ETV Bharat / state

কোরোনা সচেতনতা নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা দুর্গাপুরে - কোরোনা সচেতনতা নিয়ে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা দুর্গাপুরে

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবির ও স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল । রক্তদাতা থেকে শুরু করে প্রায় সবাইকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে ।

-blood-donation-and-health-check-up-in-durgapur
রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা দুর্গাপুরে
author img

By

Published : Mar 18, 2020, 11:09 PM IST

Updated : Mar 19, 2020, 1:05 AM IST

দুর্গাপুর ,18 মার্চ: কোরোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। সংক্রমণের আশঙ্কায় জেলায় জেলায় রক্তদান শিবির এখন বন্ধ ৷ এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে রক্ত সংকটের আশঙ্কা দেখা দিয়েছে ৷ এক্ষেত্রে দুর্গাপুরের চিত্রটা একটু অন্যরকম ৷ বুধবার দুর্গাপুরের বেনাচিতিতে একটি ক্লাবের উদ্যোগে এলাকাবাসীকে কোরোনা নিয়ে সচেতনতা সঙ্গেই আয়োজিত হল রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবির ও স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল । রক্তদাতা থেকে শুরু করে প্রায় সবাইকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে । রক্তদাতাদের দেওয়া হয় হ্যান্ড স্যানিটাইজার । পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এলাকার মানুষকে মাস্ক বিলি করা হয় ৷ ক্লাবের পক্ষ থেকে অভিষেক নায়েক জানান,"চারিদিকে এখন কোরোনা ভাইরাসের আতঙ্ক । এই পরিস্থিতিতে রক্ত সংকট দেখা দিতে পারে বলে আমাদের মনে হয়েছে । এছাড়া এলাকার মানুষকে সচেতন করাও প্রয়োজন ৷ তাই এই রক্তদান শিবির ও স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন ।"

রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা দুর্গাপুরে

দুর্গাপুর ,18 মার্চ: কোরোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। সংক্রমণের আশঙ্কায় জেলায় জেলায় রক্তদান শিবির এখন বন্ধ ৷ এই পরিস্থিতিতে হাসপাতালগুলিতে রক্ত সংকটের আশঙ্কা দেখা দিয়েছে ৷ এক্ষেত্রে দুর্গাপুরের চিত্রটা একটু অন্যরকম ৷ বুধবার দুর্গাপুরের বেনাচিতিতে একটি ক্লাবের উদ্যোগে এলাকাবাসীকে কোরোনা নিয়ে সচেতনতা সঙ্গেই আয়োজিত হল রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবির ও স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল । রক্তদাতা থেকে শুরু করে প্রায় সবাইকে মাস্ক পরে থাকতে দেখা গিয়েছে । রক্তদাতাদের দেওয়া হয় হ্যান্ড স্যানিটাইজার । পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এলাকার মানুষকে মাস্ক বিলি করা হয় ৷ ক্লাবের পক্ষ থেকে অভিষেক নায়েক জানান,"চারিদিকে এখন কোরোনা ভাইরাসের আতঙ্ক । এই পরিস্থিতিতে রক্ত সংকট দেখা দিতে পারে বলে আমাদের মনে হয়েছে । এছাড়া এলাকার মানুষকে সচেতন করাও প্রয়োজন ৷ তাই এই রক্তদান শিবির ও স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন ।"

রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা দুর্গাপুরে
Last Updated : Mar 19, 2020, 1:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.