ETV Bharat / state

Salim Slams TMC: বিহার-উত্তরপ্রদেশের মাফিয়া রাজ বাংলায় আমদানি করেছে তৃণমূল, তোপ সেলিমের - দুর্গাপুরে সিপিআইএমের রাজ্য সম্পাদক

"আগের বিহার, উত্তরপ্রদেশের রাজত্ব পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে ৷ তৃণমূল বিভিন্ন এলাকায় মুক্তাঞ্চল তৈরি করেছে, যেখানে ভোট লুট করেছে ৷ গুন্ডা, মস্তান ও মাফিয়াদের দিয়ে রাজত্ব চালাচ্ছে ।" দুর্গাপুরের একটি সভায় যোগদিতে যাওয়ার আগে এভাবেই রাজ্যসরকার ও পদ্ম শিবিরকে একযোগে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক (CPIM State Secretary md Salim in Durgapur) ৷

Salim Slams TMC
মহম্মদ সেলিম
author img

By

Published : Mar 27, 2023, 12:32 PM IST

দুর্গাপুরে পৌঁছেই আক্রমণাত্মক সেলিম

দুর্গাপুর, 27 মার্চ: পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করতে একাধিক জায়গায় সভা করছে সিপিএম ৷ একইভাবে সোমবারও আসানসোলে একটি সভার আয়োজন করা হয়েছে ৷ সেই সভায় যোগ দিতে আসেন দলের রাজ্য সম্পাদক সম্পাদক মহ: সেলিম ৷ এদিন সকালেই তিনি দুর্গাপুরে পৌঁছন ৷ স্টেশনের পাশে দলীয় কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিম ।

এদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তোলেন সেলিম (md salim slams tmc and bjp) ৷ তিনি বলেন, "আগের বিহার, উত্তরপ্রদেশের রাজত্ব পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে ৷ তৃণমূল বিভিন্ন এলাকায় মুক্তাঞ্চল তৈরি করেছে । সেখানে ভোট লুট করেছে ৷ গুন্ডা, মস্তান ও মাফিয়াদের দিয়ে রাজত্ব চালাচ্ছে । মানুষের প্রশ্ন করার অধিকার নেই । প্রশ্ন করলেই কোথাও পিটিয়ে মারা হচ্ছে । কোথাও আবার খুন করা হচ্ছে । আর তৃণমূলের নেতাদের সঙ্গে যোগসাজশ আছে পুলিশের । এভাবেই বিহার উত্তরপ্রদেশের মত রাজত্ব নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গে ।"

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বীরভূমের বকটুই কাণ্ড থেকে দিনহাটার ছাত্র খুন প্রসঙ্গেও রাজ্য প্রশাসনের দিকে আঙুল তোলেন মহম্মদ সেলিম ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, শহীদ পরিবারগুলিকে কেনার চেষ্টা চালাচ্ছে বিজেপি ও তৃণমূল । আর তা নিয়েই এদের যখন লড়াই বাঁধে তখন চেক বিলি থেকে রাষ্ট্রপতি ভবন ঘোরানো এবং সিবিআই তদন্তের দাবি এইসব কাণ্ড করে ৷ বাস্তবে সমস্ত কিছুই ধামাচাপা পড়ে যায় । এদিন কামদুনির ঘটনার কথা উল্লেখ করেন বলেন, "আমরা দেখেছি ওই কয়ালদের কে নিয়ে আবার বিজেপি মাঠে নেমেছিল । আসলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে এ ও বি টিম । এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট ।"

আরও পড়ুন: Salim slams Biman: সাগরদিঘি ইস্যুতে স্পিকার বিমানকে কটাক্ষ সেলিমের

পাশাপাশি বগটুই হত্যাকাণ্ড নিয়েও সরব হন তিনি ৷ বগটুই হত্যাকাণ্ড নিয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রথম আদালতে এফ আই আর করেছিলেন ৷ তার ভিত্তিতেই সিবিআই তদন্ত শুরু হয়। একইসঙ্গে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো "তোলাবাজি" চালাচ্ছে বলেও অভিযোগ করেন মহম্মদ সেলিম । শুভেন্দু অধিকারী, মুকুল রায় রা এই রাজ্যে দুষ্কৃতীরাজ শুরু করেছেন বলেও অভিযোগ এই সিপিআইএম নেতার । পাশাপাশি রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হতে দেখা গেল সেলিমকে ।

দুর্গাপুরে পৌঁছেই আক্রমণাত্মক সেলিম

দুর্গাপুর, 27 মার্চ: পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করতে একাধিক জায়গায় সভা করছে সিপিএম ৷ একইভাবে সোমবারও আসানসোলে একটি সভার আয়োজন করা হয়েছে ৷ সেই সভায় যোগ দিতে আসেন দলের রাজ্য সম্পাদক সম্পাদক মহ: সেলিম ৷ এদিন সকালেই তিনি দুর্গাপুরে পৌঁছন ৷ স্টেশনের পাশে দলীয় কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিম ।

এদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তোলেন সেলিম (md salim slams tmc and bjp) ৷ তিনি বলেন, "আগের বিহার, উত্তরপ্রদেশের রাজত্ব পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে ৷ তৃণমূল বিভিন্ন এলাকায় মুক্তাঞ্চল তৈরি করেছে । সেখানে ভোট লুট করেছে ৷ গুন্ডা, মস্তান ও মাফিয়াদের দিয়ে রাজত্ব চালাচ্ছে । মানুষের প্রশ্ন করার অধিকার নেই । প্রশ্ন করলেই কোথাও পিটিয়ে মারা হচ্ছে । কোথাও আবার খুন করা হচ্ছে । আর তৃণমূলের নেতাদের সঙ্গে যোগসাজশ আছে পুলিশের । এভাবেই বিহার উত্তরপ্রদেশের মত রাজত্ব নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গে ।"

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বীরভূমের বকটুই কাণ্ড থেকে দিনহাটার ছাত্র খুন প্রসঙ্গেও রাজ্য প্রশাসনের দিকে আঙুল তোলেন মহম্মদ সেলিম ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, শহীদ পরিবারগুলিকে কেনার চেষ্টা চালাচ্ছে বিজেপি ও তৃণমূল । আর তা নিয়েই এদের যখন লড়াই বাঁধে তখন চেক বিলি থেকে রাষ্ট্রপতি ভবন ঘোরানো এবং সিবিআই তদন্তের দাবি এইসব কাণ্ড করে ৷ বাস্তবে সমস্ত কিছুই ধামাচাপা পড়ে যায় । এদিন কামদুনির ঘটনার কথা উল্লেখ করেন বলেন, "আমরা দেখেছি ওই কয়ালদের কে নিয়ে আবার বিজেপি মাঠে নেমেছিল । আসলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে এ ও বি টিম । এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট ।"

আরও পড়ুন: Salim slams Biman: সাগরদিঘি ইস্যুতে স্পিকার বিমানকে কটাক্ষ সেলিমের

পাশাপাশি বগটুই হত্যাকাণ্ড নিয়েও সরব হন তিনি ৷ বগটুই হত্যাকাণ্ড নিয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রথম আদালতে এফ আই আর করেছিলেন ৷ তার ভিত্তিতেই সিবিআই তদন্ত শুরু হয়। একইসঙ্গে রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো "তোলাবাজি" চালাচ্ছে বলেও অভিযোগ করেন মহম্মদ সেলিম । শুভেন্দু অধিকারী, মুকুল রায় রা এই রাজ্যে দুষ্কৃতীরাজ শুরু করেছেন বলেও অভিযোগ এই সিপিআইএম নেতার । পাশাপাশি রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হতে দেখা গেল সেলিমকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.