ETV Bharat / state

CPIM Agitation in Durgapur: আদানি কাণ্ডের পর সরকারি সংস্থায় গচ্ছিত অর্থের সুরক্ষার দাবিতে সিপিএমের আন্দোলন দুর্গাপুরে - আদানি গোষ্ঠী

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে জালিয়াতি করার অভিযোগ উঠেছে (Adani Group Share Market Controversy) ৷ এই পরিস্থিতিতে সরকারি সংস্থায় গচ্ছিত অর্থের সুরক্ষার দাবিতে সরব হয়েছে সিপিএম ৷ মঙ্গলবার দুর্গাপুরে তারা এই নিয়ে আন্দোলন করে ৷

CPIM Agitation in Durgapur
CPIM Agitation in Durgapur
author img

By

Published : Jan 31, 2023, 6:24 PM IST

দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 31 জানুয়ারি: আদানি কাণ্ডে এসবিআই (SBI) এবং এলআইসি (LIC)-তে গচ্ছিত টাকার নিরাপত্তার দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ বামেদের । বামেদের অভিযোগ, আদানি কাণ্ডে প্রধানমন্ত্রী চুপ । আর মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ীকে রাজ্যে সাদর আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন প্রকল্প কেন্দ্রের হাতে তুলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বিপন্নের মুখে সাধারণ মানুষ ।

আদানি কাণ্ডে সাধারণ মানুষের গচ্ছিত অর্থের নিরাপত্তার দাবিতে ও সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে দুর্গাপুরের বিধাননগর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসের সামনে প্রতীকী বিক্ষোভ দেখাল বামেরা । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা পঙ্কজ রায় সরকার-সহ স্থানীয় বাম নেতৃত্ব ও কর্মীরা । দ্রুত দাবিগুলির দিকে নজর দেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ায়ি দিয়েছে বামেরা ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গে এই মুহূর্তে সমানভাবে উচ্চারিত আদানি শিল্পগোষ্ঠীর নাম । ভারতবর্ষে সিমেন্ট থেকে শুরু করে খুচরো ও অন্যান্য সামগ্রীর বাজারে আদানিদের রমরমা কারবার । দীর্ঘদিন ধরেই বর্তমান কেন্দ্রীয় সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী হিসাবে পরিচিত এই গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ৷

CPIM Agitation in Durgapur
দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ

কিন্তু মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত 23 জানুয়ারি একটি প্রতিবেদনে দাবি করে যে আদানি গোষ্ঠী (Adani Group) কয়েক দশক ধরে শেয়ার ম্যানিপুলেশন ও অ্যাকাউন্ট জালিয়াতি করছে । মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গে ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আদানি গোষ্ঠীর শেয়ারের দর কমতে শুরু হয়েছে ৷ ফলে আদানির মোট সম্পত্তির উপরও প্রভাব পড়েছে ৷ এর জেরে গৌতম আদানি ব্লুমবার্গ বিলিয়নিয়র সূচকে পিছিয়ে পড়েছেন ৷ আর বিশ্বের প্রথম দশজন ধনীর তালিকায় তাঁর নাম নেই ৷ ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, আদানি এখন 11 নম্বরে নেমে এসেছেন ।

আর এই নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে দিল্লি থেকে পাড়ায় পাড়ায় । বিজেপির বিরোধী কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে এই ইস্যুতে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাতে দেখা যাচ্ছে । যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি এই মর্মে ।

আরও পড়ুন: ধনীদের তালিকার প্রথম দশ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি

দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 31 জানুয়ারি: আদানি কাণ্ডে এসবিআই (SBI) এবং এলআইসি (LIC)-তে গচ্ছিত টাকার নিরাপত্তার দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ বামেদের । বামেদের অভিযোগ, আদানি কাণ্ডে প্রধানমন্ত্রী চুপ । আর মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ীকে রাজ্যে সাদর আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন প্রকল্প কেন্দ্রের হাতে তুলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বিপন্নের মুখে সাধারণ মানুষ ।

আদানি কাণ্ডে সাধারণ মানুষের গচ্ছিত অর্থের নিরাপত্তার দাবিতে ও সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে দুর্গাপুরের বিধাননগর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসের সামনে প্রতীকী বিক্ষোভ দেখাল বামেরা । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা পঙ্কজ রায় সরকার-সহ স্থানীয় বাম নেতৃত্ব ও কর্মীরা । দ্রুত দাবিগুলির দিকে নজর দেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ায়ি দিয়েছে বামেরা ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গে এই মুহূর্তে সমানভাবে উচ্চারিত আদানি শিল্পগোষ্ঠীর নাম । ভারতবর্ষে সিমেন্ট থেকে শুরু করে খুচরো ও অন্যান্য সামগ্রীর বাজারে আদানিদের রমরমা কারবার । দীর্ঘদিন ধরেই বর্তমান কেন্দ্রীয় সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী হিসাবে পরিচিত এই গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ৷

CPIM Agitation in Durgapur
দুর্গাপুরে সিপিএমের বিক্ষোভ

কিন্তু মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত 23 জানুয়ারি একটি প্রতিবেদনে দাবি করে যে আদানি গোষ্ঠী (Adani Group) কয়েক দশক ধরে শেয়ার ম্যানিপুলেশন ও অ্যাকাউন্ট জালিয়াতি করছে । মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গে ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আদানি গোষ্ঠীর শেয়ারের দর কমতে শুরু হয়েছে ৷ ফলে আদানির মোট সম্পত্তির উপরও প্রভাব পড়েছে ৷ এর জেরে গৌতম আদানি ব্লুমবার্গ বিলিয়নিয়র সূচকে পিছিয়ে পড়েছেন ৷ আর বিশ্বের প্রথম দশজন ধনীর তালিকায় তাঁর নাম নেই ৷ ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, আদানি এখন 11 নম্বরে নেমে এসেছেন ।

আর এই নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে দিল্লি থেকে পাড়ায় পাড়ায় । বিজেপির বিরোধী কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে এই ইস্যুতে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাতে দেখা যাচ্ছে । যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি এই মর্মে ।

আরও পড়ুন: ধনীদের তালিকার প্রথম দশ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.