ETV Bharat / state

Asansol By Poll : রাতের অন্ধকারে খুলে ফেলা হচ্ছে হোর্ডিং ! থানায় গেলেন অগ্নিমিত্রা - controversy over removal of bjp hoarding in asansol

রাতের অন্ধকারে অগ্নিমিত্রা পলের হোডিং খুলে ফেলা নিয়ে বচসা আসানসোল (Asansol By Poll) ৷ প্রার্থী পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করে অভিযোগ দায়ের করেন ।

Agnimitra Paul In Asansol
অগ্নিমিত্রা পালের হোডিং
author img

By

Published : Apr 4, 2022, 8:01 AM IST

আসানসোল, 4 এপ্রিল : রাতের অন্ধকারে চুপিসারে সরিয়ে ফেলা হচ্ছিল আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হোডিং ! এই অভিযোগে রবিবার রাতে উত্তেজনা ছড়াল আসানসোলের ভাঙাপ্রাচীর অঞ্চলে (controversy over removal of bjp hoarding in asansol) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি কর্মীরা । পৌঁছে যায় তৃণমূলের কর্মীরাও । হোর্ডিং খোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় ৷ শেষমেশ পুলিশের দ্বারস্থ হন অগ্নিমিত্রা (Agnimitra Paul) ৷

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। হোডিং খোলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি কর্মীরা। তাঁরা প্রতিবাদ জানায়। যদিও প্রথমে বলা হয় যারা হোডিং খুঁলছে তারা বিজ্ঞাপন সংস্থার কর্মী। অন্যদিকে বিষয়টি নিয়ে বচসা চলার মাঝখানে 30 থেকে 35 জন তৃণমূল কর্মী এসে পৌঁছায়। পরে দুপক্ষের বচসা বেঁধে যায়। তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ করেন। ঘটনার কথা জানতে পেরে পাণ্ডবেশ্বর থেকে ফেরার পথে আসানসোল দক্ষিণ থানায় যান বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেন ।

আরও পড়ুন : দুই উপনির্বাচনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা ও কেয়া

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন "একেই হোডিং নিয়ে বৈষম্য । তৃণমূল যেখানে 70 টা হোডিং পেয়েছে সেখানে আমরা 22 টা । তারপরও আমাদের হোডিং খুলে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে । আমাদের কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে তাদের মারধর করা হচ্ছে ।" অন্যদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ভি শিবদাশন দাশু। তার বক্তব্য "নাটক করে ভোট পাওয়া যায় না । আমরাও 2019 সালে অনেক হোডিং লাগিয়ে ছিলাম । কিন্তু আমরা হেরেছিলাম । তাই এত নাটকের কি আছে ?"

আসানসোল, 4 এপ্রিল : রাতের অন্ধকারে চুপিসারে সরিয়ে ফেলা হচ্ছিল আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হোডিং ! এই অভিযোগে রবিবার রাতে উত্তেজনা ছড়াল আসানসোলের ভাঙাপ্রাচীর অঞ্চলে (controversy over removal of bjp hoarding in asansol) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি কর্মীরা । পৌঁছে যায় তৃণমূলের কর্মীরাও । হোর্ডিং খোলা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায় ৷ শেষমেশ পুলিশের দ্বারস্থ হন অগ্নিমিত্রা (Agnimitra Paul) ৷

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। হোডিং খোলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি কর্মীরা। তাঁরা প্রতিবাদ জানায়। যদিও প্রথমে বলা হয় যারা হোডিং খুঁলছে তারা বিজ্ঞাপন সংস্থার কর্মী। অন্যদিকে বিষয়টি নিয়ে বচসা চলার মাঝখানে 30 থেকে 35 জন তৃণমূল কর্মী এসে পৌঁছায়। পরে দুপক্ষের বচসা বেঁধে যায়। তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ করেন। ঘটনার কথা জানতে পেরে পাণ্ডবেশ্বর থেকে ফেরার পথে আসানসোল দক্ষিণ থানায় যান বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দায়ের করেন ।

আরও পড়ুন : দুই উপনির্বাচনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা ও কেয়া

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন "একেই হোডিং নিয়ে বৈষম্য । তৃণমূল যেখানে 70 টা হোডিং পেয়েছে সেখানে আমরা 22 টা । তারপরও আমাদের হোডিং খুলে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে । আমাদের কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে তাদের মারধর করা হচ্ছে ।" অন্যদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ভি শিবদাশন দাশু। তার বক্তব্য "নাটক করে ভোট পাওয়া যায় না । আমরাও 2019 সালে অনেক হোডিং লাগিয়ে ছিলাম । কিন্তু আমরা হেরেছিলাম । তাই এত নাটকের কি আছে ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.