ETV Bharat / state

Complaint against police : শাসকদলের হয়ে হুমকি দিচ্ছে পুলিশ ! জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জামুড়িয়ায় সিপিএম নেতার - জাতীয় মহিলা কমিশন

এই বিষয়ে জামুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছেন সিপিএম নেতার স্ত্রী মমতা দত্ত ৷ অভিযোগ জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনেও (National commission for women) ৷

Complaint against police
জামুড়িয়ায় সিপিএম নেতার অভিযোগে চাঞ্চল্য
author img

By

Published : Jan 10, 2022, 1:30 PM IST

জামুড়িয়া, 10 জানুয়ারি : এক তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বেছে বেছে সিপিএম নেতাদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ ! জামুড়িয়া থানার এক পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন স্থানীয় সিপিএম নেতা ৷ তাঁর অভিযোগ, ভোটের আগে শাসকদলের ক্যাডারের কাজ করছে পুলিশ ৷ এক তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে গিয়েছেন জামুড়িয়া থানার এএসআই শিবশঙ্কর দাস ৷

সংবাদমাধ্যমকে ওই সিপিএম নেতা মনোজ দত্ত জানিয়েছেন, 8 জানুয়ারি বেলা একটার সময় এক সিভিক ভলান্টিয়ার, এক তৃণমূল নেতাকে সঙ্গে তাঁর বাড়িতে যান জামুড়িয়া থানার এএসআই শিবশঙ্কর দাস ৷ তখন বাড়িতে ছিলেন না ওই সিপিএম নেতা ৷ তাঁর অভিযোগ, "আমাকে বাড়িতে না পেয়ে স্ত্রীকে হুমকি দেন এএসআই শিবশঙ্কর দাস ৷ বলেন, এখন ভোটের সময় ৷ সাবধানে থাকবেন ৷ আপনার স্বামীকেও সাবধানে থাকতে বলবেন ৷" তিনি আরও বলেন, "ভোটের আগে তৃণমূলের লোকজন এই কাজ করে। এখন পুলিশ সেটা সরাসরি করছে ।"

এই বিষয়ে জামুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছেন সিপিএম নেতার স্ত্রী মমতা দত্ত ৷ অভিযোগ জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনেও ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, জেলাশাসক, রাজ্য নির্বাচন কমিশন এমনকী সংখ্যালঘু কমিশনেও চিঠি পাঠিয়েছে ওই দম্পতি (cpim leader has lodged complaint in national commission for women against police in jamuria ) ৷

আরও পড়ুন : Jitendra Tiwary Name Confusion : জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল প্রার্থী! নাম মাহাত্মে চাঞ্চল্য আসানসোল পৌরভোটে

যদিও মনোজ দত্ত ও তাঁর স্ত্রীর আনা অভিযোগ অস্বীকার করেছে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ৷ তাঁর দাবি, "শুধুমাত্র প্রচারের আলোয় আসতে সিপিএম এইসব মিথ্যা অভিযোগ করছে । 34 বছর ধরে ওদের অত্যাচার দেখেছে মানুষ ৷ জামুড়িয়ায় সিপিএমের আর কোনও অস্তিত্ব নেই ।"

জামুড়িয়া, 10 জানুয়ারি : এক তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বেছে বেছে সিপিএম নেতাদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ ! জামুড়িয়া থানার এক পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন স্থানীয় সিপিএম নেতা ৷ তাঁর অভিযোগ, ভোটের আগে শাসকদলের ক্যাডারের কাজ করছে পুলিশ ৷ এক তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে গিয়েছেন জামুড়িয়া থানার এএসআই শিবশঙ্কর দাস ৷

সংবাদমাধ্যমকে ওই সিপিএম নেতা মনোজ দত্ত জানিয়েছেন, 8 জানুয়ারি বেলা একটার সময় এক সিভিক ভলান্টিয়ার, এক তৃণমূল নেতাকে সঙ্গে তাঁর বাড়িতে যান জামুড়িয়া থানার এএসআই শিবশঙ্কর দাস ৷ তখন বাড়িতে ছিলেন না ওই সিপিএম নেতা ৷ তাঁর অভিযোগ, "আমাকে বাড়িতে না পেয়ে স্ত্রীকে হুমকি দেন এএসআই শিবশঙ্কর দাস ৷ বলেন, এখন ভোটের সময় ৷ সাবধানে থাকবেন ৷ আপনার স্বামীকেও সাবধানে থাকতে বলবেন ৷" তিনি আরও বলেন, "ভোটের আগে তৃণমূলের লোকজন এই কাজ করে। এখন পুলিশ সেটা সরাসরি করছে ।"

এই বিষয়ে জামুড়িয়া থানায় অভিযোগ জানিয়েছেন সিপিএম নেতার স্ত্রী মমতা দত্ত ৷ অভিযোগ জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনেও ৷ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট, জেলাশাসক, রাজ্য নির্বাচন কমিশন এমনকী সংখ্যালঘু কমিশনেও চিঠি পাঠিয়েছে ওই দম্পতি (cpim leader has lodged complaint in national commission for women against police in jamuria ) ৷

আরও পড়ুন : Jitendra Tiwary Name Confusion : জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল প্রার্থী! নাম মাহাত্মে চাঞ্চল্য আসানসোল পৌরভোটে

যদিও মনোজ দত্ত ও তাঁর স্ত্রীর আনা অভিযোগ অস্বীকার করেছে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ৷ তাঁর দাবি, "শুধুমাত্র প্রচারের আলোয় আসতে সিপিএম এইসব মিথ্যা অভিযোগ করছে । 34 বছর ধরে ওদের অত্যাচার দেখেছে মানুষ ৷ জামুড়িয়ায় সিপিএমের আর কোনও অস্তিত্ব নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.