আসানসোল, 17 মার্চ : গোটা বিশ্বজুড়েই কার্যত থাবা বসাচ্ছে কোরোনা ভাইরাস(COVID-19) । ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 126 । তিনজনের মৃত্যু হয়েছে । স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে । এই অবস্থায় বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ । কোনওভাবেই যাতে ভিন রাজ্য থেকে কোরোনা ভাইরাস নিয়ে এরাজ্যে কেউ ঢুকে পড়তে না পারে । অতিরিক্ত সুরক্ষার স্বার্থে ভিন রাজ্য থেকে আসা মানুষজনকে মাস্ক বিলি করা হচ্ছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং পিঠাইকেয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তরফে ।
ভারতেও বাড়ছে কোরোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা । তার সঙ্গে বাড়ছে আতঙ্ক । স্কুল-কলেজে ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । আসানসোলের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত সংস্থায় বন্ধ করা হয়েছে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি ৷ "থাম্ব ইম্প্রেশন" দিয়ে কলকারখানায় ঢোকার পদ্ধতিতে এখন স্থগিতাদেশ দেওয়া হয়েছে । বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকায় । সমস্ত চেকপোস্টে চলছে বিশেষ নজরদারি ।
রূপনারায়ণপুর চেকপোস্টে বিলি করা হচ্ছে মাস্ক । রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং পিঠাইকেয়ারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ঝাড়খণ্ডের দিক থেকে আসা মানুষজনের মধ্যে বিনামূল্যে বিলি করা হচ্ছে মাস্ক । তবে শুধু মাস্ক বিলিই নয়, খোঁজখবর নেওয়া হচ্ছে কেউ অসুস্থ কি না । পাশাপাশি পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে ।