ETV Bharat / state

ভিন রাজ্যের কয়লার গাড়ি চালকদের থেকে সংক্রমণের আশঙ্কা, বিক্ষোভ - ECL

পশ্চিম বর্ধমান জেলার কয়লা খনিগুলিতে কয়লা নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন ভিন রাজ্য থেকে অনেক ট্রাক আসে ৷ কিন্তু কোরোনা পরিস্থিতে ট্রাক চালকেরা কোনও নিয়ম মানছে না বলে অভিযোগ তুলে আজ কুমারডিহি গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখায় ৷ পরে পুলিশি মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

Durgapur
দুর্গাপুর
author img

By

Published : Apr 18, 2020, 6:28 PM IST

দুর্গাপুর ,18 এপ্রিল : লকডাউনের সময় অন্ডাল, পাণ্ডবেশ্বর সহ পশ্চিম বর্ধমান জেলার কয়লা খনিগুলিতে ভিন রাজ্য থেকে প্রতিদিন কয়লা নিতে আসছে অসংখ্য ট্রাক । আর সেই গাড়ির চালকরা কোনও নিয়ম নীতি মানছে না ৷ এমনকী, এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ । ফলে কোরোনা সংক্রমণের আশঙ্কা থেকে যায় ৷ তাই তারই প্রতিবাদে শনিবার কুমারডিহি গ্রামের বাসিন্দারা কয়লা খনির সামনে বিক্ষোভ দেখায় । পরে পুলিশি মধ্যস্থতায় ECL-এর সঙ্গে বৈঠক হয় ৷ তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

পাণ্ডবেশ্বর থানা এলাকার কুমারডিহি CM প্রজেক্ট ও ABP পিট কোলিয়ারিতে প্রতিবেশী বিহার, ঝাড়খণ্ড , উত্তরপ্রদেশ এমনকী উত্তরাখণ্ড থেকে প্রতিদিন প্রায় গড়ে 70-80 টি বড় বড় লরি কয়লা নিয়ে যাওয়ার জন্য আসে । এই লরিগুলি দু-তিন দিন ধরে এলাকায় দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ এলাকার বাসিন্দা রামচন্দ্র গড়াই, বিশ্বজিৎ পালদের । এই চালকরা এলাকাগুলিতে দু-তিন দিন ধরে অবাধে ঘুরে বেড়ান । সুতরাং ভিন রাজ্য থেকে তাঁরা যে কোরোনাতে আক্রান্ত হয়ে আসছেন না , তা কেউ জানে না ৷ এমন অভিযোগ তুলে আজ কুমারডিহি গ্রামের মানুষেরা বিক্ষোভে শামিল হন । তিন-চার ঘণ্টা বিক্ষোভ চলার পর ঘটনাস্থানে পুলিশ আসে । এলাকার মানুষ পাণ্ডবেশ্বর থানার পুলিশকে জানান , যতদিন না পর্যন্ত লকডাউন তুলে নেওয়া হচ্ছে ততদিন কয়লা পরিবহন বন্ধ রাখতে হবে ৷ ভিন রাজ্যের বাসিন্দাদের এলাকায় ঢুকতে দেওয়া যাবে না । পরে পুলিশ অবশ্য আন্দোলনকারীদের নিয়ে বাঁকোলা এরিয়ার এজিএম আর সি মহাপাত্রের সঙ্গে বৈঠক করেন । ECL-র পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয় , সমস্ত রকম সুরক্ষা ও স্বাস্থ্যবিধি এবার থেকে এই গাড়িচালকরা মেনে চলবেন । তারপরেই গ্রামবাসীরা বিক্ষোভ থেকে সরে আসেন ।

এই লরি চালকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ৷ তাই গ্রামবাসীদের দাবি সঙ্গত । তারা কোথা থেকে কী রোগ নিয়ে আসছেন তা কিন্তু গ্রামের মানুষ জানেন না । তাই ECL-র পক্ষ থেকে ভিন রাজ্য থেকে আসা এই লরি চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত বলে মনে করছেন অনেকেই ।

দুর্গাপুর ,18 এপ্রিল : লকডাউনের সময় অন্ডাল, পাণ্ডবেশ্বর সহ পশ্চিম বর্ধমান জেলার কয়লা খনিগুলিতে ভিন রাজ্য থেকে প্রতিদিন কয়লা নিতে আসছে অসংখ্য ট্রাক । আর সেই গাড়ির চালকরা কোনও নিয়ম নীতি মানছে না ৷ এমনকী, এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ । ফলে কোরোনা সংক্রমণের আশঙ্কা থেকে যায় ৷ তাই তারই প্রতিবাদে শনিবার কুমারডিহি গ্রামের বাসিন্দারা কয়লা খনির সামনে বিক্ষোভ দেখায় । পরে পুলিশি মধ্যস্থতায় ECL-এর সঙ্গে বৈঠক হয় ৷ তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

পাণ্ডবেশ্বর থানা এলাকার কুমারডিহি CM প্রজেক্ট ও ABP পিট কোলিয়ারিতে প্রতিবেশী বিহার, ঝাড়খণ্ড , উত্তরপ্রদেশ এমনকী উত্তরাখণ্ড থেকে প্রতিদিন প্রায় গড়ে 70-80 টি বড় বড় লরি কয়লা নিয়ে যাওয়ার জন্য আসে । এই লরিগুলি দু-তিন দিন ধরে এলাকায় দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ এলাকার বাসিন্দা রামচন্দ্র গড়াই, বিশ্বজিৎ পালদের । এই চালকরা এলাকাগুলিতে দু-তিন দিন ধরে অবাধে ঘুরে বেড়ান । সুতরাং ভিন রাজ্য থেকে তাঁরা যে কোরোনাতে আক্রান্ত হয়ে আসছেন না , তা কেউ জানে না ৷ এমন অভিযোগ তুলে আজ কুমারডিহি গ্রামের মানুষেরা বিক্ষোভে শামিল হন । তিন-চার ঘণ্টা বিক্ষোভ চলার পর ঘটনাস্থানে পুলিশ আসে । এলাকার মানুষ পাণ্ডবেশ্বর থানার পুলিশকে জানান , যতদিন না পর্যন্ত লকডাউন তুলে নেওয়া হচ্ছে ততদিন কয়লা পরিবহন বন্ধ রাখতে হবে ৷ ভিন রাজ্যের বাসিন্দাদের এলাকায় ঢুকতে দেওয়া যাবে না । পরে পুলিশ অবশ্য আন্দোলনকারীদের নিয়ে বাঁকোলা এরিয়ার এজিএম আর সি মহাপাত্রের সঙ্গে বৈঠক করেন । ECL-র পক্ষ থেকে গ্রামবাসীদের জানানো হয় , সমস্ত রকম সুরক্ষা ও স্বাস্থ্যবিধি এবার থেকে এই গাড়িচালকরা মেনে চলবেন । তারপরেই গ্রামবাসীরা বিক্ষোভ থেকে সরে আসেন ।

এই লরি চালকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ৷ তাই গ্রামবাসীদের দাবি সঙ্গত । তারা কোথা থেকে কী রোগ নিয়ে আসছেন তা কিন্তু গ্রামের মানুষ জানেন না । তাই ECL-র পক্ষ থেকে ভিন রাজ্য থেকে আসা এই লরি চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত বলে মনে করছেন অনেকেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.