হচ্ছে দাহকার্য, চিতার আগুন বাঁচাতে ভরসা পলিথিন
author img

By

Published : Aug 6, 2021, 8:01 PM IST

দুর্গাপুর, 6 অগস্ট : পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে অজয় নদের তীরে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ মৃতদেহ নিয়ে আসেন দাহ করার জন্য ৷ এই এলাকায় কোনও স্থায়ী শ্মশান নেই ৷ ফলে বৃষ্টি, বাদলার দিনে চরম নাকাল হতে হয় শবযাত্রীদের ৷ তাঁদের সমস্যা মেটাতে বৈতরণী শ্মশান তৈরির সিদ্ধান্ত নেয় পিডাব্লিউডি ৷ সেই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়ে গেলেও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মধ্যে দড়ি টানাটানির জেরে আজও শুরু হল না শ্মশান তৈরির কাজ ৷ যার খেসারত দিতে হচ্ছে আমআদমিকে ৷

আরও পড়ুন : শহরে বাড়ছে চুল্লি সংখ্যা, শ্মশানেই দেওয়া হবে ডেথ সার্টিফিকেট

পঞ্চায়েত সমিতির অভিযোগ, পঞ্চায়েত গার্ডওয়াল তৈরি না করায় তারা তাদের কাজ শুরু করতে পারছেন না ৷ অন্যদিকে পঞ্চায়েত সদস্যর দাবি, তিনি নাকি ঠিক মতো বিষয়টি জানেনই না ৷ এই অবস্থায় আতান্তরে পড়েছেন শব দাহ করতে আসা মানুষজন ৷ বৃষ্টির সময় তাঁদের ভরসা ছাতা আর পলিথিন ! চিতার চারপাশে দাঁড়িয়ে, মাথার উপর দিয়ে পলিথিনের আড়াল করে চিতার আগুন বাঁচাতে হচ্ছে তাঁদের ৷ মৃতদেহ সৎকারে এসে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ছেন শবযাত্রীরা ৷

আরও পড়ুন : বর্ধমানের নির্মলঝিল শ্মশানে খারাপ গ্যাস চুল্লি, ভোগান্তি মৃতের পরিবারের

গোটা ঘটনা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ভুক্তভোগীরা ৷ তথ্য বলছে, শ্মশানের জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এমনকী, সেই টাকা খরচের জন্য হাতেও পেয়ে গিয়েছে কর্তৃপক্ষ ৷ তবে কেন কাজ হচ্ছে না ? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই টাকা নির্ঘাত আত্মসাৎ করে বসে আছেন ক্ষমতায় থাকা মানুষজন ৷ আর সেই কারণেই শ্মাশান নিয়ে কারও মুখে রা নেই ৷ যদিও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্য়ায়ের দাবি, স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তাঁদের ৷ তাঁরা দ্রুত শ্মশানের কাজ শুরু করার চেষ্টা করছেন ৷

দুর্গাপুর, 6 অগস্ট : পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুরে অজয় নদের তীরে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ মৃতদেহ নিয়ে আসেন দাহ করার জন্য ৷ এই এলাকায় কোনও স্থায়ী শ্মশান নেই ৷ ফলে বৃষ্টি, বাদলার দিনে চরম নাকাল হতে হয় শবযাত্রীদের ৷ তাঁদের সমস্যা মেটাতে বৈতরণী শ্মশান তৈরির সিদ্ধান্ত নেয় পিডাব্লিউডি ৷ সেই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ হয়ে গেলেও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মধ্যে দড়ি টানাটানির জেরে আজও শুরু হল না শ্মশান তৈরির কাজ ৷ যার খেসারত দিতে হচ্ছে আমআদমিকে ৷

আরও পড়ুন : শহরে বাড়ছে চুল্লি সংখ্যা, শ্মশানেই দেওয়া হবে ডেথ সার্টিফিকেট

পঞ্চায়েত সমিতির অভিযোগ, পঞ্চায়েত গার্ডওয়াল তৈরি না করায় তারা তাদের কাজ শুরু করতে পারছেন না ৷ অন্যদিকে পঞ্চায়েত সদস্যর দাবি, তিনি নাকি ঠিক মতো বিষয়টি জানেনই না ৷ এই অবস্থায় আতান্তরে পড়েছেন শব দাহ করতে আসা মানুষজন ৷ বৃষ্টির সময় তাঁদের ভরসা ছাতা আর পলিথিন ! চিতার চারপাশে দাঁড়িয়ে, মাথার উপর দিয়ে পলিথিনের আড়াল করে চিতার আগুন বাঁচাতে হচ্ছে তাঁদের ৷ মৃতদেহ সৎকারে এসে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ছেন শবযাত্রীরা ৷

আরও পড়ুন : বর্ধমানের নির্মলঝিল শ্মশানে খারাপ গ্যাস চুল্লি, ভোগান্তি মৃতের পরিবারের

গোটা ঘটনা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন ভুক্তভোগীরা ৷ তথ্য বলছে, শ্মশানের জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এমনকী, সেই টাকা খরচের জন্য হাতেও পেয়ে গিয়েছে কর্তৃপক্ষ ৷ তবে কেন কাজ হচ্ছে না ? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই টাকা নির্ঘাত আত্মসাৎ করে বসে আছেন ক্ষমতায় থাকা মানুষজন ৷ আর সেই কারণেই শ্মাশান নিয়ে কারও মুখে রা নেই ৷ যদিও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রবোধ মুখোপাধ্য়ায়ের দাবি, স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তাঁদের ৷ তাঁরা দ্রুত শ্মশানের কাজ শুরু করার চেষ্টা করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.