ETV Bharat / state

কোরোনা সংক্রমণ রানিগঞ্জ ও জামুড়িয়ায় , স্যানিটাইজ় করা হচ্ছে এলাকা - corona

কোরোনা সংক্রমণ দেখা গেছে রানিগঞ্জ ও জামুড়িয়ায়। এরপরই দেখা গেল প্রশাসনিক তৎপরতা । সকাল থেকে দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে স্যানিটাইজ় করা হয়েছে গোটা এলাকা ।

photo
photo
author img

By

Published : May 25, 2020, 3:50 PM IST


রানিগঞ্জ , 25 মে : রানিগঞ্জ ও জামুড়িয়ায় কোরোনা সংক্রমণের সন্ধান পাওয়ার পরই দেখা গেল প্রশাসনিক তৎপরতা । সকাল থেকে দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে স্যানিটাইজ় করা হয় গোটা এলাকা । রানিগঞ্জ , জামুড়িয়া 2টি জায়গাতেই জীবাণুমুক্ত করার কাজ চলছে ।


গতকাল 4 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছিল জামুড়িয়া ও রানিগঞ্জে । আক্রান্তদের ভরতি করা হয়েছে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে । জামুড়িয়ার 5 বছরের শিশুর কোরোনা পজ়িটিভ পাওয়ার পর পরিবারের 6 সদস্যকে আসানসোলের HLG হাসপাতালের কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তবে ওই শিশুর সঙ্গে তার মাকেও দুর্গাপুরে পাঠানো হয়েছে ।

অন্যদিকে, রানিগঞ্জের জেমেরি পঞ্চায়েত এলাকায় একই পরিবারের 3 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । বাবা - মার সঙ্গে 30 বছরের এক মেয়ে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, ওই ব্যক্তি ECL - এ কাজ করেন । তাঁদের দুর্গাপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ওই আক্রান্তদের সঙ্গে যোগাযোগ ছিল এমন 9 জনকে আসানসোলের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । এই ঘটনার পর এলাকার মানুষজন গ্রামে ঢোকার মুখে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেন । যার কারণে একেবারে জনশূন্য হয়ে রয়েছে এলাকা । রাস্তায় গাড়ি নেই বললেই চলে ।

সূত্রের খবর, জামুড়িয়ার ওই পরিবার 18 তারিখ বেণারস থেকে ফেরে ৷ রানিগঞ্জের পরিবারও একই দিনে ফেরে । ডুবুরডি চেকপোস্টে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসতেই আক্রান্তদের ভরতি করা হয় হাসাপাতালে ।


রানিগঞ্জ , 25 মে : রানিগঞ্জ ও জামুড়িয়ায় কোরোনা সংক্রমণের সন্ধান পাওয়ার পরই দেখা গেল প্রশাসনিক তৎপরতা । সকাল থেকে দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে স্যানিটাইজ় করা হয় গোটা এলাকা । রানিগঞ্জ , জামুড়িয়া 2টি জায়গাতেই জীবাণুমুক্ত করার কাজ চলছে ।


গতকাল 4 জন কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছিল জামুড়িয়া ও রানিগঞ্জে । আক্রান্তদের ভরতি করা হয়েছে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে । জামুড়িয়ার 5 বছরের শিশুর কোরোনা পজ়িটিভ পাওয়ার পর পরিবারের 6 সদস্যকে আসানসোলের HLG হাসপাতালের কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তবে ওই শিশুর সঙ্গে তার মাকেও দুর্গাপুরে পাঠানো হয়েছে ।

অন্যদিকে, রানিগঞ্জের জেমেরি পঞ্চায়েত এলাকায় একই পরিবারের 3 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । বাবা - মার সঙ্গে 30 বছরের এক মেয়ে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, ওই ব্যক্তি ECL - এ কাজ করেন । তাঁদের দুর্গাপুরের কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ওই আক্রান্তদের সঙ্গে যোগাযোগ ছিল এমন 9 জনকে আসানসোলের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । এই ঘটনার পর এলাকার মানুষজন গ্রামে ঢোকার মুখে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেন । যার কারণে একেবারে জনশূন্য হয়ে রয়েছে এলাকা । রাস্তায় গাড়ি নেই বললেই চলে ।

সূত্রের খবর, জামুড়িয়ার ওই পরিবার 18 তারিখ বেণারস থেকে ফেরে ৷ রানিগঞ্জের পরিবারও একই দিনে ফেরে । ডুবুরডি চেকপোস্টে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসতেই আক্রান্তদের ভরতি করা হয় হাসাপাতালে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.