ETV Bharat / state

Asansol Gate Controversy: বদলে যাবে আসানসোলের 'সিটি অফ ব্রাদারহুড' তোরণ ? শুরু বিতর্ক - asansol municipal corporation

আসানসোলে তৃণমূল নেতৃত্বাধীন পৌরবোর্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শহরে ঢোকার মুখে স্বাগত তোরণ (Asansol Gate) ভেঙে নতুন করে তৈরি হবে ৷ এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা (Asansol Gate Controversy)৷

ETV Bharat
Asansol Gate Controversy
author img

By

Published : Nov 4, 2022, 10:18 PM IST

আসানসোল, 4 নভেম্বর: বদলে যাচ্ছে আসানসোল শহরে ঢোকার মুখে স্বাগত তোরণ । তোরণটিকে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পৌরনিগম । কিন্তু ওই তোরণে লেখা রয়েছে 'দ্য সিটি অফ ব্রাদারহুড'। যা শহর আসানসোলের ট্যাগ লাইন হয়ে গিয়েছে । বিভিন্ন সূত্র মারফৎ আসানসোলের বিরোধী দলের কাউন্সিলররা জানতে পেরেছেন যে ওই লেখা পালটে এবার হবে 'আই লাভ আসানসোল' করা হবে । এরপরেই বিষয়টি নিয়ে আসরে নেমেছেন বিরোধীরা (controversy sparks over change in Asansol Gate) ৷ ইতিমধ্যেই পৌরনিগমকে চিঠি দিয়েছেন বিরোধী কাউন্সিলার গোলাম সরোবর এবং চৈতালী তেওয়ারি । বিষয়টিকে নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিও । সবারই এক দাবি, শহরের ট্যাগ লাইন বদলানো যাবে না । তবে তৃণমূল পরিচালিত বর্তমান পৌরবোর্ডের দাবি তোরণ বদলালেও, 'দ্য সিটি অফ ব্রাদারহুড' লেখাটি মুছে দেওয়া হবে না (Asansol Gate Controversy) ৷

আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, পৌরবোর্ড সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে আসানসোল শহরে বেশ কয়েকটি তোরণ বা গেট করা হবে । তার জন্য ইতিমধ্যেই টাকাও মঞ্জুর হয়েছে । কালীপাহাড়ির কাছে শহরে ঢোকার মুখে স্বাগত তোরণটিকেও ভেঙে নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন মেয়র বিধান উপাধ্যায় । ওই তোরণে লেখা আছে 'দ্য সিটি অফ ব্রাদারহুড'। বিরোধী কাউন্সিলররা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ওই শ্লোগান বদলে নতুন শ্লোগান লেখা হবে নবনির্মিত তোরণে । লেখা হবে 'আই লাভ আসানসোল'।

আরও পড়ুন: সাউথ ধোবিখানার পরিত্যক্ত জমিতে স্বাস্থ্যকেন্দ্র গড়ার ভাবনা কলকাতা পৌরনিগমের

এরপরেই বিরোধীরা পৌরনিগমের (Asansol Municipal Corporation) এই সিদ্ধান্তের বিরোধিতা করতে নেমেছেন । বিরোধী কাউন্সিলর গুলাম সরোবর ও চৈতালী তেওয়ারি পৌর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিরোধিতা করেছেন এই সিদ্ধান্তের । কংগ্রেস কাউন্সিলর গুলাম সরোবরের দাবি, "গত পৌরবোর্ডের সময় 20 লক্ষ টাকা খরচ করে ওই গেট বানানো হয়েছে । গত প্রশাসনিক বোর্ডেও গেটটি সংস্কার হয় । যেটুকু খারাপ হয়েছে সেটা ঠিক করে নিলেই হত । শুধু শুধু এক কোটি টাকা অপচয়ে নতুন গেট বানানোর প্রয়োজন কী? নামও বদলে ফেলা হবে শুনেছি । আমাদের আসানসোল ভ্রাতৃত্বের শহর, তাই সিটি অফ ব্রাদারহুড । সাংসদ শত্রুঘ্ন সিনহাও ওই ট্যাগ লাইন দেখে বাহবা দিয়েছে । হঠাৎ ক'রে কেনই বা পরিবর্তন? আমরা চাই তোরণে সিটি অফ ব্রাদারহুডই থাক ৷"

বদলে যাবে আসানসোলের 'সিটি অফ ব্রাদারহুড' তোরণ?

অন্যদিকে, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "যেরকম কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, তেমনি সিটি অফ ব্রাদারহুডও আসানসোলের আবেগ । এখানে সব ভাষাভাষী, ধর্মের মানুষ একসঙ্গে থাকেন । তাই এই নামকরণ হয়েছিল । নতুন গেট করতেই পারেন ওনারা । কিন্তু এই গেটকে ভেঙে দেওয়ার প্রয়োজন ছিল না ।" যদিও মেয়র বিধান উপাধ্যায়ের দাবি "নাম বদল করার কথা ভাবা হয়নি । নাম পালটাচ্ছে না । আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড নামেই সবাই চেনে, সেটাই থাকবে । কিন্তু গেটটা অস্থায়ী ছিল, এবার স্থায়ী পাকাপোক্ত করা হবে ।" বিধানবাবুর এই বক্তব্যে অবশ্য বিরোধীদের কটাক্ষ, চাপে পড়ে তোরণের নাম বদলের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন মেয়র ।

আসানসোল, 4 নভেম্বর: বদলে যাচ্ছে আসানসোল শহরে ঢোকার মুখে স্বাগত তোরণ । তোরণটিকে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পৌরনিগম । কিন্তু ওই তোরণে লেখা রয়েছে 'দ্য সিটি অফ ব্রাদারহুড'। যা শহর আসানসোলের ট্যাগ লাইন হয়ে গিয়েছে । বিভিন্ন সূত্র মারফৎ আসানসোলের বিরোধী দলের কাউন্সিলররা জানতে পেরেছেন যে ওই লেখা পালটে এবার হবে 'আই লাভ আসানসোল' করা হবে । এরপরেই বিষয়টি নিয়ে আসরে নেমেছেন বিরোধীরা (controversy sparks over change in Asansol Gate) ৷ ইতিমধ্যেই পৌরনিগমকে চিঠি দিয়েছেন বিরোধী কাউন্সিলার গোলাম সরোবর এবং চৈতালী তেওয়ারি । বিষয়টিকে নিয়ে টুইট করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিও । সবারই এক দাবি, শহরের ট্যাগ লাইন বদলানো যাবে না । তবে তৃণমূল পরিচালিত বর্তমান পৌরবোর্ডের দাবি তোরণ বদলালেও, 'দ্য সিটি অফ ব্রাদারহুড' লেখাটি মুছে দেওয়া হবে না (Asansol Gate Controversy) ৷

আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, পৌরবোর্ড সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে আসানসোল শহরে বেশ কয়েকটি তোরণ বা গেট করা হবে । তার জন্য ইতিমধ্যেই টাকাও মঞ্জুর হয়েছে । কালীপাহাড়ির কাছে শহরে ঢোকার মুখে স্বাগত তোরণটিকেও ভেঙে নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন মেয়র বিধান উপাধ্যায় । ওই তোরণে লেখা আছে 'দ্য সিটি অফ ব্রাদারহুড'। বিরোধী কাউন্সিলররা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন ওই শ্লোগান বদলে নতুন শ্লোগান লেখা হবে নবনির্মিত তোরণে । লেখা হবে 'আই লাভ আসানসোল'।

আরও পড়ুন: সাউথ ধোবিখানার পরিত্যক্ত জমিতে স্বাস্থ্যকেন্দ্র গড়ার ভাবনা কলকাতা পৌরনিগমের

এরপরেই বিরোধীরা পৌরনিগমের (Asansol Municipal Corporation) এই সিদ্ধান্তের বিরোধিতা করতে নেমেছেন । বিরোধী কাউন্সিলর গুলাম সরোবর ও চৈতালী তেওয়ারি পৌর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিরোধিতা করেছেন এই সিদ্ধান্তের । কংগ্রেস কাউন্সিলর গুলাম সরোবরের দাবি, "গত পৌরবোর্ডের সময় 20 লক্ষ টাকা খরচ করে ওই গেট বানানো হয়েছে । গত প্রশাসনিক বোর্ডেও গেটটি সংস্কার হয় । যেটুকু খারাপ হয়েছে সেটা ঠিক করে নিলেই হত । শুধু শুধু এক কোটি টাকা অপচয়ে নতুন গেট বানানোর প্রয়োজন কী? নামও বদলে ফেলা হবে শুনেছি । আমাদের আসানসোল ভ্রাতৃত্বের শহর, তাই সিটি অফ ব্রাদারহুড । সাংসদ শত্রুঘ্ন সিনহাও ওই ট্যাগ লাইন দেখে বাহবা দিয়েছে । হঠাৎ ক'রে কেনই বা পরিবর্তন? আমরা চাই তোরণে সিটি অফ ব্রাদারহুডই থাক ৷"

বদলে যাবে আসানসোলের 'সিটি অফ ব্রাদারহুড' তোরণ?

অন্যদিকে, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, "যেরকম কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, তেমনি সিটি অফ ব্রাদারহুডও আসানসোলের আবেগ । এখানে সব ভাষাভাষী, ধর্মের মানুষ একসঙ্গে থাকেন । তাই এই নামকরণ হয়েছিল । নতুন গেট করতেই পারেন ওনারা । কিন্তু এই গেটকে ভেঙে দেওয়ার প্রয়োজন ছিল না ।" যদিও মেয়র বিধান উপাধ্যায়ের দাবি "নাম বদল করার কথা ভাবা হয়নি । নাম পালটাচ্ছে না । আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড নামেই সবাই চেনে, সেটাই থাকবে । কিন্তু গেটটা অস্থায়ী ছিল, এবার স্থায়ী পাকাপোক্ত করা হবে ।" বিধানবাবুর এই বক্তব্যে অবশ্য বিরোধীদের কটাক্ষ, চাপে পড়ে তোরণের নাম বদলের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন মেয়র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.