ETV Bharat / state

একগুচ্ছ দাবিতে দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে ডেপুটেশন CPI(M)-এর - durgapur cpim

রেশনে যথাযথ খাদ্য সামগ্রী বিলি থেকে সঠিক চিকিৎসা পরিষেবা । মোট 13 দফা দাবিতে আজ ডেপুটেশন দিল পশ্চিম বর্ধমান জেলা CPI(M) নেতৃত্ব ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 10, 2020, 8:54 PM IST

দুর্গাপুর ,10 এপ্রিল : যথাযথ রেশন বিলি, প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সঠিক পরিষেবা সহ একাধিক দাবি জানিয়ে দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল পশ্চিম বর্ধমান জেলা CPI(M) নেতৃত্ব । দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়ের নেতৃত্বে আজ মহকুমাশাসক অনির্বাণ কোলের সঙ্গে দেখা করেন স্থানীয় নেতা-কর্মীরা । মোট 13 দফা দাবি জানিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়েছে।

কোরোনায় সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে । তার উপর লকডাউনের জেরে দরিদ্রদের রোজগার নেই । তারা খাবার জোটাতে পারছে না । রাজ্য সরকারের তরফে রেশনে চাল ,গম,আটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও জেলায় জেলায় গণবন্টন ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে। এই পরিস্থতিতে CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শাখার তরফে এক প্রতিনিধি দল দুর্গাপুর মহকুমাশাসকের কাছে একগুচ্ছ দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিল । এই ডেপুটেশনের মূল দাবি, রেশন ব্যবস্থাকে গরিব মানুষের আরও বেশি উপযোগী করে তুলতে হবে । নিয়মিত অ্যান্টিবডি পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছে মহকুমাশাসকের কাছে । লকডাউনকে আরও কার্যকরী করার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আবেদন জানানো হয়েছে । এছাড়াও দরিদ্রদের চাল,গম,আটা ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেশনে সরবরাহের দাবি জানানো হয় । পাশাপাশি রেশনে কালোবাজারি রুখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় । বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকরা যাতে রোগীদের চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না করেন সেদিকেও নজর দেওয়ার দাবি জানানো হয়েছে । শাসক দলের তরফে যদি কোথাও রেশন দেওয়ার নামে অবৈধভাবে কুপন বিলি করা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয় ।

এবিষয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায় বলেন "রেশন নিয়ে যেভাবে নানা জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে তা অনেক বেশি চিন্তার । রাজ্য সরকারকে কড়া হাতে সমস্যার সমাধান করতে হবে । এই দুরবস্থায় রাজনীতি নয়, আগে মানুষকে বাঁচাতে হবে । সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে।"

দুর্গাপুর ,10 এপ্রিল : যথাযথ রেশন বিলি, প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সঠিক পরিষেবা সহ একাধিক দাবি জানিয়ে দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিল পশ্চিম বর্ধমান জেলা CPI(M) নেতৃত্ব । দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়ের নেতৃত্বে আজ মহকুমাশাসক অনির্বাণ কোলের সঙ্গে দেখা করেন স্থানীয় নেতা-কর্মীরা । মোট 13 দফা দাবি জানিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়েছে।

কোরোনায় সংক্রমণ ক্রমে বেড়েই চলেছে । তার উপর লকডাউনের জেরে দরিদ্রদের রোজগার নেই । তারা খাবার জোটাতে পারছে না । রাজ্য সরকারের তরফে রেশনে চাল ,গম,আটা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও জেলায় জেলায় গণবন্টন ব্যবস্থা নিয়ে বিস্তর অভিযোগ উঠছে। এই পরিস্থতিতে CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শাখার তরফে এক প্রতিনিধি দল দুর্গাপুর মহকুমাশাসকের কাছে একগুচ্ছ দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিল । এই ডেপুটেশনের মূল দাবি, রেশন ব্যবস্থাকে গরিব মানুষের আরও বেশি উপযোগী করে তুলতে হবে । নিয়মিত অ্যান্টিবডি পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছে মহকুমাশাসকের কাছে । লকডাউনকে আরও কার্যকরী করার জন্য পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করার জন্য আবেদন জানানো হয়েছে । এছাড়াও দরিদ্রদের চাল,গম,আটা ছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেশনে সরবরাহের দাবি জানানো হয় । পাশাপাশি রেশনে কালোবাজারি রুখতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় । বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকরা যাতে রোগীদের চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না করেন সেদিকেও নজর দেওয়ার দাবি জানানো হয়েছে । শাসক দলের তরফে যদি কোথাও রেশন দেওয়ার নামে অবৈধভাবে কুপন বিলি করা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয় ।

এবিষয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায় বলেন "রেশন নিয়ে যেভাবে নানা জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে তা অনেক বেশি চিন্তার । রাজ্য সরকারকে কড়া হাতে সমস্যার সমাধান করতে হবে । এই দুরবস্থায় রাজনীতি নয়, আগে মানুষকে বাঁচাতে হবে । সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.