দুর্গাপুর, 1 অগাস্ট : কোরোনায় আক্রান্ত পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি উত্তম মুখোপাধ্যায় ৷ শুধু তাই নয়, সংক্রমিত তাঁর গোটা পরিবার ও গাড়ির চালকও ৷ আজ সকালে ওই তৃণমূল নেতাকে সনকা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
বেশ কয়েকমাস ধরেই রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজসেবামূলক কাজকর্ম করছিলেন উত্তম মুখোপাধ্যায় ৷ তিনদিন আগে তাঁর পুত্রবধূর জ্বর আসে ৷ তাই পুত্রবধূসহ পরিবারের সমস্ত সদস্যের নমুনা পরীক্ষা করানো হয় ৷ এমনকী, গাড়ির চালকেরও নমুনা পরীক্ষা করানো হয় ৷ গতরাতে তাঁদের রিপোর্ট আসে ৷ সেই রিপোর্ট থেকে জানা যায়, কোরোনায় আক্রান্ত উত্তম মুখোপাধ্যায় ৷ একইসঙ্গে তাঁর গাড়ির চালক ও পরিবারের ছয় সদস্যও কোরোনায় আক্রান্ত ৷
আজ সকালে সনকা হাসপাতালে ভরতি করা হয় উত্তম মুখোপাধ্যায়কে ৷ মলানদিঘি হাসপাতালে ভরতি করা হয়েছে অন্যদের ৷ ইতিমধ্যে দুর্গাপুরে সংক্রমণ বেড়েছে ৷ তাই পরিস্থিতির দিকে নজর রেখে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চেস্ট বিভাগ ও দুর্গাপুর ইস্পাত নগরীতে বোকারো হস্টেলে লেভেল 1 ও লেভেল 2-তে কোরোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ৷