ETV Bharat / state

কোরোনা আতঙ্ক, বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্টে মাস্ক বিলি

কোরোনা আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশ জুড়ে ৷ বাংলা ও ঝাড়খন্ড সীমান্ত এলাকাগুলোতে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে । যাতে ভিন রাজ্য থেকে কেউ এ রাজ্যে ঢুকে পড়তে না পারে ৷ অতিরিক্ত সুরক্ষার স্বার্থে ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে মাস্ক বিলি করছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং পিঠাইকেয়ারী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে

free mask distribute at bengal jharkhand check post
কোরোনা আতঙ্কে, বাংলা-ঝাড়খন্ড চেকপোস্টে মাস্ক বিলি
author img

By

Published : Mar 17, 2020, 12:56 PM IST

আসানসোল, 17 মার্চ : গোটা বিশ্বজুড়েই কার্যত থাবা বসাচ্ছে কোরোনা ভাইরাস(COVID-19) । ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 126 । তিনজনের মৃত্যু হয়েছে । স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে । এই অবস্থায় বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ । কোনওভাবেই যাতে ভিন রাজ্য থেকে কোরোনা ভাইরাস নিয়ে এরাজ্যে কেউ ঢুকে পড়তে না পারে । অতিরিক্ত সুরক্ষার স্বার্থে ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে মাস্ক বিলি করা হচ্ছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং পিঠাইকেয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তরফে ।

ভারতেও বাড়ছে কোরোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা । তার সঙ্গে বাড়ছে আতঙ্ক । স্কুল-কলেজে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । আসানসোলের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত সংস্থায় বন্ধ করা হয়েছে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি ৷ "থাম্ব ইম্প্রেশন" দিয়ে কলকারখানায় ঢোকার পদ্ধতিতে এখন স্থগিতাদেশ দেওয়া হয়েছে । বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় । সমস্ত চেকপোস্টে চলছে বিশেষ নজরদারি ।

রূপনারায়ণপুর চেকপোস্টে বিলি করা হচ্ছে মাস্ক । রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং পিঠাইকেয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ঝাড়খণ্ডের দিক থেকে আসা মানুষজনের মধ্যে বিনামূল্যে বিলি করা হচ্ছে মাস্ক । তবে শুধু মাস্ক বিলিই নয়, খোঁজখবর নেওয়া হচ্ছে কেউ অসুস্থ কি না । পাশাপাশি পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে ।

আসানসোল, 17 মার্চ : গোটা বিশ্বজুড়েই কার্যত থাবা বসাচ্ছে কোরোনা ভাইরাস(COVID-19) । ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 126 । তিনজনের মৃত্যু হয়েছে । স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে । এই অবস্থায় বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ । কোনওভাবেই যাতে ভিন রাজ্য থেকে কোরোনা ভাইরাস নিয়ে এরাজ্যে কেউ ঢুকে পড়তে না পারে । অতিরিক্ত সুরক্ষার স্বার্থে ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে মাস্ক বিলি করা হচ্ছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং পিঠাইকেয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তরফে ।

ভারতেও বাড়ছে কোরোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা । তার সঙ্গে বাড়ছে আতঙ্ক । স্কুল-কলেজে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । আসানসোলের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত সংস্থায় বন্ধ করা হয়েছে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি ৷ "থাম্ব ইম্প্রেশন" দিয়ে কলকারখানায় ঢোকার পদ্ধতিতে এখন স্থগিতাদেশ দেওয়া হয়েছে । বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় । সমস্ত চেকপোস্টে চলছে বিশেষ নজরদারি ।

রূপনারায়ণপুর চেকপোস্টে বিলি করা হচ্ছে মাস্ক । রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং পিঠাইকেয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ঝাড়খণ্ডের দিক থেকে আসা মানুষজনের মধ্যে বিনামূল্যে বিলি করা হচ্ছে মাস্ক । তবে শুধু মাস্ক বিলিই নয়, খোঁজখবর নেওয়া হচ্ছে কেউ অসুস্থ কি না । পাশাপাশি পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.