ETV Bharat / state

কোরোনা সচেতনতায় ছবি ও রঙিন লেখনি কাঁকসা ট্র্যাফিক পুলিশের - রঙীন ছবি ও লেখনীত

কোরোনা সংক্রমণ রুখতে মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন কাঁকসা ট্রাফিক পুলিশ বিভাগ ৷ মানুশকে সচেতন করতে এক অভিনব উপায়ে প্রচার করতে দেখা গেল কাঁকসা ট্রাফিক পুলিশ বিভাগকে ৷ পুলিশের পক্ষ থেকে কালো পিচের রাস্তায় ও রাস্তার পাশের দেওয়ালে রঙীন ছবি ও লেখনীতে কি কি করবেন না তা ফুটিয়ে তোলা হল। কোরোনা থেকে মুক্তি পেতে সরকারের পক্ষ থেকে যা যা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে মূলত সেই নির্দেশিকা ভাইরাসের ডামি ছবি ও লেখনী ফুটিয়ে তুলছেন শিল্পীরা।

Corona awareness traffic police road and wall postering in Durgapur
কোরোনা সংক্রমণের সচেতনতা প্রচারে রাস্তায় ও দেওয়ালে পোস্টার লিখন ট্রাফিক পুলিশের
author img

By

Published : Apr 6, 2020, 3:26 PM IST

দুর্গাপুর,6 এপ্রিল: কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের ঘোষণা। মানতে বলা হচ্ছে সামাজিক দূরত্ব । আর সেইসব নিয়ম এবার ছবিতে ও রঙিন লেখনির আকারে ফুটিয়ে তোলা হচ্ছে রাস্তায় ও মূল রাস্তার পাশের দেওয়ালগুলিতে। সৌজন্যে কাঁকসা ট্র্যাফিক পুলিশ বিভাগ ৷

কোরোনা সংক্রমণ রুখে দিতে কয়েকটি নিয়মকে বাধ্যতামূলক পালনের কথা বলা হচ্ছে সরকার ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে। তার মধ্যে অন্যতম লকডাউন। মানুষ যত হোম কোয়ারানটাইনে থাকবে এই সময়কালে তাতে তিনি এই সংক্রমণ থেকে মুক্ত থাকবেন। পাশাপাশি যাঁদের প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হচ্ছে তাঁদের সামাজিক দূরত্ব বজায় রাখার অর্থাৎ যে কোনও ব্যক্তির থেকে কমপক্ষে 2 মিটার দূরত্ব রেখে চলার কথাও বলা হচ্ছে । এতে অনেকেই সাড়া দিয়েছেন, আবার বহু মানুষ কুছ পরোয়া নেহি গোছের ভাব দেখিয়ে মানছেন না। তাই আমজনতাকে কোথাও পুলিশের পক্ষ থেকে গান গেয়ে, কোথাও পথনাটিকা করে সচেতন করতে দেখা যাচ্ছে।

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকেও কোরোনা ভাইরাস সংক্রমণের সাবধানতায় এক অভিনব উপায়ে প্রচার করতে দেখা গেল।পুলিশের পক্ষ থেকে পিচের রাস্তায় ও রাস্তার পাশের দেওয়ালে রঙিন ছবি ও লেখনিতে কী কী করবেন না তা ফুটিয়ে তোলা হল। কোরোনা থেকে মুক্তি পেতে সরকারের পক্ষ থেকে যা যা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে মূলত সেই নির্দেশিকা, ভাইরাসের ডামি ছবি ও লেখনি ফুটিয়ে তুলছেন শিল্পীরা। পথচলতি মানুষ যাতে এই লেখনি দেখে সতর্ক হন।

অনেক মানুষ একসাথে জমায়েত করবেন না, ভালো করে হাত ধোবেন, সামাজিক দুরত্ম বজায় রেখে চলুন- এমন আবেদনের সঙ্গে সঙ্গে ছবিতেও সতর্কতা এই মারণ ভাইরাস নিয়ে। আর কাঁকসা ট্র্যাফিক পুলিশের আমজনতাকে সচেতন করার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বহু মানুষ।

দুর্গাপুর,6 এপ্রিল: কোরোনা সংক্রমণ রুখতে লকডাউনের ঘোষণা। মানতে বলা হচ্ছে সামাজিক দূরত্ব । আর সেইসব নিয়ম এবার ছবিতে ও রঙিন লেখনির আকারে ফুটিয়ে তোলা হচ্ছে রাস্তায় ও মূল রাস্তার পাশের দেওয়ালগুলিতে। সৌজন্যে কাঁকসা ট্র্যাফিক পুলিশ বিভাগ ৷

কোরোনা সংক্রমণ রুখে দিতে কয়েকটি নিয়মকে বাধ্যতামূলক পালনের কথা বলা হচ্ছে সরকার ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে। তার মধ্যে অন্যতম লকডাউন। মানুষ যত হোম কোয়ারানটাইনে থাকবে এই সময়কালে তাতে তিনি এই সংক্রমণ থেকে মুক্ত থাকবেন। পাশাপাশি যাঁদের প্রয়োজনে বাড়ি থেকে বের হতে হচ্ছে তাঁদের সামাজিক দূরত্ব বজায় রাখার অর্থাৎ যে কোনও ব্যক্তির থেকে কমপক্ষে 2 মিটার দূরত্ব রেখে চলার কথাও বলা হচ্ছে । এতে অনেকেই সাড়া দিয়েছেন, আবার বহু মানুষ কুছ পরোয়া নেহি গোছের ভাব দেখিয়ে মানছেন না। তাই আমজনতাকে কোথাও পুলিশের পক্ষ থেকে গান গেয়ে, কোথাও পথনাটিকা করে সচেতন করতে দেখা যাচ্ছে।

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকেও কোরোনা ভাইরাস সংক্রমণের সাবধানতায় এক অভিনব উপায়ে প্রচার করতে দেখা গেল।পুলিশের পক্ষ থেকে পিচের রাস্তায় ও রাস্তার পাশের দেওয়ালে রঙিন ছবি ও লেখনিতে কী কী করবেন না তা ফুটিয়ে তোলা হল। কোরোনা থেকে মুক্তি পেতে সরকারের পক্ষ থেকে যা যা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে মূলত সেই নির্দেশিকা, ভাইরাসের ডামি ছবি ও লেখনি ফুটিয়ে তুলছেন শিল্পীরা। পথচলতি মানুষ যাতে এই লেখনি দেখে সতর্ক হন।

অনেক মানুষ একসাথে জমায়েত করবেন না, ভালো করে হাত ধোবেন, সামাজিক দুরত্ম বজায় রেখে চলুন- এমন আবেদনের সঙ্গে সঙ্গে ছবিতেও সতর্কতা এই মারণ ভাইরাস নিয়ে। আর কাঁকসা ট্র্যাফিক পুলিশের আমজনতাকে সচেতন করার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বহু মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.